প্রেম দিবসে ঢালাও অফার, স্মার্টওয়াচ, ইয়ারবাডে বাম্পার ছাড়ের ঘোষণা Samsung এর

আর কিছুদিন পরই গোটা বিশ্বজুড়ে পালিত হবে ভ্যালেন্টাইন্স ডে। ১৪ ফেব্রুয়ারি প্রেম দিবস উপলক্ষে এবার দারুন অফার ঘোষণা করল দক্ষিণ কোরিয়ার Samsung। কোম্পানির প্রিমিয়াম প্রোডাক্ট যেমন – Galaxy Watch Ultra, Galaxy Buds, Galaxy Ring ইত্যাদি ডিভাইসে দারুন ছাড় পাওয়া যাচ্ছে। আসন্ন প্রেম দিবস উপলক্ষে প্রিয়জনকে উপহার দেওয়ার এটাই সেরা সুযোগ হতে পারে।

কোন কোন ডিভাইসে ছাড় পাওয়া যাবে?

Samsung এর লেটেস্ট লঞ্চগুলি যেমন – Galaxy Watch Ultra, Galaxy Watch 7, Galaxy Watch 6 Classic, Galaxy Buds 3 Pro, Galaxy Buds 3, Galaxy Buds FE এবং Galaxy Ring-এর উপর সীমিত সময়ের জন্য এই অফার ঘোষণা করা হয়েছে।

READ MORE:  Jio Cheapest Plan: মাত্র ৮৯৫ টাকায় ৩৩৬ দিনের ভ্যালিডিটি ও আনলিমিটেড কলিং – সুযোগ হাতছাড়া করবেন না

কত টাকা ছাড় পাবেন?

ক্রেতারা ১০,০০০ টাকা ক্যাশব্যাক অথবা ১০,০০০ টাকা আপগ্রেড বোনাস পেতে পারেন।

এর মধ্যে Galaxy Watch 7-এ ৮,০০০ টাকা ক্যাশব্যাক অথবা ৮,০০০ টাকা আপগ্রেড বোনাস পাওয়া যাবে, যার মধ্যে ২৪ মাসের নো-কস্ট EMI প্ল্যানের বিকল্পও রয়েছে। এছাড়াও, Galaxy S25 সিরিজের সাথে Galaxy Watch Ultra কিনলে ঘড়িতে ১৮,০০০ টাকা ছাড় পাবেন।

READ MORE:  Samsung-এর ইতিহাসে বিক্রির সমস্ত রেকর্ড ভেঙে তছনছ করল Galaxy S25 সিরিজ! | Samsung Galaxy S25 Breaks Sales Record

অন্যদিকে Galaxy S25 সিরিজের ডিভাইস কিনলে Galaxy Watch 7-এর ক্রেতারা ১২,০০০ টাকা পর্যন্ত ছাড় পাবেন। আর, Galaxy Watch 6 Classic এখন মাত্র ২০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

অপরদিকে, Galaxy Buds 3 Pro, Galaxy Buds 3, এবং Galaxy Buds FE-তেও রয়েছে আকর্ষণীয় অফার। গ্রাহকরা Galaxy Buds 3 Pro-তে ৫,০০০ টাকা ক্যাশব্যাক অথবা ৫,০০০ টাকা আপগ্রেড বোনাস পেতে পারেন। Galaxy Buds 3-তে ৪,০০০ টাকা ক্যাশব্যাক অথবা ৪,০০০ টাকা আপগ্রেড বোনাস পাওয়া যাচ্ছে। উভয় ডিভাইসেই ২৪ মাসের নো-কস্ট EMI প্ল্যানের বিকল্প রয়েছে।

READ MORE:  ফ্ল্যাগশিপ ফোনের শখ? Samsung Galaxy S25 কিনতে পারবেন 7 হাজার টাকার কমে

এছাড়াও, Galaxy Buds FE-তে ৪,০০০ টাকা ক্যাশব্যাক অথবা ৪,০০০ টাকা আপগ্রেড বোনাস পাওয়া যাবে। Galaxy S25 সিরিজের যেকোনও ডিভাইসের সাথে Galaxy Buds3 Pro কিনলে গ্রাহকরা ৭,০০০ টাকা ছাড় পেতে পারেন। এছাড়া, Galaxy S25 সিরিজের ডিভাইসের সাথে Galaxy Buds 3 কিনলে ৫,০০০ টাকা ছাড় পাবেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

Scroll to Top