লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফের ফ্রি অফার Jio-র, ১৫ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে JioHotstar সাবস্ক্রিপশন

Published on:

অফারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২২ মার্চ। এদিন তার মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত করল Jio। এই অফারটি হল যে সমস্ত জিও ব্যবহারকারীরা ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের প্ল্যানের মাধ্যমে তাদের নম্বর রিচার্জ করবেন তারা বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন পাবেন। স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে ৯০ দিনের জন্য ৪কে রেজোলিউশনে ওটিটি প্ল্যাটফর্মটি উপভোগ করা যাবে। তার সঙ্গে ৫০ দিনের জন্য বিনামূল্যে জিওফাইবার বা জিও এয়ারফাইবার সংযোগও পাবেন।

READ MORE:  ফ্রিতে চ্যাম্পিয়ন্স ট্রফি ও আইপিএল ম্যাচ, JioHotstar সাবস্ক্রিপশন রিচার্জ প্ল্যান Jio, Airtel, Vi এর

যে সব Jio ব্যবহারকারী ২৯৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানটি বেছে নেবেন, তারা ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ৪জি ডেটা পাবেন, সাথে JioHotstar সাবস্ক্রিপশনও পাবেন। অর্থাৎ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ বিনামূল্যে লাইভ স্ট্রিম করতে অসুবিধা হবে না। অন্যথায় একটি সক্রিয় রিচার্জ প্ল্যান-সহ ব্যবহারকারীদের ১০০ টাকা রিচার্জ করতে হবে।

READ MORE:  Smart TV OS: অ্যান্ড্রয়েডকে টক্কর! স্বদেশী অপারেটিং সিস্টেম JioTele OS লঞ্চ করল আম্বানি, কী সুবিধা মিলবে? | Mukesh Ambani's Jio Launch New Operating System

কোম্পানির লক্ষ্য, এই অফারটি সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি গ্রাহক আকর্ষণ করা। উল্লেখ্য, সম্প্রতি ১০ কোটি পেইড সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছে জিওহটস্টার। জিওসিনেমা, যা একটি ফ্রিমিয়াম মডেল অনুসরণ করে এবং সকলের জন্য বিনামূল্যে আইপিএল ২০২৪ স্ট্রিমিং করেছিল, তার বদলে এঈ বছর জিওহটস্টারে আইপিএল দেখানো হচ্ছে। তবে এর জন্য দরকার সাবস্ক্রিপশন।

এই সাবস্ক্রিপশন পাওয়া যাবে, মোবাইলের জন্য ১৪৯ টাকা, তিন মাসের সুপার প্ল্যানের জন্য ২৯৯ টাকা এবং ৪কে কন্টেন্ট- সহ বিজ্ঞাপন-মুক্ত প্রিমিয়াম প্ল্যানের জন্য ৪৯৯ টাকা। প্রসঙ্গত, চলতি বছরে হটস্টার এবং জিওসিনেমা মিশে গিয়ে তৈরি হয় জিওহটস্টার। এই প্ল্যাটফর্ম আইপিএল ২০২৫ ডিজিটাল সম্প্রচারের স্বত্ব কিনেছে, পাশাপাশি নানা বিনোদন মূলক কনটেন্ট উপভোগ করা যাবে এই প্ল্যাটফর্মে।

READ MORE:  Jio ফের ফিরিয়ে আনলো জনপ্রিয় ১৮৯ টাকার প্ল্যান, এবার রিচার্জ খরচ হবে অর্ধেক!

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.