প্রচুর AI ফিচার্সের সঙ্গে দারুণ ফোন আনছে ইনফিনিক্স, জীবন করে তুলবে আরও সহজ
ইনফিনিক্স চলতি মাসেই ভারতে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করবে বলে ঘোষণা করেছে। নয়া মডেলটির নাম Infinix Note 50x এবং এটি ২৭শে মার্চ দেশে আনুষ্ঠানিকভাবে রিলিজ করবে কোম্পানি। ফোনটিতে নতুন Android 15 অপারেটিং সিস্টেম নির্ভর XOS 15 কাস্টম স্কিন থাকবে বলে খবর সামনে এসেছিল। এখন, ইনফিনিক্স সরকারিভাবে এটি নিশ্চিত করেছে এবং নতুন ইউজার ইন্টারফেসের বেশ কিছু ফিচার্স প্রকাশ করেছে।
সম্পূর্নরূপে পুনর্গঠিত ইউজার ইন্টারফেসের মাধ্যমে কোম্পানির লক্ষ্য, পার্সোনোলাইজেশন অপশন আরও উন্নত করে তোলা। XOS 15 অ্যানিমেশনকে আরও উন্নত করে তুলবে যার মাধ্যমে ট্রানজিশন মসৃণ হবে বলে জানা গিয়েছে। এটি একটি নতুন বুট-আপ অ্যানিমেশনও নিয়ে আসে। ব্যবহারকারীরা আকার, রঙ এবং আকার অনুসারে সিস্টেম আইকনগুলি কাস্টমাইজ করার সুবিধা পাবেন।
ইনফিনিক্স উল্লেখ করেছে, আরও পার্সোনোলাইজড লুকের জন্য ২৫টিরও বেশি ফন্ট স্টাইল তৈরি করেছে তারা। নতুন ওয়ান ট্যাপ ওয়ালপেপার ফিচারটি গ্যালারি থেকে ছবি ব্যবহার করে লক স্ক্রিন, হোম স্ক্রিন এবং অন্যান্য প্রধান স্ক্রিন জুড়ে একটি অভিন্ন চেহারা তৈরি করতে দেয়। নিরাপত্তার জন্য, XOS 15 নতুন ‘মোবাইল অ্যান্টি-থেফট ‘ বৈশিষ্ট্য অফার করে।
স্মার্ট প্যানেল হোম স্ক্রিনেই নির্দিষ্ট কিছু টুল ও প্রায়ই ব্যবহার হয় এমন অ্যাপের শর্টকাটে দ্রুত অ্যাক্সেস অফার করে। পিসি কানেকশন ডিভাইসগুলির মধ্যে স্ক্রিন মিররিং ও ফাইল শেয়ারিং সক্ষম করে। গেমিং এক্সপিরিয়েন্স উন্নত করতে XArena চালিত একটি নতুন গেম মোড রয়েছে।
এছাড়া, ইনফিনিক্সের নতুন মোবাইল সফটওয়্যারে একাধিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর ফিচার্স পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। সেই AI বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে স্মার্ট নোট নেওয়ার জন্য AI Note , AI ওয়ালপেপার জেনারেটর , রাইটিং অ্যাসিস্ট্যান্ট , সার্কেল-টু-সার্চ, AI-চালিত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফোলাক্স। আবার AI কল অ্যাসিস্ট্যান্ট মিলবে যা স্বয়ংক্রিয়ভাবে উত্তর দেওয়া এবং কল সারসংক্ষেপে সহায়তা করে।
প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের শুরুতে ঝড় বৃষ্টির আবহে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল তাপমাত্রা। কিন্তু দুর্যোগের মেঘ…
সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কেন্দ্র সরকার গুজরাটে অবৈধ বাংলাদেশি নাগরিকদের (Bangladeshi…
প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পেরোলেই আগামীকাল দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে পুণ্যার্থীদের। কারণ অক্ষয় তৃতীয়ার…
সহেলি মিত্র, কলকাতাঃ এপ্রিল মাস শেষ হওয়ার আগে ফের একবার বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক…
আপনি কি মে মাসে কোন ব্যাংকের গুরুত্বপূর্ণ কাজ সারতে চান? তাহলে আগে থেকেই মে মাসের…
সহেলি মিত্র, কলকাতাঃ আগামীকাল অক্ষয় তৃতীয়া। গোটা দেশজুড়ে পালিত হবে এই পবিত্র উৎসবটি। অক্ষয় তৃতীয়া…
This website uses cookies.