Categories: জ্যোতিষ

পুজোর আগে দারুণ বোনাস! নবরাত্রির প্রথম দিন তুলায় চন্দ্র, মালামাল হবে এই পাঁচটি রাশি

আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর, ভালো সময় শুরু হতে চলেছে বেশ কয়েকটি রাশির। চন্দ্র কন্যা রাশির পর তুলা রাশিতে আজ গমন করতে চলেছে। এর পাশাপাশি আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি এটি। এই দিন শারদীয় নবরাত্রি শুরু হতে চলেছে। এই প্রতিপদ তিথিতে, মা দুর্গার প্রথম রূপ, মা শৈলপত্রীর পূজা করা হয় এবং করা হয় উপবাস পালন। নবরাত্রীর প্রথম দিনে ইন্দ্রযোগ, বুধাদিত্ত যোগ এবং হস্ত নক্ষত্রের একটা শুভ সংমিশ্রণ হয়েছে। এই কারণে এই দিনের গুরুত্ব এখন অনেকটাই বেশি।

বৈদিক জ্যোতিষ শাস্ত্র অনুসারে, নবরাত্রীর প্রথম দিনে পাঁচটি রাশির জন্য একটা শুভ সময় শুরু হতে চলেছে। এই রাশির জাতকরা আজ প্রচুর অর্থ লাভ করতে চলেছেন এবং নবরাত্রীর কারণে বাড়িতে ধর্মীয় পরিবেশ বজায় থাকতে চলেছে। কুণ্ডলীর গ্রহ নক্ষত্রের শুভ প্রভাব থাকতে চলেছে আপনার উপরে এবং তার সাথেই আপনি মা দুর্গার বিশেষ আশীর্বাদ লাভ করতে চলেছেন এদিন। চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন পাত্তির রাশির জন্য আজকের দিনটা ভালো হতে চলেছে।

১. কর্কট রাশি

আজকের দিনটা কর্কট রাশির জাতকদের জন্য অত্যন্ত ইতিবাচক দিন হতে চলেছে। আজকের দিনে মা দুর্গার কৃপায় সকল প্রকার টেনশন থেকে আপনি দূরে থাকবেন এবং সকাল থেকেই আপনি ভালো সংবাদ পেতে শুরু করবেন। বাড়িতে পুজোর পরিবেশ থাকবে এবং শারীরিক এবং মানসিক দিক থেকেও আপনি ইতিবাচক বোধ করবেন আজকে। যদি আজকে একটি নতুন ব্যবসা শুরু করার ইচ্ছা থাকে, তাহলে এটা আপনার জন্য খুব উপকারী একটা সময় হতে চলেছে। আপনি আজকে খুবই মজাদার মেজাজে থাকবেন এবং সহকর্মীদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। পরিবারেও কোন বিশেষ সমস্যা থাকবে না। যদি পরিবারে কোন সমস্যা থেকে থাকে, তা কিন্তু ইতিবাচক শক্তির কারণে অনেকটাই কাটিয়ে উঠবেন আপনারা। সন্ধ্যায় মাতার মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন আপনারা।

২. বৃষ রাশি

আজকের দিনটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে। নবরাত্রি কারণে আজ বৃষ রাশির জাতক-জাতিকাদের পরিবারে ধর্মীয় পরিবেশ বজায় থাকবে এবং পুরো পরিবার একসাথে দেবী দুর্গার আরাধনা করতে পারবেন। কাছাকাছি একটি দুর্গা মন্দিরে গিয়ে আপনি পুজো করতে পারেন এবং তার সাথেই দাতব্য কাজ করতে পারেন। যদি কোথাও টাকা আটকে থাকে তা, আজ আপনি ফেরত পেতে পারেন। অফিসের পরিবেশ আজ আপনার পছন্দ অনুযায়ী হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্যও ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে যদি কোন ভুল বোঝাবুঝি হয়, তাহলে মা দুর্গার কৃপায় সমস্ত ধরনের সমস্যা মিটে যাবে। বন্ধুদের সঙ্গে সন্ধ্যায় একটা ভালো সময় কাটাতে পারবেন।

৩. মীন রাশি

আজকের দিনটা মীন রাশির জাতক জাতিকাদের জন্য ভালো হতে চলেছে। মীন রাশির জাতক জাতিকার আজ দেবী কৃপায় নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। দৈনন্দিন রুটিনে কিছুটা পরিবর্তন আসতে পারে। সেই কারণে আপনি নিজের জন্য কিছুটা সময় বের করার চেষ্টা করবেন। অনলাইনে আপনার প্রয়োজনে জামাকাপড় মোবাইল ঘড়ি ইত্যাদি কিনতে পারেন। এই সময়টা অনলাইন শপিং করার জন্য খুব ভালো হবে। এছাড়াও শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে, যে বাধা ছিল তা দূর হয়ে যাবে আজ। যে কোন কাজে নিযুক্ত ব্যক্তিদের জন্য আজকে সময়টা ভালো। আপনি সমস্ত পরিশ্রম এবং সততার সঙ্গে কাজ করলে আপনি এটা ভালো উপহার পাবেন। সন্ধ্যায় আপনি দেবতা দর্শনে গেলে আগামী সময়গুলো খুব ভালো যাবে।

