প্যান কার্ড অতীত, পাল্টে যাচ্ছে এই কার্ড! এখনই প্যান ২.০ এর জন্যে আবেদন করুন
ভারতে আধুনিক প্রযুক্তির ব্যবহার দিনের পর দিন বেড়েই চলেছে। আর এবার প্যান কার্ডে আসছে বড়সড় পরিবর্তন। ভারত সরকার চালু করছে নতুন প্যান ২.০, যা করদাতাদের জন্য আরও নিরাপদ এবং উন্নত ডিজিটাল ব্যবস্থা প্রদান করবে। কীভাবে নতুন প্যান কার্ড কাজ করবে, কীভাবে এই প্যান কার্ড পাবেন, চলুন জেনে নিই আজকের এই প্রতিবেদনে।
নতুন প্যান ২.০ হল একটি ইউনিফাইড ডিজিটাল পোর্টাল, যা সম্পূর্ণভাবে গভর্মেন্ট সিস্টেমের দ্বারা পরিচালিত হবে। এর মাধ্যমে প্যান একটি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে একত্রিত করা হবে। ফলে করদাতাদের জন্য পুরো কর ব্যবস্থাটি হবে আরো সহজ এবং কার্যকর।
প্যান কার্ডের এই নতুন পদ্ধতিতে থাকবে সেন্ট্রালাইজড ডেটা ভল্ট, যা ব্যবহারকারীদের সমস্ত তথ্য আরও নিরাপদে সংরক্ষণ করে রাখবে। পাশাপাশি প্রতিটি প্যান কার্ডে একটি আধুনিক কিউআর কোড যুক্ত করা থাকবে, যার মাধ্যমে দ্রুত ভেরিফিকেশন এবং অথেন্টিকেশন করা সম্ভব হবে।
প্যান ২.০-তে যে সুবিধাগুলি পাওয়া যাবে সেগুলি হল-
যাদের ইতিমধ্যেই প্যান কার্ড রয়েছে, তাদের আলাদা করে এই নতুন কার্ডের জন্য আবেদন করতে হবে না। তবে কিউআর কোডযুক্ত প্যান কার্ড পেতে চাইলে আবেদন করতে হবে। যারা নতুন প্যান কার্ড বানাতে চান, তাদের জন্য নিম্নলিখিত পদ্ধতিতে আবেদন করতে হবে-
মনে রাখবেন, প্যান কার্ড তৈরি করতে পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। ঠিকানার প্রমাণপত্র হিসেবে ব্যাংকের স্টেটমেন্ট, বিদ্যুতের বিল বা বাড়িভাড়ার চুক্তিপত্র প্রয়োজন এবং জন্মতারিখের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট বা পাসপোর্ট প্রয়োজন।
নতুন প্যান ২.০ আসার ফলে অনেকের মনে একটা প্রশ্ন জাগছে যে, পুরনো প্যান নাম্বার কি বদলে যাবে? এর সহজ উত্তর হলো না। আপনার পুরনো প্যান নম্বর একই থাকবে। শুধুমাত্র ডিজিটাল ফরম্যাটে কার্ডটিকে উন্নীত করা হবে।
সরকারের মতে, এই নতুন প্যান কার্ড কর ব্যবস্থাকে আরো সহজ, স্বচ্ছ ও নিরাপদ করবে। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে ট্যাক্সের ফাঁকি দেওয়া বন্ধ হবে এবং করদাতাদের জন্য সুবিধাজনক পরিষেবা প্রদান করা হবে। ভারতের কর ব্যবস্থাকে আরো ডিজিটাল ও নিরাপদ করার জন্য এই প্যান ২.০ চালু করা হচ্ছে।
দেশের সবচেয়ে জনপ্রিয় ছোট গাড়ি Tata Nano এবার আসছে একেবারে নতুন রূপে—একটি সম্পূর্ণ ইলেকট্রিক গাড়ি…
প্রীতি পোদ্দার, কলকাতা: আমাদের সকলের জীবনে অক্সিজেনের পরে, জল হল বেঁচে থাকার অন্যতম মাধ্যম। কারণ…
সৌভিক মুখার্জী, কলকাতা: বাইকপ্রেমীদের জন্য চমক। এবার বাজারে তাক লাগাতে আসছে বাজাজ অটোর Dominar 400।…
পার্থ সারথি মান্না, কলকাতাঃ ২০১৬ সালের উচ্চ প্রাথমিক শিক্ষকের নিয়োগ (SSC Upper Primary Recruitment) এখনও…
সৌভিক মুখার্জী, কলকাতা: নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মূল্যে ভালো গাড়ি কেনা একসময় স্বপ্ন…
সৌভিক মুখার্জী, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার ঠিক একদিন পরেই ভারতের প্রতিরক্ষা…
This website uses cookies.