পুরো ২৫ হাজার টাকা ডিসকাউন্টে iPhone 15 Plus, রয়েছে অতিরিক্ত এক্সচেঞ্জ অফার

অ্যাপলের স্মার্টফোন অর্থাৎ আইফোন ভারতে ব্যাপক জনপ্রিয়। তবে প্রিমিয়াম ফিচার সহ অত্যাধুনিক প্রযুক্তি থাকার কারণে iPhone এর দাম অনেকটাই বেশি। তাই সবার পক্ষে অ্যাপলের ডিভাইস কেনা সম্ভব হয়ে ওঠে না। তবে মাঝে মাঝে আইফোনের বিভিন্ন মডেলে অফার দেওয়া হয়। এখন যেমন iPhone 15 Plus লোভনীয় অফারে পাওয়া যাচ্ছে। অফারের কারণে সাধারণ দামের তুলনায় অনেক সস্তায় এই ডিভাইস কেনা যাবে।

READ MORE:  মোবাইলে খেলতে পারবেন বড় বড় গেমস! বাজেট-ফ্রেন্ডলি গেমিং ফোন আনল Asus

আইফোনের বিশেষ মডেলটি জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে কম দামে তালিকাভুক্ত আছে। এর সাথে ব্যাঙ্ক অফার এবং পুরানো ফোন বদলে আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার পাওয়া যাচ্ছে। প্রায় দুবছর আগে অর্থাৎ ২০২৩ সালে এই ফোনটি লঞ্চ হয়েছিল এবং iPhone 16 সিরিজ লঞ্চের পরে এর দাম কিছুটা কমানো হয়।

সবচেয়ে কম দামে কিনুন iPhone 15 Plus

আইফোন ১৫ প্লাস এর ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৮৯,৯০০ টাকা। তবে মূল্য হ্রাসের পর এর নতুন দাম হয়েছে ৭৯,৯০০ টাকা। কিন্তু ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এই ডিভাইসটি ৬৮,৯৯৯ টাকায় তালিকাভুক্ত আছে। আবার যদি নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে পেমেন্ট করেন তাহলে ৫,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।

READ MORE:  ইউনিক ক্যামেরা ডিজাইন সহ আসছে আইফোন ১৭ ও আইফোন ১৭ প্রো, ফাঁস হল প্রথম ছবি

ব্যাঙ্ক অফারের পরে আইফোন ১৫ প্লাস এর দাম কমে দাঁড়াবে ৬৩,৪৯৯ টাকায়। এছাড়া পুরানো ফোন এক্সচেঞ্জ করে সর্বোচ্চ ৪৩,১৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে। এই এক্সচেঞ্জ ডিসকাউন্টের মূল্য নির্ভর করবে পুরোনো ফোনের মডেল ও কন্ডিশনের ওপর। এছাড়া ফ্লিপকার্ট কিছু মডেলের সাথে ৫,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। ডিভাইসটি কালো, নীল, সবুজ এবং গোলাপী রঙে পাওয়া যাবে।

READ MORE:  অ্যাপলের নয়া চমক, একসঙ্গে আসছে iPhone SE 4, Macbook Air M4- সহ একাধিক প্রোডাক্ট

Scroll to Top