পেট্রল মোটরসাইকেলের দিন শেষ, ওলার ইলেকট্রিক বাইক রাস্তার দখল নিতে প্রস্তুত

স্কুটারের পর বাজারে ই-বাইক আনার তোড়জোড় শুরু করল Ola Electric। দেশের অন্যতম জনপ্রিয় ইভি টু-হুইলার সংস্থাটি তাদের Roadster ইলেকট্রিক বাইকের উৎপাদন শুরু করেছে। ওলা সামাজিক গণমাধ্যমে জানিয়েছে, তারা উৎপাদনের প্রথম ব্যাচ প্রকাশ করেছে। জানিয়ে রাখি, গত বছর অগাস্টে, Roadster, Roadster X ও Roadster Pro তিনটি ইলেকট্রিক বাইক লঞ্চ করেছিল কোম্পানি।

উপরের মডেল তিনটির দাম যথাক্রমে ৭৪,৯৯৯ টাকা, ১,০৪,৯৯৯ টাকা এবং ১,৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এর মধ্যে রোডস্টার এক্স মডেলটিকে ওলা তার সেগমেন্টের দ্রুততম ইলেকট্রিক মোটরসাইকেল হিসাবে দাবি করেছে। এটি ২.৫ কিলোওয়াট আওয়ার, ৩.৫ কিলোওয়াট আওয়ায় এবং ৪.৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাকে পাওয়া যাবে।

অন্যদিকে, রোডস্টার এক্স-এ রয়েছে ১৩ কিলোওয়াট মোটর ও একাধিক ব্যাটারি অপশন। এটি কমিউটার ইলেকট্রিক বাইক হিসাবে বাজারে আসবে। আর সবচেয়ে দামি প্রো ভ্যারিয়েন্টে আছে ৫২ কিলোওয়াট মোটর, যার টর্ক ১০৫ এনএম। আবার এটির ১৬ কিলোওয়াট ভ্যারিয়েন্টটি ১.২ সেকেন্ডে ০-৪০ কিমি/ঘণ্টা এবং ১.৯ সেকেন্ডে ০-৬০ কিমি/ঘণ্টা গতি তুলতে পারে। সর্বোচ্চ গতি ১৯৪ কিমি প্রতি ঘণ্টা।

READ MORE:  লঞ্চের আগে ওলার নতুন ইলেকট্রিক স্পোর্টস বাইকের ছবি প্রকাশ্যে এল, দেখলে মুগ্ধ হবেন!

ওলা ইলেকট্রিক জানিয়েছে, তারা তাদের সমস্ত মডেলের উপর আট বছরের ব্যাটারি ওয়ারেন্টি এবং তাদের উপস্থিত চার্জিং নেটওয়ার্কের অ্যাক্সেস প্রদান করবে। তবে ইলেকট্রিক বাইকগুলি কোন তারিখের মধ্যে বাজারে আসতে পারে তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি স্টার্টআপ কোম্পানি ইলেকট্রিক বাইক হাজির করেছে বাজারে। যার মধ্যে রয়েছে Ultraviolet, Revolt ইত্যাদি। স্কুটারের পর এবার বাইক এনে গ্রাহকদের উৎসাহ আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার প্রচেষ্টা ওলার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  Oben Rorr EZ Electric Bike: দাম বাড়ার আগেই কিনে ফেলুন ১৭৫ কিমি মাইলেজের এই অনবদ্য ইলেকট্রিক বাইক | Oben Rorr EZ Price

Scroll to Top