নিজেই যে শিশু! মাত্র পাঁচ বছর বয়সে জন্ম দিয়েছিলেন সুস্থ সন্তানের! বিশ্বের কনিষ্ঠতম মাকে চেনেন?
বিশ্বজুড়ে এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে যা শুনলে বা জানলে রীতিমতো চমকে উঠতে হয়। মন বলে ওঠে এমন ঘটনাও ঘটে? হ্যাঁ ঘটে। তারই প্রমাণ স্বরূপ রয়েছে ইতিহাস। ঠাকুরমা দিদিমার এর সময় ১৫, ১৬, ১৭, ১৮ তে বিয়ের প্রচলন ছিল। ১৪, ১৫ তেও বিয়ে হয়েছে অনেকের। বর্তমান সময়ে দাঁড়িয়ে অবশ্য বেড়েছে বিয়ের বয়সের সময়সীমা।
আসলে ঋতুস্রাব শুরু হলে তবেই একটি মেয়ে মা হতে পারে। আর তার জন্য নির্ধারিত সময়সীমা ১০ বা ১২ বছর। তবে কারর, কারর ক্ষেত্রে আগে বা পরে হয়। কিন্তু বিশাল হেরফের হয় না। তবে আজ এমন একজনের কথা বলব যিনি মাত্র ৫ বছর বয়সে মা হয়েছিলেন। আজও বিশ্বের কনিষ্ঠতম মা তিনিই।
তবে, নিঃসন্দেহে মাত্র ৫ বছর বয়সে কারর মা হওয়া সুখকর নয় বরং দুঃখের। কে তিনি? কী তার পরিচয়? ১৯৩৯ সালে মাত্র ৫ বছর বয়সে সবল পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন লিনা মেডিনা। অবশ্যই এই ঘটনা এক কথায় বিস্ময়কর। পেরুর কাছে ছোট্ট একটা গ্রাম টিক্রাপোতে জন্ম হয় লিনার। সে যখন ছোট তখন হঠাৎ করেই তার পেট ফুলতে শুরু করে। বাড়তে থাকে যন্ত্রণা। পরিবারের সবাই ভেবেছিলেন হয়ত টিউমার হয়েছে তার। কিন্তু ঘটনাটি ছিল অন্য কিছু।
কোনভাবেই ব্যথা কম ছিল না। অবশেষে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান লিনা তখন ৮ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় রীতিমতো চমকে উঠেছিল লিনার পরিবার। আসলে লিনার যখন আট মাস বয়স তখন তার ঋতুস্রাব শুরু হয়। প্রিকসিয়াস পিউবার্টির শিকার শিকার ছিলেন লিনা। যার ফলে তার যৌনাঙ্গ অত্যন্ত অল্প বয়স থেকে পরিণত হতে শুরু করে।
কিন্তু কি ভাবে অন্তঃসত্ত্বা হলেন লিনা? এই বিষয়ে পরে তদন্ত হয়। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। যদিও উপযুক্ত প্রমাণের অভাবে ছাড় পেয়ে যায় ওই ব্যক্তি। লিনা যখন তার প্রথম সন্তানকে জন্ম দেন, তখন তির বয়স ছিল ৫ বছর ৭ মাস ২১ দিন। তিনিই বিশ্বের কনিষ্ঠতম মা। সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক সন্তানের জন্ম দেন লিনা।
উল্লেখ্য, যে চিকিৎসক লিনার অস্ত্রোপচার করেছিলেন তারই নামানুসারে লিনার ছেলের নাম রাখা হয় গেরার্ডো। পরবর্তীতে অবশ্য বিয়ে করেছিলেন লিনা। তার আরও এক সন্তান হয়। ৪০ বছর বয়সে অস্থিমজ্জা রোগে প্রয়াত হয় গেরার্ডো। লিনাকে নিয়ে তথ্যচিত্র বানাতে চেয়েছিলেন বহু পরিচালক। দিয়েছিলেন মোটা টাকার প্রস্তাব। যদিও তা গ্রহণ করেননি লিনা। নিজের এই ঘটনাকে সেলুলয়েডের পর্দায় তুলে ধরতে চাননি তিনি।
ভারতীয় রেলে ভুয়া টিকিট পরীক্ষকদের (TTE) প্রতারণা থেকে যাত্রীদের রক্ষা করতে নতুন প্রযুক্তি ও নিয়ম…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আরও বিগড়েছে। 26 জন…
গরমকাল আসলেই যেন ফ্রিজ ছাড়া দিন চলে না। আর তেমনই ফ্রিজের (Fridge) একটি সবথেকে বড়সড়…
দক্ষিণ-পূর্ব রেলের পূর্ব নির্ধারিত নন-ইন্টারলকিং উন্নয়নমূলক কাজের কারণে বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কিছু ট্রেনের…
সহেলি মিত্র, কলকাতাঃ কবে চালু হবে ধর্মতলা থেকে শিয়ালদা অবধি মেট্রো পরিষেবা? এখন এই প্রশ্ন…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারিতে অর্থপ্রাপ্তি নির্ভর করে ভাগ্যের ওপর! রাশিচক্রের পরিবর্তন ও শুভ সময় অনুযায়ী…
This website uses cookies.