পেট্রল অতীত, এবার খরচ কমিয়ে শুধু ইথানলে ছুটবে গাড়ি, চলে এল নতুন Tata Punch
সিএনজি, পেট্রল, ডিজেল এবং ইলেকট্রিকের পর এবার ফ্লেক্স-ফুয়েল চালিত গাড়ি নিয়ে হাজির হল টাটা মোটরস (Tata Motors)। সংস্থাটি ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো-তে Puch Flex Fuel মডেল প্রদর্শন করেছে। এটি শুধু ৮৫ শতাংশ ইথানলে নয়, সম্পূর্ণ ১০০ শতাংশ ইথানলে ছুটতে সক্ষম। আর এটাই গাড়িটির সবচেয়ে বড় বিশেষত্ব। সাদা ও সবুজ রঙের ডুয়েল টোন কালার স্কিম ও ফ্লেক্স ফুয়েল লেখা ব্যতীত গাড়িটির ডিজাইনে কোনও পরিবর্তন করা হয়নি।
টাটা পাঞ্চ ফ্লেক্স ফুয়েল পেট্রল মডেলের মতোই ১.২ লিটার, তিন সিলিন্ডার, ন্যাচারালি অ্যাস্পিরিটেড ইঞ্জিনে ছুটবে। ইঞ্জিনটি এমনভাবে মডিফাই করা হয়েছে যাতে এটি ইনানল মিশ্রিত জ্বালানিতে দৌড়তে পারে। পাঞ্চের ইঞ্জিনকে নতুন ধরনের ফ্লেক্স ফুয়েলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে বেশ কিছু যান্ত্রিক পরিবর্তন করেছে টাটা মোটরস।
গাড়িটিতে একটি স্মার্ট সফটওয়্যার এবং অত্যাধুনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম রয়েছে, যা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ইথানল মিশ্রিত জ্বালানির সঙ্গে অ্যাডজাস্ট করতে সক্ষম। ফুয়েল ইঞ্জেকশন সিস্টেমে থাকা হাই-ফ্লো ইঞ্জেকটর নিশ্চিত করবে যে ইঞ্জিনটি ঠান্ডা থাকলেও মসৃণভাবে স্টার্ট হতে পারবে। এছাড়া, ক্ষতিকর গ্যাসের নির্গমন রুখতে উন্নত এগজস্ট সিস্টেম ব্যবহার করছে টাটা। পাঞ্চ ফ্লেক্স ফুয়েল ভার্সন ঠিক কবে লঞ্চ হবে, তা এখনও জানায়নি টাটা।
গত বছর আগস্টে টাটা পাঞ্চের ৪ লক্ষতম ইউনিট কারখানা থেকে বেরিয়েছিল। আর এই মাসে এই মাইক্রো এসইউভি ৫ লক্ষ উৎপাদনের মাইলফলক স্পর্শ করেছে। এমনকি ২০২৪ সালে দেশের সর্বাধিক বিক্রিত গাড়ির তকমা জিতে নেয়েছে এটি। যেখানে বিগত চার দশক ধরে মারুতি সুজুকির মডেলই টপ সেলিং গাড়ি হিসাবে পরিচিত ছিল। বর্তমানে টাটা পাঞ্চের পেট্রল ভার্সনের দাম ৫.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ এপ্রিল, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
ভোজপুরি সিনেমার জনপ্রিয় জুটি দিনেশ লাল যাদব ওরফে নিরহুয়া এবং আম্রপালি দুবে আবারও শিরোনামে। সম্প্রতি,…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজকাল চাকরির বাজারের যা অবস্থা, তাতে সবাই কর্মসংস্থানের জন্য নিজের ব্যবসা (Business…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের(KKR) পথের কাঁটা হয়েছিল বৃষ্টি। শ্রেয়স…
ভারতের বয়স্ক নাগরিকদের জন্য সুখবর! ভারতীয় রেলওয়ে তাদের রেল ভাড়ায় ৫০% পর্যন্ত ছাড় পুনরায় চালু…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: কাশ্মীর অর্থাৎ POK অঞ্চল নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাড়তে থাকা দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল…
This website uses cookies.