পূর্ণ হল দীর্ঘদিনের দাবি, শিয়ালদা শাখায় বড় সুখবর দিল রেল, খুশি নিত্যযাত্রীরা
শ্বেতা মিত্র, কলকাতাঃ শিয়ালদা শাখার রেল যাত্রীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। এবার যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে এমন এক উদ্যোগ নেওয়া হল যার দরুণ উপকৃত হবেন সকলে। কমবে ঝক্কিও। বিশেষ করে কেউ যদি বারুইপুর-ডায়মন্ড হারবার রুটে (Baruipur Diamond Harbour Local) রোজ ট্রেনে করে যাতায়াত করে থাকেন তার নিত্য দিনের সমস্যার সমাধান হতে চলেছে। আপনিউ যদি এই শাখায় ট্রেন দেরিতে চলা বা মাঝে মধ্যে যে কোনও স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাওয়ার মতো সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। পূর্ব রেলের তরফে এমন ব্যবস্থা করা হয়েছে যার দরুণ আগামী দিন থেকে আর সমস্যা হবে না।
রেল সূত্রে খবর, বিশেষ ব্যবস্থাটি গত ২ এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে। আর এর ফলে যাত্রীদের থেকে বেশ ভালো সাড়াও মিলছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে পূর্ব রেলের তরফে কী এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে? তাহলে আর সাসপেন্স না বাড়িয়ে জানিয়ে রাখি, গত ২ এপ্রিল থেকে শিয়ালদহ বিভাগের নবনির্মিত হোটর স্টেশনে সফলভাবে চালু হল ট্রাকশন সাবস্টেশন বা TSS। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে এই নতুন ব্যবস্থার ফলে কীভাবে উপকৃত হবেন রেল যাত্রীরা?
এই বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে, ট্র্যাকশন পাওয়ার বিতরণের কার্যকারিতা বৃদ্ধি পাওয়ায় ওভারহেডে ভোল্টেজ সমস্যা হবে না। ট্রেন দেরি বা দাঁড়িয়ে পড়ার সমস্যাও হবে না।বারুইপুর-ডায়মন্ড হারবার রুটে দীর্ঘদিন ধরে ট্রেন লেট থেকে শুরু করে যেখানে সেখানে দাঁড়িয়ে যাওয়ার ব্যাপারে অভিযোগ তুলছিলেন রেল যাত্রীরা। এদিকে সবকিছু বিচার করে পূর্ব রেলের তরফে এই নতুন উদ্যোগটি নেওয়া হয়েছে। এর ফলে দারুণভাবে লাভবান হবেন রেল যাত্রীরা।
ট্র্যাকশন পাওয়ার বিতরণ নেটওয়ার্কের অতিরিক্ত সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এবং বিশেষ করে বারুইপুর-ডায়মন্ড হারবার শাখায় কম ওভারহেড ইকুইপমেন্ট ভোল্টেজের সমস্যাগুলি কার্যকরভাবে সমাধান করবে। রেল সূত্রে খবর, রেলওয়ে কর্মকর্তাদের যৌথ মিটার পরীক্ষণ ও যৌথ পরিমাপের পর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিবহণ সংস্থা লিমিটেড এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থা লিমিটেড-এর প্রতিনিধিদের সহযোগিতায় এই প্রকল্প সম্পন্ন হয়েছে। প্রশ্ন উঠছে, আগামী দিনে কি অন্যান্য রুটেও এই ব্যবস্থা চালু করবে রেল? সেটা অবশ্য সময়ই বলবে।
Samsung সম্প্রতি তাদের পাঁচটি জনপ্রিয় গ্যালাক্সি স্মার্টফোনের জন্য সফটওয়্যার সাপোর্ট বন্ধ করার ঘোষণা করেছে। গিজমোচীনার…
বেশি র্যাম, বড় ব্যাটারি এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফোনের খোঁজে থাকা ব্যবহারকারীদের জন্য Oppo আজ লঞ্চ…
মারুতি সুজুকি আজ জনপ্রিয় MPV (মাল্টি পারপাস ভেহিকল) ইকো গাড়ির ২০২৫ ( Maruti Eeco 2025)…
সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তরপ্রদেশের অমরোহা জেলার এক কাল্পনিক প্রেমের কাহিনী ভাইরাল। তবে কাল্পনিক ঘটনা হলেও…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখে, মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড…
This website uses cookies.