প্রসেসর-ক্যামেরা মুগ্ধ করবে, অসাধারণ স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল রিয়েলমি
Realme P3 Ultra নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরে যে সব জল্পনা চলছিল তার অবসান ঘটল। রিয়েলমির ভারতীয় শাখা আনুষ্ঠানিকভাবে স্মার্টফোনটির লঞ্চ নিশ্চিত করেছে। এটি Realme P3 লাইনআপের সবথেকে শক্তিশালী মডেল হিসেবে আসবে ও P3 Pro ভেরিয়েন্টের উপরে স্থান পাবে। Realme P সিরিজে ইতিমধ্যেই P3 Pro এবং P3x যুক্ত করেছে। সংস্থা নতুন ডিভাইসটির লঞ্চের তারিখ এখনও ঘোষণা না করলেও, বেশ কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ করেছে।
রিয়েলমির প্রকাশিত প্রথম পোস্টারে পি৩ আল্ট্রার ডিজাইনের এক ঝলক দেখানো হয়েছে। ধূসর রঙের এই স্মার্টফোনটিতে ফ্ল্যাট এজেস, একটি ভলিউম রকার এবং ডানদিকে কমলা রঙের একটি পাওয়ার বাটন রয়েছে। উপরের দিকে ফোনটির বাম কোণে একটি ডুয়াল-ক্যামেরা সেটআপ দেখা যাচ্ছে, যা ইঙ্গিত দেয় যে, এতে রিয়েলমি পি৩ প্রো-র মতো গোলাকার ক্যামেরা মডিউল থাকবে না।
আরেকটি পোস্টারে কোম্পানি নিশ্চিত করেছে যে, রিয়েলমি পি৩ আল্ট্রা ডিজাইন, ক্যামেরা এবং পারফরম্যান্সের মতো দিকগুলিতে মুগ্ধ করবে। তবে, গোপনীয়তা বজায় রাখতে ব্র্যান্ডটি আসন্ন ফোনটির ফিচার্স সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি। শুধু টিজারে ফোনের পাশে ছোট করে ৫জি লিখে রেখেছে, যার অর্থ এটি ফাইভ-জি কানেক্টিভিটি সমর্থন করবে।
সম্প্রতি গিকবেঞ্চ বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম থেকে ফোনটির হার্ডওয়্যার স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছিল৷ এতে Dimensity 8350 প্রসেসর, ১২ জিবি র্যাম, এবং Android 15 অপারেটিং সিস্টেম থাকতে চলেছে। উল্লেখ্য, বর্তমানে Realme P3 Pro এর টপ ভেরিয়েন্টের দাম ২৬,৯৯৯ টাকা, যার ফলে P3 Ultra-র মূল্য ৩০,০০০ টাকার মধ্যে থাকবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি এই মাসেই আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চ হবে।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৫ই মার্চ, শনিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Realme 14 Pro সিরিজ জানুয়ারিতে ভারতে পা রেখেছে। আবার মার্চের প্রথমে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মঞ্চে…
বেঙ্গালুরুর সংস্থা Oben Electric গত বছরের শেষে Rorr EZ নামে একটি বৈদ্যুতিক মোটরসাইকেল লঞ্চ করেছিল।…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ থেকে ১০ বছর আগে ১০০০ টাকার ক্রয়ক্ষমতা কেমন ছিল, কোনও ধারণা…
Oppo গত ডিসেম্বরে Dimensity 7300 চিপসেটের সাথে A5 Pro স্মার্টফোন লঞ্চ করছিল। পাওয়ারফুল বডি স্ট্রাকচারের…
শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই হু হু করে বেড়েই চলেছে বন্দে ভারত (Vande…
This website uses cookies.