নবান্নে দাদা, দিদির বৈঠক! অবশেষে মুখ খুললেন শালবনিতে ১ টাকায় জমি পাওয়া নিয়ে
শ্বেতা মিত্র, কলকাতা: বাজেটের আগে আচমকাই নবান্নে গিয়ে হাজির হলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। হ্যাঁ ঠিকই শুনেছেন। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায় বিকেল সাড়ে পাঁচটায় নবান্নে পৌঁছান এবং সওয়া ৬টা নাগাদ বেরিয়ে যান। নিশ্চয়ই ভাবছেন দুজনের মধ্যে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
এর আগে পশ্চিম মেদিনীপুরের শালবনিতে ইস্পাত কারখানা স্থাপনের জন্য ১০০ কোটি টাকায় ৩৫০ একর জমি কিনেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। জমিটি আগে একটি ব্যবসায়ী গোষ্ঠীর কাছে ছিল যারা দাবি করেছিল যে জমির বর্তমান দাম প্রায় ২৭০০ কোটি টাকা।
বিষয়টি বর্তমানে আদালতে রয়েছে এবং ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করা হয়েছে। এই ইস্যুতে আলোচনায় জড়ানো হতে পারে বলে জল্পনা রয়েছে। তবে আলাপচারিতায় ঠিক কি আলোচনা হয়েছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন সকলেই। অষ্টম বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়া সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্যবসায়ীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন এবং বাংলায় বিনিয়োগ আনার জন্য মুখ্যমন্ত্রীর প্রচেষ্টার প্রশংসা করেন।
বর্তমানে একটা কথা বারবার উঠে আসছে। আর সেটা হল নাকি শালবনিতে মাত্র ১ টাকার বদলে ৩৫০ একর জমি পেয়েছেন সৌরভ। সত্যিই কি তাই? অবশেষে এই বিষয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে। জানালেন আসল সত্যিটা।
সৌরভ জানিয়েছেন যে শালবনিতে মোটেও এক টাকায় জমি পাননি। সরকারি টেন্ডারের মাধ্যমে ৩৫০ একরের জমির জন্য ১০০ কোটি টাকা খরচ করেছেন। তবে জমি নিয়ে শুরু হয়েছে জট। চলছে মামলা। জানা গিয়েছে, সৌরভ যে জমি কিনেছেন, তা আগে প্রয়াগ গ্রুপের হাতে ছিল। প্রয়াগের তরফে দাবি করা হয়েছে যে ওই জমির বর্তমান বাজারমূল্য ২,৭০০ কোটি টাকা। পুরো বিষয়টি নিয়ে জট তৈরি হয়েছে। আগামী বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিও আছে। এহেন পরিস্থিতিতে মমতা ও সৌরভের আচমকা সাক্ষাৎকে দুয়ে দুয়ে চার করছে বিশিষ্ট মহল।
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কেটে ভাগ্য পরীক্ষা করতে চান? মোটা অঙ্কের লোভে চটজলদি কোনও…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশকে চ্যালেঞ্জ করলেন বিরাট কোহলি (Virat Kohli)! সম্প্রতি BCCI-র…
পড়ে গিয়েছে গরম। শরীর ঠান্ডা রাখতে বৃদ্ধি পাচ্ছে এসির ব্যবহার। কিন্তু, এই যন্ত্র ব্যবহারের সময়…
স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে চান অনেকেই, কিন্তু সঠিক আইডিয়া খুঁজে পান না। গরমকাল…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার বিষয়ে কিছুই জানতেন না অভিজ্ঞ ভারতীয় তারকা…
Tecno শীঘ্রই Spark 40 সিরিজের স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। তবে সংস্থার তরফে এখনও কোনও লঞ্চের…
This website uses cookies.