নতুন বাজেটে রান্নার গ্যাসের দাম অনেকটাই কমলো, কত হল নতুন দাম জেনে নিন
দেশের সাধারণ মানুষের জন্য একটি দারুণ সুখবর সামনে আসলো। বাজেট ঘোষণার আগেই কমলো রান্নার গ্যাসের দাম। ১লা ফেব্রুয়ারি থেকে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কিছুটা কমানো হয়েছে। তেল বিপণন সংস্থাগুলি নতুন মূল্য নির্ধারণ করেছে, যা আজ থেকে কার্যকর হবে। জেনে নিন কোন শহরে কত টাকা দাম কমেছে এবং বর্তমানে কত দামে রান্নার গ্যাস পাওয়া যাচ্ছে।
ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রকাশিত একটি তথ্য অনুযায়ী, ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন শহরে হ্রাস পেয়েছে।
রান্নার গ্যাসের দাম হ্রাস সত্ত্বেও গৃহস্থলীতে ব্যবহৃত ১৪ কেজি এলপিজি সিলিন্ডারের দামে কোনো রকম পরিবর্তন আনা হয়নি।
আজকের বাজার দর অনুযায়ী, সাধারণ গ্রাহকদের জন্য রান্নার গ্যাস একই দামে কিনতে হবে।
গৃহস্থালির জন্য রান্নার গ্যাসের দামে অপরিবর্তন মধ্যবিত্ত এবং নিন্মবিত্ত শ্রেণীর পরিবারগুলির জন্য একটি চিন্তার বিষয়। যদিও বাণিজ্যিক গ্যাসের মূল্যে সামান্য পরিবর্তন আনা হয়েছে। তবে সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী মূল্যের দাম এখনো ঘোষণা করা হয়নি।
গতকাল সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিশেষজ্ঞদের মতে মধ্যবর্তী শ্রেণীর উপর থেকে করের বোঝা কিছুটা লাঘব করার পরিকল্পনা গ্রহণ করেছিল কেন্দ্র সরকার।
নতুন বাজেট অনুযায়ী, বার্ষিক আয় ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিয়েছে কেন্দ্র সরকার। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে মধ্যবিত্তদের ক্রয় ক্ষমতা অনেকটাই কমেছে। ফলে অর্থনীতির গতি ধীর হয়ে পড়েছে। এই বিষয়টি মাথায় রেখে কেন্দ্রীয় সরকার নতুন করছাড়ের প্রস্তাব এনেছে।
বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির প্রভাব সরাসরি সাধারণ মানুষের উপর পড়ছে। সংবাদ সংস্থার একটি প্রতিবেদন অনুযায়ী, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি দেশের অর্থনৈতিক ক্ষতি করছে। ফলে সাধারণ মানুষের সঞ্চয়ের উপর চাপ পড়ছে। তাই বাজেটে এই বিষয়গুলি নজর দেওয়া হয়েছে।
বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কিছুটা স্বস্তি দিলেও সাধারণ রান্নার গ্যাসের দাম পরিবর্তন না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে হতাশা দেখা যাচ্ছে।
১লা মে থেকে ভারতীয় রেল টিকিট বুকিংয়ের নিয়মে বড় পরিবর্তন আসছে। যাত্রীদের সুবিধা ও প্রতারণা…
আইপিএল ২০২৫ এর ইতিহাসে এক অবিশ্বাস্য ঘটনা ঘটালেন মাত্র ১৪ বছরের বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের…
সৌভিক মুখার্জী, কলকাতা: যে সমস্ত বেকার যুবক-যুবতীরা কোন উন্নত সংস্থায় ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে ক্যারিয়ার গড়তে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান (Pakistan) যুদ্ধ যুদ্ধ আবহাওয়া! এই বুঝি শোনা যায় গোলাগুলির শব্দ! এমন…
প্রীতি পোদ্দার, কলকাতা: প্রত্যেকদিন ভারতীয় রেলে কয়েক লাখ যাত্রী ট্রেনের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে…
সহেলি মিত্র, কলকাতা: গরম অতীত, টানা ঝড় বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে নেমেছে বাংলার তাপমাত্রা। আপাতত স্বস্তিমূলক…
This website uses cookies.