৪. তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা অত্যন্ত আনন্দদায়ক হতে চলেছে। আপনার জন্য প্রতিটি পদক্ষেপ খুব ভালো হতে চলেছে আজকের দিনে। আজকে আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে, যার ফলে আপনি আপনার ভাগ্যকে পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না। সঙ্গেই, নবরাত্রি প্রথম দিনে পুরো পরিবারের সাথে আপনি পুজো করবেন এবং আপনার বক্তব্যের সাথে সবাইকে প্রভাবিত করতে পারবেন। আপনি যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন, তাহলে আপনার ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি আজ আপনার প্রতিযোগীদের সাথে একটা কড়া টক্কর দিতে পারবেন। বাড়িতেও পরিবেশ ভালো থাকবে। কোনরকম কোন সমস্যা হবে না। সন্ধ্যায় আপনি আপনার বাড়ির ছোট সদস্যদের সঙ্গে রামলীলা দেখতে যেতে পারেন।

৫. ধনু রাশি

আজকের দিনটা ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো হতে চলেছে। এই দিনটা তাদের জন্য বিশেষ ফলদায়ক হতে পারে। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, তাহলে আপনার একাগ্রতা বাড়বে। আপনি পড়াশোনায় মনোযোগ দেবেন এবং আপনি জিনিস গুলি খুব ভালোভাবে বুঝতে পারবেন। নবরাত্রি কারণে বাড়িতে ধর্মীয় পরিবেশ থাকবে এবং শিশুরা খেলাধুলায় ব্যস্ত থাকবে। যারা কর্মরত তারা অন্য কোম্পানি থেকে আরও ভালো একটা অফার পেতে পারেন, যার ফলে কর্মজীবনে ভালো অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যদি ব্যবসা করেন, তাহলে আপনার নতুন ব্যবসার আইডিয়া আজকে মাথায় আসবে। সেখানে বিনিয়োগ করে আপনি ভালো লাভ পেতে পারেন। আপনি যদি পরিবারের কারো বিয়ে নিয়ে চিন্তিত থাকেন, তাহলে আজকে গুরুজন বা সম্মানিত ব্যক্তির সাথে আপনার দুশ্চিন্তা ভাগ করে নিতে পারেন। এর ফলে আপনার চিন্তা কমবে এবং বাড়িতে একটা শুভ ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে।

Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.

Recent Posts

ফের মুর্শিদাবাদ, এবার সামশেরগঞ্জে কোচিং সেন্টার লক্ষ্য করে বোমাবাজি! আহত দুই পড়ুয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল মুর্শিদাবাদ (Murshidabad)। অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল…

1 second ago

ফের খুলল মুখোশ! পাকিস্তানকে বিরাট ঝটকা দিল তুরস্ক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাকিস্তানে অস্ত্র বোঝাই বিমান পাঠানোর খবর সম্পূর্ণ ভুয়া বলে জানিয়ে দিল তুরস্ক…

31 minutes ago

Digha Puri Vande Bharat: এবার দিঘা থেকে পুরী অবধি চলবে বন্দে ভারত! কোন রুট, ভাড়া কত? জানুন | Digha Puri High Speed Train

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলার রেল যাত্রীদের জন্য রইল আরও এক সুখবর। এবার সে দিঘার জগন্নাথ…

32 minutes ago

Astrotalk Internship 2025: আবেদন করলেই মাসে ২০ হাজার! Astrotalk-এ বিনামূল্যে ইন্টার্নশিপ করে চাকরি | Internship Job

সৌভিক মুখার্জী, কলকাতা: বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। অ্যাস্ট্রোটক, যা ভারতের অন্যতম জনপ্রিয় অ্যাস্ট্রোলজি প্ল্যাটফর্ম। এবার…

38 minutes ago

এবার সব ATM-এ থাকবে ১০০ ও ২০০ টাকার নোট! RBI-র নয়া নির্দেশিকা

সাধারণ মানুষ যাতে ৫০০ টাকার পরিবর্তে ছোট মূল্যের নোট তুলতে পারে, তার জন্য দেশের শীর্ষ…

42 minutes ago

হাওড়া থেকে মেট্রো করে সল্টলেক যেতে কত টাকা খরচ? দেখে নিন সম্ভাব্য ভাড়ার তালিকা

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার নিত্যযাত্রীদের এবার বহুদিনের স্বপ্ন বাস্তবে পরিণত হতে চলেছে। হ্যাঁ, বহু প্রতিক্ষার…

1 hour ago

This website uses cookies.