লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

পারফরম্যান্সের নিরিখে কোন স্মার্টফোন এগিয়ে, গেমিংয়ের জন্য কে সেরা

Published on:

রিয়েলমি ব্র্যান্ডের P সিরিজ লাইনআপের সর্বশেষ সংযোজন হল Realme P3। এই ফোনে রয়েছে নতুন স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ প্রসেসর। তাছাড়া দামও ২০ হাজার টাকার কম। এই বিভাগে আরও একটি নজরকাড়া ডিভাইস হল Redmi Note 14। শক্তিশালী পারফরম্যান্স এবং ফিচারের জন্য পরিচিত উভয় ডিভাইস। কিন্তু দুই ফোনের মধ্যে এগিয়ে কোনটা, সেই তুলনা করা হল এই প্রতিবেদনে।

Realme P3 বনাম Redmi Note 14

Geekbench

রিয়েলমি পি৩ স্মার্টফোনটিকে এগিয়ে রেখেছে গিকবেঞ্চ।
দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সিপিইউ কর্মক্ষমতা মূল্যায়ন করা হয়েছে। সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর। রিয়েলমি পি৩ এবং রেডমি নোট ১৪ এর সিঙ্গেল-কোর স্কোর সমান হলেও, মাল্টি কোর টেস্টে রিয়েলমি কিছুটা এগিয়ে রয়েছে। রিয়েলমি পি৩ এর স্কোর ১১০০ এবং রেডমি নোট ১৪ এর স্কোর ৯৪৮।

READ MORE:  Realme P3 Ultra 5G Launched: জবরদস্ত ফিচার ও দুর্দান্ত ক্যামেরা সহ লঞ্চ হল Realme P3 Ultra 5G ও Realme P3 5G, দাম কত | Realme P3 Ultra 5G Price in India

AnTuTu

AnTuTu স্মার্টফোনের সিপিইউ, জিপিইউ, মেমরি এবং সামগ্রিক ব্যবহারকারীর অভিজ্ঞতা মূল্যায়ন করে থাকে। স্কোর যত বেশি তত ভাল পারফরম্যান্স দেবে বলে মনে করা হয়। এক্ষেত্রে রিয়েলমি পি৩ এর স্কোর ৭৬৪,৪১০ এবং রেডমি নোট ১৪ এর স্কোর ৪৫৭, ৪২৬।

CPU Throttle

সিপিইউ থ্রটল ভারী লোডের মধ্যে টেকসই কর্মক্ষমতা মূল্যায়ন করে থাকে। এতেও যত বেশি স্কোর তত ভাল হবে ডিভাইস। তবে চাপের মধ্যে টেকসই কর্মক্ষমতা বজায় রাখাও সমান গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে রিয়েলমি পি৩ এর সিপিইউ থ্রুটল ৫৩.৫% এবং রেডমি নোট ১৪ এর ৬৫.৩%।

READ MORE:  ২৭ হাজার টাকা ডিসকাউন্ট, সবচেয়ে সস্তা এই ফোল্ডেবল ফোনে আছে সেরা ফিচার সহ দুর্দান্ত ক্যামেরা

Gaming

৩০ মিনিটের গেমপ্লে চলাকালীন গড় FPS যত বেশি তত ভাল সেই ফোনের গেমিং পারফরম্যান্স। এটিও একটি স্মার্টফোনের অন্যতম মূল্যায়ন। রিয়েলমি পি৩-তে সিওডি মোবাইল (মিডিয়াম ও হাই) ৫৯.৫, রিয়েল রেসিং ৩ (স্ট্যান্ডার্ড) ৫৯.৭ এবং বিজিএমআই (এইচডি+হাই) ২৫.১। অন্যদিকে, রেডমি নোট ১৪ এর সিওডি মোবাইল (মিডিয়াম ও হাই) ৫৩.৩৮, রিয়েল রেসিং ৩ (স্ট্যান্ডার্ড) ৫৫.১৫ এবং বিজিএমআই (এইচডি+হাই) ২৮.৮।

Thermal Performance

একটি স্মার্টফোনে ৩০ মিনিট গেম খেলার পর তাপমাত্রা বৃদ্ধি সংক্রান্ত একটি পরীক্ষা থার্মাল পারফরম্যান্স। তাপমাত্রা যত কম তত ভাল। রিয়েলমি পি৩ ফোনে সিওডি খেলার পর তাপমাত্রা ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, রিয়েল রেসিং ৩ খেলার পর ৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বিজিএমআই খেলার পর ৬.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরীক্ষা করা গিয়েছে। অপরদিকে, রেডমি নোট ১৪ তে সিওডি খেলার পর তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, রিয়েল রেসিং ৩ খেলার পর ৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বিজিএমআই খেলার পর ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

READ MORE:  অপেক্ষা শেষ! iQOO Neo 10R বাজারে ঝড় তুলতে এই দিন লঞ্চ হচ্ছে, দাম ও ফিচার দেখুন

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.