পাত্তা পাবেনা কুতুব মিনারও, হাওড়ায় তৈরি হচ্ছে সুবিশাল টাওয়ার! কোন জায়গায়?
শ্বেতা মিত্র, কলকাতা: হাওড়া (Howrah) জেলায় যুক্ত হতে চলেছে আরো একটা পলক। কলকাতার শহীদ মিনার কিংবা বিশ্ব বাংলা গেটের থেকেও উচ্চতায় বড়। কাজ কয়েক মাসের মধ্যেই শেষ হতে পারে। হাওড়া স্টেশনের কাছে তৈরি হচ্ছে এই টাওয়ার। যারা স্টেশনে গিয়েছে, তাঁদের নজরেই নির্মীয়মান এই মিনারটি নজরে পড়েছে নিশ্চয়।
ঠিক কী তৈরী হচ্ছে? এই প্রশ্ন অনেকের মনেই উঁকি দিয়েছে। সদুত্তর অনেকের কাছেই ছিল না। ক্রমে জানা গিয়েছে আসলে এটি একটি নজর মিনার। যেটা বিশ্ব বাংলা গেট কিংবা কুতুব মিনারের থেকেও বড়। উপরে উঠে দেখা যাবে দূর দূরান্ত অব্দি। থাকবে টেলিস্কোপ, রেস্তোরাঁ, বিরাট বেসমেন্ট।
সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মিনারের উচ্চতা প্রায় ১২০ মিটার। কুতুব মিনারের থেকে এই মিনার প্রায় ৩৮ মিটার চওড়া, উচ্চতায় বিশ্ব বাংলা গেটের থেকে প্রায় দ্বিগুণ। শহীদ মিনারের থেকেও উচ্চতায় বেশি।
হাওড়া স্টেশন থেকে যাতায়াতের সময় টাওয়ারটি অনেকেই দেখেছে। কিন্তু এটার সঠিক অবস্থান কোথায়? বেলিলিয়াস পার্কের কাছে তৈরি হচ্ছে অত্যাধুনিক ও অতিকায় এই মিনারটি। ডুমুরজলা ও কোনা এক্সপ্রেসওয়ে এবং হাওড়া ময়দান সংলগ্ন বাইপাসের থেকেই নজর মিনার তৈরি হচ্ছে। মিনারটি তৈরির দায়িত্বে রয়েছে একটি বেসরকারি গ্রুপ। দেখভালের দায়িত্বে রয়েছে হাওড়া পুরনিগম।
টাওয়ার লম্বায় যেমন বিশাল, তেমনই এর ভিতও মাটির অনেক গভীর পর্যন্ত। মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে, মাটির নীচে ভিত রয়েছে দশ তলার সমান ভূমিকম্প এলেও এই নির্মাণ টিকে থাকবে। ভূমির সঙ্গে এর পরিধি প্রায় ৪০ মিটার। এটা তৈরি করতে আনুমানিক ১,৪০০ টন স্টিল ব্যবহার করা হয়েছে।
মাটি থেকে ১২০ মিটার উঁচুতে থাকতে পর্যবেক্ষণ মঞ্চ। সেখান থেকে ২০ কিলোমিটার দূর পর্যন্ত দেখা যাবে, এমন টেলিস্কোপ বসানো থাকবে। মেঝে প্রায় ২,০০০ স্কোয়ার ফুটের। নীচে থাকবে খাওয়াদাওয়ার ব্যবস্থা। থাকবে দুটো ডেক, একটা ব্যাঙ্কোয়েট হল।
সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সেভিংস অ্যাকাউন্টে (Savings Account) মাস শেষে মোটা অঙ্কের টাকা জমবে। হ্যাঁ,…
মোটোরোলা আগামীকাল অর্থাৎ ৩০ এপ্রিল ভারতে তাদের নতুন স্মার্টফোন Motorola Edge 60 Pro লঞ্চ করতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
This website uses cookies.