পোস্ট অফিসে জয়েন্ট অ্যাকাউন্ট খুললেই মিলবে মাসে ১০ হাজার টাকা, কীভাবে পাবেন?
বর্তমান সময়ে বিনিয়োগের কথা উঠলে সাধারণত শেয়ারবাজার, মিউচুয়াল ফান্ড কিংবা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের কথা মাথায় আসে। কিন্তু এমন অনেক বিনিয়োগের স্কিম রয়েছে, যেখানে ঝুকি কম অথচ প্রতি মাসে নিশ্চিত সুদ পাওয়া যায়। এমন একটি স্কিম হলো পোস্ট অফিসের মাসিক আয় স্কিম (Post Office MIS Scheme)।
এই স্কিমের সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এখানে বিনিয়োগ করলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণে সুদ পাওয়া যায়। আর যদি স্বামী-স্ত্রী মিলে জয়েন্ট একাউন্ট খোলা হয় তাহলে প্রতি মাসে ৯২৫০/- টাকা করে আয় করা যায়।
পোস্ট অফিসের MIS স্কিমটি মূলত একটি ফিক্সড ডিপোজিটের মত, যেখানে নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে নির্দিষ্ট সুদ পাওয়া যায়। তবে এখানে মূল পার্থক্য হলো, সাধারণ ব্যাংকের মতো একবারে সুদের জায়গায় প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণে সুদ পাওয়া যায়।
যদি ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হয়, তাহলে প্রতি মাসে ৯২৫০/- টাকা সুদ দেওয়া হবে। এই সুদ আপনি চাইলে সরাসরি আপনার ব্যাংক একাউন্টেও নিতে পারেন। ৫ বছর পূর্ণ হওয়ার পর মুল বিনিয়োগকারী ১৫ লক্ষ টাকা ফেরত পায়। অর্থাৎ আপনি ৫ বছর ধরে প্রতি মাসে নির্দিষ্ট আয় পাবেন, পাশাপাশি আপনার আসল বিনিয়োগ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে।
প্রথমত, এই স্কিম ভারত সরকারের তত্ত্বাবধানে পোস্ট অফিস পরিচালনা করে। তাই সম্পূর্ণ নিরাপদ, জালিয়াতির কোনোরকম সম্ভাবনা নেই। দ্বিতীয়ত, এখানে বিনিয়োগের পর প্রতি মাসে নিশ্চিত সুদ পাওয়া যায়।
পাশাপাশি দম্পতিরা মিলে একসঙ্গে বিনিয়োগ করলে বেশি সুদ পাওয়া যায়। এছাড়া পাঁচ বছর পর পুরো বিনিয়োগের টাকা ফেরত পাওয়া যায়। তাই ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগও থাকে। এছাড়া এই স্কিমে কর ছাড়ের সুবিধাঅ মেলে।
পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করতে হলে নিকটবর্তী কোন পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। এর জন্য যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলি হল আধার কার্ড বা প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র হিসেবে বিদ্যুৎ বিল বা রেশন কার্ড, পাসপোর্ট সাইজের ছবি এবং ব্যাংকের ডিটেইলস।
তাই যদি আপনি একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প খুঁজে থাকেন, যেখানে ঝুঁকি নেই কিন্তু আয় এবং সুদের হার নিশ্চিত, তাহলে পোস্ট অফিসের মাসিক আয় স্কিম হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। বিশেষ করে যদি স্বামী-স্ত্রী মিলে যৌথ একাউন্ট খোলেন তাহলে প্রতি মাসে প্রায় ১০ হাজার টাকা করে ইনকাম করা যাবে।
উন্নত জুম এবং ক্যামেরা বৈশিষ্ট্য সহ সেরা ৫ স্মার্টফোনের সন্ধান রইল। যার মধ্যে আছে Samsung…
লঞ্চের আগে Motorola Edge 60 সিরিজ এবং Razr 60 Ultra এর দাম, কালার এবং মেমোরির…
Oppo F29 5G ফোনের ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা…
এখানে আমরা এয়ারটেলের এমন দুটি রিচার্জ প্ল্যানের কথা বলবো যেখানে ফ্রি কলিং, ডেটা এবং সাথে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে বন্দে ভারত ট্রেনের সম্প্রসারণ আরো একধাপ এগিয়ে গেল। Kinet Rail Solutions,…
এক্সচেঞ্জ অফারে আপনি Vivo T3 Pro 5G ফোনের দাম ১৩,৩৫০ টাকা পর্যন্ত কমাতে পারবেন। ২০…
This website uses cookies.