ন্যানো টেক্সচার প্রযুক্তির ট্যাবলেট নিয়ে এল Xiaomi, দীর্ঘক্ষণ ব্যবহারেও চোখ ধাকবে সুস্থ

Xiaomi Pad 7 গত মাসে ভারতে লঞ্চ হয়েছিল। স্ট্যান্ডার্ড মডেলের পাশাপাশি, ফ্ল্যাগশিপ ট্যাবটির একটি স্পেশাল ভ্যারিয়েন্টেরও ঘোষণা হয়েছিল। যাতে একটি ন্যানো টেক্সচার ডিসপ্লে রয়েছে এবং এটি ৯৯ শতাংশ হস্তক্ষেপকারী আলো, অর্থাৎ গ্লেয়ার এবং রিফ্লেকশন (প্রতিফলন) দূর করবে বলে দাবি করেছিল শাওমি। এতদিন শুধুমাত্র স্ট্যান্ডার্ড মডেলটি বিক্রি হত। আর এখন Xiaomi Pad 7 Nano Texture ডিসপ্লে ভেরিয়েন্টে কেনার জন্য উপলব্ধ হবে বলে ঘোষণা করা হয়েছে।

READ MORE:  PNB-এর গ্রাহকদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাচ্ছে, ২৬শে মার্চের আগে অবশ্যই এই কাজ করুন

Xiaomi Pad 7 Nano Texture ডিসপ্লের দাম

শাওমি প্যাড ৭ ন্যানো টেক্সচার ডিসপ্লে ভ্যারিয়েন্ট ১৮ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে বিক্রি শুরু হবে। ১২ জিবি + ২৫৬ জিবি স্টোরেজের একটাই অপশনে পাওয়া যাবে। যার দাম ৩২,৯৯৯ টাকা। ট্যাবলেটটি আমাজন, শাওমির ওয়েবসাইট, ও রিটেল স্টোরে উপলব্ধ হবে৷ এটি তিনটি রঙে পাওয়া যাবে – সেজ গ্রিন, গ্রাফাইট গ্রে, এবং মিরাজ পার্পল।

স্পেসিফিকেশন ও ফিচার্স

কালার ভাইব্রান্সিকে প্রভাবিত না করেই গ্লেয়ার ও প্রতিফলন কমানোর জন্য তৈরি করা হয়েছে শাওমি প্যাড ৭ ন্যানো টেক্সচার। এটি চোখের ক্লান্তি কমাবে বলেও দাবি করা হয়েছে। ন্যানো টেক্সচার প্রযুক্তি ব্যতীত, ট্যাবলেটের বাকি স্পেসিফিকেশনগুলি একই রকম। প্যাড ৭-এর অন্যতম বিশেষত্ব হল ডিসপ্লে। ১১.২ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ডলবি ভিশন, ৮০০ নিট ব্রাইটনেস, ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে।

READ MORE:  EPFO New Rules: স্বল্পমেয়াদী চাকরিতেও ন্যূনতম ৫০০০০ টাকা ভাতা দেবে EPFO | Employees' Provident Fund Organisation New Rules

ট্যাবটি স্ন্যাপড্রাগন ৭+ জেন ৩ প্রসেসরে চলে। এতে অ্যান্ড্রয়েড ১৫ নির্ভর হাইপারওএস ২.০ কাস্টম স্কিন রয়েছে। ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের সিঙ্গেল ক্যামেরা বর্তমান। আর সেলফি ও ভিডিয়ো কলের জন্য, সামনে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। ট্যাবের ৮,৮৫০ এমএএইচ ব্যাটারি ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে।

READ MORE:  উচ্চশিক্ষার জন্য টাকার চিন্তা? SBI আনল ১০০% ফাইন্যান্সড শিক্ষাঋণ, জানুন আবেদন প্রক্রিয়া