নতুন ডিজাইন সহ আসছে অ্যান্ড্রয়েড ১৬, ব্যাটারি ইন্ডিকেটর থেকে ওয়াইফাই আইকন, বদলাবে সবকিছু
Google চলতি বছরে তাদের নতুন মোবাইল অপারেটিং সিস্টেম Android 16 লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই গুগল পিক্সেল ব্যবহারকারীদের জন্য এর বিটা ৩ ভার্সন চলে এসেছে। অপারেটিং সিস্টেমটির লেটেস্ট বিটা ভার্সনে ইউআই এলিমেন্টে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। ব্যাটারি থেকে শুরু করে ওয়াইফাই আইকন পর্যন্ত সবকিছুতেই পরিবর্তন লক্ষ্য করা গেছে।
মিশাল রহমানকে উদ্ধৃত করে অ্যান্ড্রয়েড অথোরিটি তাদের প্রতিবেদনে জানিয়েছে, নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে গুগল নতুন স্ট্যাটাস বার আইকন নিয়ে কাজ করছে। সদ্য আসা Android 16 Beta 3 ভার্সনে প্রদর্শিত নতুন স্ট্যাটাস বারে ব্যাটারি লেভেল ইন্ডিকেটর এবং ওয়াইফাই সিগন্যাল স্ট্রেনথ আইকন দেখা গেছে।
এতদিন ওয়াইফাইয়ের শক্তি পাঁচ ভাগে দেখানো হতো। নতুন পরিবর্তনের কারণে অ্যান্ড্রয়েড ১৬ ভার্সনে এটিকে মাত্র তিন ভাগে ভাগ করা হবে। এই ছোট্ট পরিবর্তনটি ব্যবহারকারীদের বুঝতে সাহায্য করবে যে তাদের ওয়াইফাই সিগন্যালটি দুর্বল, ঠিক আছে, নাকি চমৎকার।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ব্যাটারি আইকনে অনেক দিন পরিবর্তন আনা হয়নি। তবে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে একটি ছোট পরিবর্তন আনা হয়েছে, যেখানে ব্যাটারি আইকনের রং পরিবর্তন হবে। রঙগুলি ব্যাটারির স্থিতি অনুসারে পরিবর্তিত হবে, ব্যবহারকারীদের কখন তাদের ডিভাইসটি চার্জ করা দরকার তা বুঝিয়ে দেবে।
তবে মনে রাখবেন যে, বর্তমানে পরিবর্তনগুলি Android 16 এর বিটা ভার্সনে দেখা গেছে। এর স্টেবল ভার্সনে পরিবর্তনগুলি থাকবে কিনা এখনই নিশ্চিত করে কিছু বলা যায় না।
শ্বেতা মিত্র, কলকাতাঃ অক্ষরে অক্ষরে যেন মিলে গেল আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস। বদলাতে শুরু করেছে…
ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) ভারতীয় ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত একটি উচ্চ-গতির ব্রডব্যান্ড প্ল্যান হাজির করেছে।…
মিড-রেঞ্জ স্মার্টফোন সেগমেন্টে দুটোই দারুন বিকল্প। দাম ৩০,০০০ টাকার মধ্যে। Motorola Edge 60 Fusion এবং…
বাজারে ছেয়ে গিয়েছে 5G স্মার্টফোন। কিন্তু এর মধ্যে থেকে সঠিক ও ব্যবহারের জন্য উপযুক্ত মডেল…
ঘন ঘন রিচার্জ করতে না চাইলে Airtel এর এই প্ল্যান বেছে নিতে পারেন। দেশের দ্বিতীয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৪ঠা এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
This website uses cookies.