দৈর্ঘ্য ২০ ফুটেরও বেশি! অ্যামাজনে বিশ্বের বৃহত্তম আদিম অ্যানাকোন্ডা খুঁজে পেলেন বিজ্ঞানীরা
বিক্রম ব্যানার্জী, কলকাতা: সে এক দানব আকৃতির অজগর। চেহারায় পৃথিবীর অন্যান্য অজগরদেরও হার মানাবে। দৈর্ঘ্য নাকি 20 ফুটেরও বেশি। তবে একটু ভিন্ন প্রজাতির। হ্যাঁ, সম্প্রতি এই কথাগুলোই শোনা গিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিকের বিজ্ঞানীদের মুখে। খোঁজ নিয়ে জানা গেল, তাঁরা নাকি অ্যামাজনের জঙ্গলে পৃথিবীর দীর্ঘতম (Largest Anaconda) এই দস্যুটি আবিষ্কার করেছেন। যা অ্যানাকন্ডার পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দেবে।
বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর এসেছে, অধ্যাপক ব্রায়ান ফ্রাইয়ের নেতৃত্বে অতি সম্প্রতি বিজ্ঞানীদের একটি দল আমাজনের রেনফরেস্টে অভিযান চালিয়েছিল। সূত্রের খবর, সেখানেই নর্দার্ন গ্রিন অ্যানাকোন্ডা নামক একটি নতুন প্রজাতির বিষহীন আদিম সাপ খুঁজে পেয়েছেন তাঁরা।
গবেষক দলটির অনুমান, ওই অজগরটির দৈর্ঘ্য কমপক্ষে 20 ফুটের কাছাকাছি হবেই। জানা গিয়েছে, উইল স্মিথের সাথে পোল টু পোলের শ্যুটিং চলাকালীন ন্যাশনাল জিওগ্রাফিকের ওই বিজ্ঞানী দল এই আবিষ্কারটি করেন। স্থানীয়দের মতে, এই অজগরটি বিশ্বের বৃহত্তম বিষহীন সাপ।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ন্যাশনাল জিওগ্রাফিকের ওই বিজ্ঞানী দল ও ওয়াওরানি শিকারিরা দীর্ঘ 10 দিন আমাজনের জঙ্গলের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে এই আবিষ্কারটি করেছেন। গবেষক দলটি দীর্ঘ সময় জঙ্গলের প্রত্যন্ত পরিবেশের সাথে সময় কাটানোর পাশাপাশি দীর্ঘ নদী পথ পার করে 20 ফুটেরও বেশি লম্বা এই অজগরটির সন্ধান পান। ওয়াকিবহাল মহলের মতে, বিজ্ঞানীদের কাছে এই আবিষ্কারটি যথেষ্ট চ্যালেঞ্জিং ছিল।
অবশ্যই পড়ুন: পাঞ্জাবের ঘর ভাঙছে ইস্টবেঙ্গল? লাল-হলুদে আসতে পারেন দুর্ধর্ষ প্লেয়ার
সূত্রের খবর, জঙ্গলের প্রত্যন্ত প্রান্তে ঘুরে ঘুরে দীর্ঘ নদীপথ অতিক্রম করে দুর্গম পরিবেশের মধ্যে দিয়ে অ্যামাজনের লুকিয়ে থাকার রহস্য উন্মোচন করেছেন বিজ্ঞানীরা। যার দরুণ অ্যামাজনের জঙ্গলে লুকিয়ে থাকা গভীর রহস্যের ধারণা সত্যি হয়েছে। উল্লেখ্য, বিজ্ঞানীদের ওই দলটি যে দীর্ঘতম অজগরটি আবিষ্কার করেছেন তা খুব শীঘ্রই ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখানো হবে।
Infinix Note 50X কোম্পানির নতুন বাজেট ফ্রেন্ডলি ফিচার সমৃদ্ধি ৫জি স্মার্টফোন। যা বেশ আলোড়ন ফেলেছে…
বাইক হোক বা স্কুটার, টু-হুইলার কেনার পর কিছুদিন না যেতেই ক্রেতাদের একাংশের তা নিয়ে অভিযোগের…
এখনকার সময়ে ভারতে ৮,০০০ টাকার মধ্যে 5G স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। কিন্তু কিছু ব্র্যান্ড…
চার চাকার বাজারে দেশ-বিদেশ মাতালেও দু’চাকার প্রতি এখনও পর্যন্ত টাটা মোটরসের কোনও আগ্রহ চোখে পড়েনি।…
সৌভিক মুখার্জী, কলকাতা: সোনা শুধুমাত্র একটি ধাতু নয়। বরং এটি সঞ্চয়, বিনিয়োগ, গয়না সবকিছুর এক…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২রা এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.