ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, ব্রিজ থেকে ছিটকে পড়ল ইঞ্জিন! দিল্লি-হাওড়া রুটে ব্যহত ট্রেন চলাচল
শ্বেতা মিত্র, কলকাতা: দেশে ট্রেন দুর্ঘটনার (Train Accident) ধারাবাহিকতা যেন থামারই নাম নিচ্ছে না। নতুন মাসের শুরুতে দেশে ফের একবার বিরাট রেল দুর্ঘটনা ঘটে গেল। দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কেঁপে গেল রাজ্য। ঘটনার তীব্রতা এতটাই ছিল যে ব্রিজ থেকে পড়ে গিয়েছে একটি ট্রেনের ইঞ্জিন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের ফতেপুর শহরের খাগা এলাকায় পাম্ভিপুরের কাছে দুটি মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় ঘটনাস্থলে গার্ডের ভ্যান ও ইঞ্জিন লাইনচ্যুত হলেও বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে। রেল সূত্রে খবর, প্রথম মালবাহী ট্রেনটি ডিএফসিসিআইএল ট্র্যাকে সিগন্যালের অভাবে থেমে গিয়েছিল এবং দ্বিতীয় মালবাহী ট্রেনটি পিছন থেকে এসে আচমকাই ধাক্কা মারে। উত্তরপ্রদেশের ফতেপুরে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, মঙ্গলবার সকালে খাগা সংলগ্ন পানভিপুরের কাছে এই ঘটনা ঘটে। এতে উভয় ট্রেনের চালক গুরুতর আহত হন।
এরই মধ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর রেল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কীভাবে ঘটল রেল দুর্ঘটনা? সূত্রের খবর, দুটি মালবাহী ট্রেন একই লাইনে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাক্কা এতটাই তীব্র ছিল যে দুটি ট্রেনের ইঞ্জিনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া একটি মালবাহী বগি লাইনচ্যুত হয়। ঘটনাটি জানাজানি হওয়া মাত্রই চারদিকে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
এহেন দৃশ্য দেখে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রাও। প্রভাব পড়ছে রেল চলাচলের উপর, ক্ষতিগ্রস্ত বহু ট্রেন। দিল্লি-হাওড়া রুটে এই দুর্ঘটনার জেরে রেল ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে দেওয়া হয়েছে, কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রীতি পোদ্দার, কলকাতা: সম্প্রতি কাশ্মীরের পাহেলগাঁও (Pahalgam Terror Attack) অঞ্চলে পর্যটকদের ওপরে জঙ্গিদের আক্রমণ সাড়া…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের 43টি আঞ্চলিক ব্যাঙ্ক এবার মিশে গিয়ে 28টি ব্যাঙ্কে পরিণত হচ্ছে। হ্যাঁ,…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। হ্যাঁ, মুখ্যমন্ত্রী এবার একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা (Government Announcement) করে…
চীনে আইকো আজ ঘোষণা মতো iQOO Z10 Turbo এবং iQOO Z10 Turbo Pro স্মার্টফোন লঞ্চ…
প্রীতি পোদ্দার, কলকাতা: গরমকালে প্রখর রোদে তৃষ্ণা নিবারণ করতে অনেকেই রাস্তার ধারে দাঁড়িয়ে পুদিনার সরবত,…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: 14 বছরের তুফান গতকাল উড়িয়ে দিয়েছে গুজরাতের তাবড় বোলারদের। সোমবার শুভমন গিলদের…
This website uses cookies.