নতুন ১০০ টাকা ও ২০০ টাকার নোট আনছে RBI, আগের নোট কী হবে?

ভারতের মুদ্রা ব্যবস্থায় এবার বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাংক ঘোষণা করেছে যে, বাজারে আসতে চলেছে নতুন ১০০ টাকা এবং ২০০ টাকার নোট। কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে এবং এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। ফলে সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, নতুন আসলে পুরনো নোটগুলোর কি হবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে।

কেন নতুন নোট আনছে আরবিআই? 

ভারতীয় রিজার্ভ ব্যাংক সাধারণত প্রতি নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণ করার পর নতুন মুদ্রা চালু করে থাকে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে শক্তিকান্ত দাসের জায়গায় সঞ্জয় মালহোত্রা নতুন ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকে কেন্দ্রীয় ব্যাংক নতুন ৫০ টাকা, ১০০ টাকা এবং ২০০ টাকার নোট বাজারে নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করেছে। 

READ MORE:  ৫০০ টাকার নোটে এই চিহ্ন দেখেছেন? আসল নোট নাকি জাল, জানুন সত্যি

নতুন এই নোটগুলির নকশা মহাত্মা গান্ধীর সিরিজের মতই করা হবে এবং এতে বর্তমান গভর্নরের স্বাক্ষর থাকবে। এর আগে ফেব্রুয়ারি মাসে নতুন ৫০ টাকার নোট চালু করা হয়েছিল, যা ইতোমধ্যেই বাজারে রয়েছে। 

পুরনো নোট কি বাতিল হয়ে যাবে?

এখন সবার মনে একটাই প্রশ্ন যে, পুরোনো নোট কি বাতিল হয়ে যাবে? তবে চিন্তার কোনরকম কারণ নেই। ভারতীয় রিজার্ভ ব্যাংক স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন নোট চালু হলেও পুরনো ১০০ টাকা এবং ২০০ টাকার নোটগুলি বাজারে বৈধ থাকবে। অর্থাৎ, আগের মতোই এই নোটগুলি ব্যবহার করে লেনদেন করা যাবে।

READ MORE:  Stock Market: ১ লাখ বিনিয়োগে ৩ কোটি রিটার্ন! ভিখারিকেও রাজা বানিয়েছে এই স্টক | Jindal Steel And Power Stock

নতুন নোটের প্রভাব কী হতে পারে? 

এই নতুন নোট বাজারে আসার ফলে নতুন উন্নত মানের নিরাপত্তা বৈশিষ্ট্য যোগ করা হতে পারে।, ফলে দুর্নীতি প্রতিরোধে সহায়ক হবে। এছাড়া নতুন নোটের কারণে নগদ লেনদেনে সাময়িক কিছু পরিবর্তন আসতে পারে। তবে সামগ্রিকভাবে এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। শুধু তাই নয়, যেহেতু পুরনো নোট বাতিল করা হচ্ছে নাম তাই নতুন নোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়তি কোনরকম ঝামেলা থাকবে না।

READ MORE:  Home Loan: ২০, ৩০ ও ৫০ লক্ষের হোম লোনে এবার দিতে হবে এত টাকা কম EMI, দেখুন হিসেব | Reserve Bank Of India Repo Rate Home Loan

ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ১০০ টাকা এবং ২০০ টাকার নোট বাজারে আসতে চলেছে, যা বর্তমান গভর্নর সঞ্জয় মালহোত্রার স্বাক্ষর থাকবে। তবে পুরনো নোট আগের মতই চলবে। তাই এটিকে নোট বন্দির মতো কোনোরকম বড় পরিবর্তন হিসেবে ভাবার প্রয়োজন নেই। নতুন নোটের নিরাপত্তা এবং নকশায় কি কি পরিবর্তন আসতে পারে এখন সেটাই দেখার।

Scroll to Top