লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

প্রথম সেলে 9499 টাকায় কেনা যাবে এই 64MP Sony ক্যামেরার ফোন, রয়েছে আকর্ষণীয় অফার

Published on:

নতুন ফোন কিনতে চান? তাহলে কয়েকটা দিন অপেক্ষা করে যান। কারণ আগামী সপ্তাহে ভারতীয় বাজারে একটি অসাধারণ 5G ফোনের বিক্রি শুরু হতে চলছে। আমরা কথা বলছি Lava Bold 5G সম্পর্কে। লাভার এই স্মার্টফোনের প্রথম সেল 8 এপ্রিল শুরু হবে। সেল উপলক্ষে ক্রেতারা 1,000 টাকা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। আসুন এই হ্যান্ডসেটের দাম ও সেল (Lava Bold 5G Sale) সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

READ MORE:  দরকারি ফিচার্সের সঙ্গে একঝাঁক অত্যাধুনিক স্মার্টফোন তৈরি করছে Vivo, লঞ্চ হবে শীঘ্রই

Lava Bold 5G এর দাম এবং ফিচার

Lava Bold 5G এর দাম শুরু হয়েছে 10,499 টাকা থেকে। এটি 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য। আর এর 6GB RAM + 128GB স্টোরেজ কনফিগারেশনের দাম এখনও জানা যায়নি। ডিভাইসটি সাফায়ার ব্লু কালার অপশনে এসেছে। ফোনটি 8 এপ্রিল দুপুর 12টায় অ্যামাজনে বিক্রির জন্য উপলব্ধ হবে।

READ MORE:  Nothing Phone 3a বাজারে আসতে বাকি নেই একমাসও, কেমন ফিচার্স থাকবে দেখে নিন

স্পেসিফিকেশনের কথা বললে, লাভা বোল্ড 5G এখন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে চলে। এতে 120Hz রিফ্রেশ রেট সহ 6.67-ইঞ্চি 3D কার্ভড অ্যামোলেড ডিসপ্লে আছে। ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেট সহ এসেছে।

ফটোগ্রাফির জন্য, লাভা বোল্ড 5G ফোনে 64-মেগাপিক্সেল সোনি সেন্সরের সাথে AI-সমর্থিত রিয়ার ক্যামেরা সেটআপ আছে। সেলফি এবং ভিডিও চ্যাটের জন্য পাওয়া যাবে 16-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এটি IP64 রেটেড বিল্ড সহ এসেছে। সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ। এই স্মার্টফোনে 33W ওয়্যারড ফাস্ট চার্জিং সহ 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

READ MORE:  Samsung Galaxy Xcover 7 Pro Price: জল লাগলেও নষ্ট হবে না, ছুঁড়ে মারলেও ভাঙবে না, Samsung Galaxy XCover 7 Pro এর দাম কত হবে | Samsung Galaxy Xcover 7 Pro Specifications

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.