লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

নতুন লুকস ও ডিস্ক ব্রেক-সহ আসছে দেশের সর্বাধিক বিক্রিত বাইক Hero Splendor Plus

Published on:

ভারতে যতগুলি মোটরসাইকেল বিক্রি হয় তার মধ্যে সবথেকে জনপ্রিয় মডেল হল Hero Splendor। সেই বাইক এবার নতুন রূপে প্রকাশ করতে চলেছে হিরো মটোকর্প। ইঙ্গিত পাওয়া যাচ্ছে, খুব শীঘ্রই লঞ্চ হতে পারে 2025 Hero Splendor Plus। সম্প্রতি এক ডিলারশিপে বাইকের নতুন মডেল ক্যামেরাবন্দী হয়েছে। সেই ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে, যা থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, এই মোটরসাইকেল নতুন রঙে উপস্থিত হতে চলেছে বাজারে।

READ MORE:  বাজার কাঁপাতে পুরো পাল্টে যাচ্ছে মধ্যবিত্তের প্রিয় গাড়ি! চমকে দেবে মাইলেজ ও ফিচার্স

ডিস্ক ব্রেক যুক্ত হচ্ছে

নতুন রঙের পাশাপাশি বাইকের আপডেটেড মডেলে একটি গুরুত্বপূর্ণ ফিচার্স হতে চলেছে ফ্রন্ট ডিস্ক ব্রেক। বলার অবকাশ রাখে না যে, হিরো স্প্লেন্ডর প্লাস বাইক তার মাইলেজ এবং ছিমছাম চেহারার জন্য পরিচিত। তার উপর ডিস্ক ব্রেক বাইকের সেফটি উন্নত করতে উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।

2025 Hero Splendor Plus : সম্ভাব্য নতুন ফিচার্স

এই মুহূর্তে কমিউটার বাইকেটিতে যে ভ্যারিয়েন্ট পাওয়া যায়, ডিজাইনের দিক দিয়ে নতুন মডেলে সেটাই থাকতে পারে। সূত্রের দাবি, নতুন মডেলে দুটি নতুন রঙের বিকল্প যোগ হতে পারে। একটি গোল্ডেন ডিক্যাল + রেড, আর অন্যটা গ্রে কালার স্কিম। সাথে বাইকটি আপডেটেড বডি গ্রাফিক্সের সঙ্গে আসতে পারে। তবে সবথেকে বড় চমক হতে চলেছে ফ্রন্ট ডিস্ক ব্রেক, ঠিক যেমনটা Hero Splendor Plus Xtec মডেলে রয়েছে।

READ MORE:  2025 Maruti Suzuki Dzire Tour S Launched: প্রায় 34 কিমি মাইলেজ! গাড়ি বাজারে ছড়ি ঘোরাতে এল নতুন Maruti Dzire Tour S | 2025 Maruti Suzuki Dzire Tour S Price

এই ডিস্ক ব্রেক রাইডারদের সুরক্ষা বাড়াতে সাহায্য করবে এবং রাস্তায় চালানোর সময় উন্নত ব্রেকিং দক্ষতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। বাইকের সামনে ডিস্ক ব্রেক থাকলে, পিছনে ড্রাম ব্রেকই থাকবে। ইঞ্জিন সেট আপে কোনও পরিবর্তন হচ্ছে না। মিলবে ৯৭.২ সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ৭.৯১ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। তবে এই ইঞ্জিন OBD 2B নিয়ম মেনে আপডেটেড হতে পারে।

READ MORE:  আট বছর নিশ্চিন্তে থাকুন! ওয়ারেন্টি বাড়ল Jawa, Yezdi, ও BSA মোটরসাইকেলের | Jawa Yezdi BSA Motorcycles 4 Year Warranty

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.