ফের ফ্রি অফার Jio-র, ১৫ এপ্রিল পর্যন্ত বিনামূল্যে পাওয়া যাবে JioHotstar সাবস্ক্রিপশন
অফারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ২২ মার্চ। এদিন তার মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত করল Jio। এই অফারটি হল যে সমস্ত জিও ব্যবহারকারীরা ২৯৯ টাকা বা তার বেশি মূল্যের প্ল্যানের মাধ্যমে তাদের নম্বর রিচার্জ করবেন তারা বিনামূল্যে JioHotstar সাবস্ক্রিপশন পাবেন। স্মার্টফোন এবং স্মার্ট টিভিতে ৯০ দিনের জন্য ৪কে রেজোলিউশনে ওটিটি প্ল্যাটফর্মটি উপভোগ করা যাবে। তার সঙ্গে ৫০ দিনের জন্য বিনামূল্যে জিওফাইবার বা জিও এয়ারফাইবার সংযোগও পাবেন।
যে সব Jio ব্যবহারকারী ২৯৯ টাকার মাসিক রিচার্জ প্ল্যানটি বেছে নেবেন, তারা ২৮ দিনের জন্য প্রতিদিন ১.৫ জিবি ৪জি ডেটা পাবেন, সাথে JioHotstar সাবস্ক্রিপশনও পাবেন। অর্থাৎ চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫ বিনামূল্যে লাইভ স্ট্রিম করতে অসুবিধা হবে না। অন্যথায় একটি সক্রিয় রিচার্জ প্ল্যান-সহ ব্যবহারকারীদের ১০০ টাকা রিচার্জ করতে হবে।
কোম্পানির লক্ষ্য, এই অফারটি সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি গ্রাহক আকর্ষণ করা। উল্লেখ্য, সম্প্রতি ১০ কোটি পেইড সাবস্ক্রাইবার ছাড়িয়ে গিয়েছে জিওহটস্টার। জিওসিনেমা, যা একটি ফ্রিমিয়াম মডেল অনুসরণ করে এবং সকলের জন্য বিনামূল্যে আইপিএল ২০২৪ স্ট্রিমিং করেছিল, তার বদলে এঈ বছর জিওহটস্টারে আইপিএল দেখানো হচ্ছে। তবে এর জন্য দরকার সাবস্ক্রিপশন।
এই সাবস্ক্রিপশন পাওয়া যাবে, মোবাইলের জন্য ১৪৯ টাকা, তিন মাসের সুপার প্ল্যানের জন্য ২৯৯ টাকা এবং ৪কে কন্টেন্ট- সহ বিজ্ঞাপন-মুক্ত প্রিমিয়াম প্ল্যানের জন্য ৪৯৯ টাকা। প্রসঙ্গত, চলতি বছরে হটস্টার এবং জিওসিনেমা মিশে গিয়ে তৈরি হয় জিওহটস্টার। এই প্ল্যাটফর্ম আইপিএল ২০২৫ ডিজিটাল সম্প্রচারের স্বত্ব কিনেছে, পাশাপাশি নানা বিনোদন মূলক কনটেন্ট উপভোগ করা যাবে এই প্ল্যাটফর্মে।
সৌভিক মুখার্জী, কলকাতা: উত্তরপ্রদেশের অমরোহা জেলার এক কাল্পনিক প্রেমের কাহিনী ভাইরাল। তবে কাল্পনিক ঘটনা হলেও…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১১ই এপ্রিল, শুক্রবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখে, মার্কিন প্রযুক্তি ব্র্যান্ড…
হিরো মোটোকর্প সম্প্রতি ভারতের বাজারে তাদের জনপ্রিয় বাইক Hero Xtreme 125R এর সিঙ্গেল-পিস সিট ভারিয়েন্ট…
সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের প্রধান ভরসা ভারতীয় রেল। অফিস যাওয়া বলুন বা…
মোটোরোলা তাদের প্রথম স্টাইলাসযুক্ত ফোন Motorola Edge 60 Stylus ভারতে লঞ্চ করতে চলেছে। কোম্পানিটি ইতিমধ্যেই…
This website uses cookies.