পূর্ব রেলের নতুন পদক্ষেপ, শিয়ালদহ স্টেশনে কমবে যাত্রীদের ভিড়
যে সমস্ত যাত্রীরা শিয়ালদহ স্টেশন দিয়ে নিয়মিত যাতায়াত করেন, তারা আরও একটি উপহার পেতে পারেন। রেল প্রফুল্ল দ্বার খুলে দিতে পারে, এমন সম্ভাবনা সম্প্রতি দেখা দিয়েছে। এমনটা সত্যি হলে নির্দ্বিধায় বলা যেতে পারে বহু যাত্রী উপকৃত হবেন।
আসলে শিয়ালদহ স্টেশনের ১, ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে নতুন গেট তৈরি করা হচ্ছে। এই গেট নির্মাণের কাজ কবে শেষ হবে বা কেন তৈরি করা হচ্ছে সে ব্যাপারে বিশদে কিছু জানা যায়নি। দেশের বিভিন্ন প্রান্তে রেল পরিষেবা উন্নত করা হচ্ছে। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে আরও আধুনিক করা হচ্ছে স্টেশনগুলো। শিয়ালদহ স্টেশনের উক্ত প্ল্যাটফর্মগুলোর মধ্যে দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ যাতায়াত করেন। এক নম্বর প্ল্যাটফর্মের কাছেই রয়েছে প্রফুল্ল গেট। এই গেট এখন বন্ধ করা রয়েছে। দীর্ঘ দিন ধরেই গেটটি বন্ধ রাখা হয়েছে। ফলত সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারেন না।
গেটটি খোলা থাকলে প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যাতায়াত অনেক সহজ হতে পারতো বলে নিত্য যাত্রীদের অনেকে মনে করেন। নতুন গেট তৈরি হতে দেখে এখন অনেকে আসার আলো দেখতে শুরু করেছেন। যদিও রেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। নতুন যে গেট গেটটি তৈরি হচ্ছে কিংবা প্রফুল্ল গেট, এ ব্যাপারে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। জুলাইয়ের শুরুতে এই নতুন গেট চালু হতে পারে বলে মনে করা হচ্ছে।
জুলাই থেকে শিয়ালদহ উত্তর শাখার সব ট্রেনে চলবে বারোটি বগি নিয়ে। যার ফলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। বগি পিছু কমতে পারে ভিড়ের চাপ।
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ডুরান্ড কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান সুপার লিগ, AFC চ্যালেঞ্জ লিগ ও…
একদিকে মূল্যবৃদ্ধির চাপে কূলকিনারা খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষ, আর অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য…
ভারতীয় মোবাইল ব্যবহারকারীদের অভিজ্ঞতা বদলে দিতে চলেছে নোকিয়া ফোন নির্মাতা HMD। সংস্থাটি ঘোষণা করেছে যে…
ভারতের শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা জিও সম্প্রতি এক নতুন দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান চালু করেছে, যা মাত্র…
সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য খুশির হওয়া। এতদিন ধরে…
This website uses cookies.