লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

নতুন ফোন কিনবেন? এপ্রিলে লঞ্চ হচ্ছে Realme Narzo 80 Pro থেকে Vivo V50e | Upcoming Smartphone Launching in India in April 2025

Published on:

এই মাসে বিভিন্ন ব্র্যান্ডের নতুন স্মার্টফোন ভারতীয় বাজারে ঝড় তুলতে আসছে। তাই এই মুহূর্তে যদি আপনি নতুন ফোন কিনতে চান, তাহলে এই খবর আপনার জন্য। এখানে আমরা এপ্রিল মাসে কোন কোন স্মার্টফোন ভারত (Upcoming Smartphones in April) লঞ্চ হতে চলেছে সেগুলির নাম জানাবো। লিস্টে Realme, Vivo এবং iQOO ব্র্যান্ডের ডিভাইস অন্তর্ভুক্ত আছে।

এপ্রিল মাসে ভারতে লঞ্চ হচ্ছে এই স্মার্টফোনগুলি

Realme Narzo 80x 5G

আগামী 9 এপ্রিল ভারতে এই ফোনটি লঞ্চ হবে। এতে পারফরম্যান্সের জন্য মিডিয়াটেকের ডাইমেনসিটি 6400 চিপ ব্যবহার করা হবে। এতে 120Hz ডিসপ্লে ও 6000mAh ব্যাটারি থাকবে। এটি ফুল চার্জে দুই দিন ব্যাটারি লাইফ দেবে। ডিভাইসটি 7.94mm পুরু হবে এবং এর ওজন 197g হবে। এটি IP69 ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স রেটিং সহ আসবে। ফোনটি অ্যামাজনে কিনতে পাওয়া যাবে।

READ MORE:  অফারের বৃষ্টি, ১০ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে ফিচারে ঠাসা Realme GT 6T স্মার্টফোন

Realme Narzo 80 Pro 5G

এই ফোনটি 9 এপ্রিল ভারতে বাজারে আসবে। এটি মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 প্রসেসর দ্বারা চালিত, যার দাম 20,000 টাকার কম রাখা হবে। এই ডিসপ্লে 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস ও 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এটিও অ্যামাজন থেকে কেনা যাবে।

আরও পড়ুন: 9 হাজার টাকা দাম কমলো Samsung Galaxy A55 5G ফোনের

READ MORE:  Vivo X200 Pro 5G: বিশ্বের সেরা ক্যামেরা ফোন, ২০০ মেগাপিক্সেল ক্যামেরার Vivo X200 Pro 5G স্মার্টফোন সবচেয়ে কম দামে | Vivo X200 Pro 5G Discount Offer

Vivo V50e 5G

ভিভো V50e 5G আগামী 10 এপ্রিল ভারতে লঞ্চ হবে। এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে সোনি IMX882 প্রাইমারি সেন্সর দেওয়া হবে। সাথে পাওয়া যাবে 50MP সেলফি ক্যামেরা। এটি ধুলো ও জল প্রতিরোধ করার জন্য IP69 রেটিং সহ আসবে। এতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড সাপোর্ট করবে। এতে কোয়াড কার্ভড ডিসপ্লে পাওয়া যাবে। ফোনটি Flipkart এবং Amazon থেকে কেনা যাবে।

iQOO Z10 5G

আইকো Z10 5G ফোনটি 11 এপ্রিল ভারতে লঞ্চ হবে। এতে 90W ফ্ল্যাশচার্জ সাপোর্ট সহ 7300mAh ব্যাটারি থাকবে। ফোনটি স্ন্যাপড্রাগন 7s জেন 3 চিপসেট, 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ আসবে। এতে কোয়াড কার্ভড AMOLED স্ক্রিনও থাকবে, যা সর্বোচ্চ 5000 নিটস ব্রাইটনেস অফার করবে। ফোনটি অ্যামাজন থেকে কেনা যাবে।

READ MORE:  নেটওয়ার্ক ছাড়াই ভয়েস চ্যাটিং, Xiaomi ও Poco ফোনে এল চমৎকার HyperOS আপডেট

iQOO Z10x 5G

iQOO Z10-এর সাথে iQOO 10x একই দিনে ভারতে লঞ্চ হবে। এতে ডাইমেনসিটি 7300 চিপসেট ব্যবহার করা হবে। ডিভাইসটি 8GB র‍্যাম এবং 256GB স্টোরেজ সহ আসতে পারে। এই স্মার্টফোনে 6500mAh এর কাছাকাছি ব্যাটারি দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য পাওয়া যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। ভারতে 15,000 টাকার কম দাম রাখা হতে পারে এই স্মার্টফোনের।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.