নিমেষে হবে চার্জ, ১৫ হাজার টাকার মধ্যে Realme 12x ও Vivo T3x সহ সেরা ৫ ফাস্ট চার্জিং স্মার্টফোন | Best 5 Fast Charging Smartphones List Under 15000
১৫ হাজার টাকার কমে ভারতে সবথেকে দ্রুত গতিতে চার্জ হয় এমন ৫ ফোনের সন্ধান রইল।
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ইঁদুর দৌড়ের যুগে সময় কম হাতে! তাই যত সম্ভব দ্রুত ফোন চার্জ করতে চাইছেন ব্যবহারকারীরা। এই অভাব মেটানোর জন্য ফোনে আনা হচ্ছে ফাস্ট চার্জিং প্রযুক্তি। আজ এমন কয়েকটি স্মার্টফোনের সন্ধান রইল, যেগুলির দাম ১৫ হাজার টাকার মধ্যে হলেও, চার্জ করতে পারবে নিমেষে। চলুন জেনে নেওয়া যাক।
Realme 12x 5G ফোনের দাম ১৫ হাজার টাকার মধ্যে। এই হ্যান্ডসেটের ব্যাটারি ইন-বক্স ৪৫ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার ব্যবহার করে, যা ৫২ মিনিটে ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত চার্জ করে। ৫,০০০mAh ব্যাটারি, ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, ৫০ এমপি মূল ক্যামেরা এবং ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে এই ফোনে।
POCO M7 Pro মডেলে আছে ৫১১০mAh ব্যাটারি, যা ৫৩ মিনিটে ২০ থেকে ১০০ শতাংশ চার্জ হয়। এটি ভারতে ১৫ হাজারের মধ্যে উপলব্ধ অন্যতম ফাস্ট চার্জিং স্মার্টফোন। এতে পাওয়া যাবে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ, AMOLED ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০২৫ Ultra প্রসেসর, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
Vivo T3x মডেলে পাওয়া যাবে শক্তিশালী ৬০০০mAh ব্যাটারি। এতে ইন-বক্স ৪৪ ওয়াট ফাস্ট চার্জার রয়েছে, যা স্মার্টফোনকে ৬০ মিনিটে ২০ থেকে ১০০ শতাংশ চার্জ করতে পারে। এতে দেওয়া হয়েছে ৬.৭২ ইঞ্চি FHD+ ১২০ হার্টজ IPS LCD ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর, ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের দাম ১৩,৯৯৯ টাকা থেকে শুরু।
ফোন চার্জের ক্ষেত্রে iQOO Z9x, Vivo T3x এর মতোই দ্রুত চার্জ হয়। এতে আছে ৪৪ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার এবং ৬০০০mAh ব্যাটারি। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে ৬.৭২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ১২০ হার্টজ আইপিএস এলসিডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৬ জেন ১ চিপসেট, একটি ৫০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
এই ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ৫০০০mAh এবং রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, যা ২০ শতাংশ থেকে ১০০ শতাংশ ব্যাটারিকে চার্জ করতে সময় নেয় ৬৪ মিনিট। ফিচার রয়েছে, ৬.৭২-ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS LCD ১২০ হার্টজ প্যানেল, মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০+ চিপসেট, পিছনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের দাম ১০,৯৯৯ টাকা।
সৌভিক মুখার্জী, কলকাতা: পাঞ্জাবের মোহালি আদালত এক ঐতিহাসিক রায় দিয়েছে। শোনা যাচ্ছে, ধর্ষণের অভিযোগে দোষী…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ মাসে লটারি (Lottery) কাটবেন? ভাগ্য সহায় আছে তো? লটারি প্রাপ্তির যোগ…
সুজুকি (Suzuki) সম্প্রতি ভারতে বার্গম্যান স্ট্রিটের (Burgman Street) আপডেটেড ভার্সন লঞ্চ করেছে। এই নতুন সংস্করণে নয়া…
আইপিএল উপলক্ষে বিশেষ প্ল্যান চালু করল ভোডাফোন আইডিয়া (Vodafone Idea)। বাজারে এল নতুন ক্রিকেট ডেটা…
OnePlus 13T জল্পনার অবসান ঘটিয়ে এই মাসেই লঞ্চ হচ্ছে। এটি একটি কমপ্যাক্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন যা প্রিমিয়াম ডিজাইন…
ভারতে আপনার পরিচয় প্রমাণ করার জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। সরকারী বা বেসরকারী…
This website uses cookies.