লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

নতুন iPhone 16e কিনবেন নাকি Samsung Galaxy S24 FE ভালো হবে, দাম ও ফিচারে এগিয়ে কে

Published on:

আইফোনের প্রতি মানুষের এক আলাদা টান রয়েছে তা অস্বীকার করার উপায় নেই। সেই তালিকায় সম্প্রতি যোগ হয়েছে iPhone 16e, এটি কোম্পানির অন্যতম সস্তা আইফোন। তবে এর প্রতিপক্ষ হিসাবে Samsung Galaxy S24 FE ফোনও একটি ভালো বিকল্প হতে পারে। আপনার বাজেট যদি কম হয় এবং একটি প্রিমিয়াম রেঞ্জের মোবাইল ব্যবহার করতে চান, তাহলে কোনটা সেরা হবে? আসুন জেনে নেওয়া যাক।

iPhone 16e বনাম Samsung Galaxy S24 FE : দাম

অ্যাপল iPhone 16e লঞ্চ হয়েছে ৫৯,৯৯০ টাকায়। Samsung Galaxy S24 FE আরও কম দামে কিনতে পারবেন। এটির দাম শুরু ৪২,৪৯৯ টাকা থেকে।

READ MORE:  Smartphones Waterproof: ওয়াটারপ্রুফ ও ওয়াটার-রেজিস্ট্যান্টের মধ্যে পার্থক্য কী? স্মার্টফোন কেনার আগে অবশ্যই জেনে নিন | Smartphone Waterproof vs Water Resistant Difference

iPhone 16e বনাম Samsung Galaxy S24 FE : ডিসপ্লে ও পারফরম্যান্স

আইফোনে রয়েছে ৬.১ ইঞ্চি ডিসপ্লে, ৬০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১২০০ নিটস পিক ব্রাইটনেস। যেখানে স্যামসাংয়ের ফোনে পাবেন আরও বড় ৬.৭ ইঞ্চি ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১৯০০ নিটস পিক ব্রাইটনেস।

পারফরম্যান্সের বিচারে আইফোনে রয়েছে নতুন A18 চিপ এবং স্যামসাংয়ে মিলবে Exynos 2400e চিপ। দুই প্রসেসরেই ভারী কাজ সামলানোর ক্ষমতা রয়েছে। তবে আইফোনের পারফরম্যান্স কিছুটা ভালো আশা করতে পারেন।

READ MORE:  চীনের ব্রহ্মাস্ত্র এখন Deepseek AI, স্মার্টফোন ও ল্যাপটপে কীভাবে ইনস্টল করবেন? জানুন

iPhone 16e বনাম Samsung Galaxy S24 FE : ক্যামেরা

স্যামসাংয়ের ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা পাবেন। মূল ক্যামেরা ৫০ মেগাপিক্সেল, তার সঙ্গে ৮ মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এবং ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা। অন্যদিকে, আইফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল সিঙ্গেল ক্যামেরা।

iPhone 16e বনাম Samsung Galaxy S24 FE : ব্যাটারি ও চার্জিং

আইফোনে রয়েছে ২০ ওয়াট চার্জিং ক্যাপাসিটি, যেখানে স্যামসাংয়ে মিলবে ২৫ ওয়াট চার্জিং ক্যাপাসিটি। গ্যালাক্সি ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি ৪,৭০০mAh। অ্যাপলের দাবি, এই ফোনে অডিয়ো প্লেব্যাক টাইম অনেক বেশি পাওয়া যাবে। আবার স্যামসাংয়ের দাবি, ভিডিয়ো প্লেব্যাক টাইম তাদের বেশি।

READ MORE:  Vivo Y300 5G: ৫০ মেগাপিক্সেল সনি ক্যামেরার Vivo 5G স্মার্টফোনে বাম্পার ডিসকাউন্ট, রয়েছে সুপারমুন এফেক্ট | Vivo Y300 5G Discount Offer

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.