নববর্ষ উপলক্ষে যাত্রীদের জন্য বড় চমক! নতুন সাজে সাজল শিয়ালদহ স্টেশন
প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত দেশের অন্যতম ব্যস্ত স্টেশন হল শিয়ালদহ (Sealdah) স্টেশন। আর এই অন্যতম গুরত্বপূর্ণ পরিবহন কেন্দ্র দিয়ে দিয়ে প্রতিদিন যাতায়াত করেন ১৫ থেকে ১৮ লক্ষ যাত্রী। যা একক স্টেশন হিসেবে দেশের মধ্যে সবচেয়ে বেশি। এই স্টেশন দিয়ে মেল বা এক্সপ্রেস ট্রেন ছাড়াও প্রায় ৯৫০টি ইএমইউ এবং মেমু ট্রেন যাতায়াত করে। এছাড়া, শিয়ালদহ স্টেশনটি কলকাতা মেট্রো গ্রিন লাইনের সঙ্গেও সংযুক্ত, যার ফলে শহরের বিভিন্ন প্রান্তে খুব সহজেই পৌঁছে যেতে সাহায্য করে। আর এই আবহে এবার যাত্রীদের জন্য আরও এক বড় চমক নিয়ে আসতে চলেছে শিয়ালদহ স্টেশন। যা এক লহমায় বদলে দেবে এই স্টেশনের আদলকে।
আমরা সকলেই জানি শিয়ালদহ স্টেশন কলকাতার এমনই এক গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র যেটি কিনা উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, মুর্শিদাবাদ এবং হাওড়া ও হুগলির কিছু অংশের শহরতলির সঙ্গে সরাসরি সংযুক্ত থাকে। এছাড়াও এই স্টেশন আশেপাশের অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে বরাবরই পরিচিতি লাভ করেছে। তাই সেক্ষেত্রে এই স্টেশনকে নিয়ে বরাবরই নানা উদ্যোগ নিয়ে থাকে রেল কর্তৃপক্ষ। রেল লাইন মেরামত থেকে শুরু করে প্ল্যাটফর্ম চওড়া করা এবং নিত্যযাত্রীদের সুবিধার্থে একের পর এক প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হয়ে থাকে। আর তাই এবারেও সামনের পয়লা বৈশাখের আগে নানা নয়া উদ্যোগ নেওয়া হতে চলেছে শিয়ালদহ স্টেশনে।
রেল সূত্রের তরফে জানা গিয়েছে, শিয়ালদহ বিভাগের সদর দফতর হল ডিআরএম বিল্ডিং। যেটি কিনা শিয়ালদহ স্টেশনের ১ নং প্ল্যাটফর্মের পাশে অবস্থিত। ৭১৫ কিলোমিটার দীর্ঘ শিয়ালদহ বিভাগের এই প্রশাসনিক কেন্দ্রটি ১৮৬৯ সালে নির্মিত হয়েছিল। এবার সেই বিল্ডিংটিকে বাংলা নববর্ষের প্রাক্কালে, চোখ ধাঁধানো আলোকসজ্জায় আলোকিত করা হতে চলেছে। শুধু তাই নয় ‘অমৃত ভারত স্টেশন প্রজেক্ট’-এর মাধ্যমে এই ডিভিশনে পরিকাঠামোর নানা দিকগুলি উন্নত করে তোলা হচ্ছে। জানা যাচ্ছে এই সমস্ত কাজ বাংলা নববর্ষের আগেই শুরু হয়ে যাবে।
এছাড়াও সম্প্রতিই শিয়ালদহ দক্ষিণ স্টেশনে একটি নতুন প্রবেশ/প্রস্থান গেট খোলা হয়েছে এবং পথচারীদের মেট্রো স্টেশনে সহজে পৌঁছানোর জন্য একটি সাবওয়েও খোলা হয়েছে। যা যাত্রীদের কাছে অনেকটাই উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে নেওয়া হয়েছে। এর পাশাপাশি শিয়ালদহ স্টেশন কমপ্লেক্সে এখন ১২টি কোচ বিশিষ্ট ইএমইউ রেক ধারণক্ষমতা সম্পন্ন একাধিক প্ল্যাটফর্ম রয়েছে। এবং উন্নতমানের ওয়েটিং রুম এবং ফুড কোর্ট, দোকান এর পরিকাঠামো রয়েছে যা যাত্রীদের বেশ সুবিধা প্রদান করছে।
সহেলি মিত্র, কলকাতাঃ গুড ফ্রাইডের দিন বাংলাজুড়ে প্রবল দুর্যোগের পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চুপিসারে আমাদের ওপর নজর রাখছে ভিনগ্রহীরা (Aliens)! এমন প্রসঙ্গ শোনা যায় প্রায়শই।…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৮ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
অনার শীঘ্রই তাদের নতুন স্মার্টফোন Honor GT Pro লঞ্চ করতে চলেছে। এই ফোনটি আগামী ২৩…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত ৩রা এপ্রিল বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Scam)…
সহেলি মিত্র, কলকাতা: নববর্ষের আবহে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘোষণার জেরে রীতিমতো লটারি লাগল…
This website uses cookies.