ফোন নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে ভিডিয়ো কল কীভাবে, বেছে নিন এই অপশন
যোগাযোগের ক্ষেত্রে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম WhatsApp। একটা সময় চ্যাটে সীমাবদ্ধ থাকলেও, বর্তমানে বহুল প্রচলিত ভিডিয়ো কল অপশন রয়েছে এই অ্যাপে। তবে অনেকেই হয়তো জানেন যে, ভিডিয়ো কল করতে হলে ফোন নম্বর সেভ করতে হয়! কিন্তু, আসলে এমনটা না। মোবাইল নম্বর ফোনে সেভ না করেও যেকোনও নম্বরে ভিডিয়ো কল করা যাবে, যদি তিনি WhatsApp ব্যবহার করে থাকেন।
সাম্প্রতিক সময়ে হোয়াটসঅ্যাপের ব্যবহার এতটাই বেড়েছে যে ফোন নম্বরই স্টোরেজের অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে। কন্ট্যাক্ট লিস্টে উপচে পড়েছে মানুষের মোবাইল নম্বর। তবে হোয়াটসঅ্যাপে কারও সঙ্গে কানেক্ট করার জন্য আপনাকে আর তার নম্বর সেভ করতে হবে না। তাকে ভিডিয়ো কলও করতে পারবেন। এই ফিচারটি এনেছে হোয়াটসঅ্যাপের অভিভাবক সংস্থা মেটা।
আগে, ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ কল করার আগে পরিচিতিদের নম্বর সেভ করতে হত। যা ছিল সময় সাপেক্ষ এবং ঝামেলার বিষয়। তবে নতুন ফিচারের ফলে হোয়াটসঅ্যাপে নম্বর সেভ না করেও কল করতে পারবেন, ঠিক যেমন আপনার ফোনের ডায়ালার ব্যবহার করে করা যায়।
এর জন্য আপনার স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলুন।
স্ক্রিনের নীচে ‘কল’ বিভাগে যান।
উপরের ডান কোণায় ‘+’ (প্লাস) আইকনে ট্যাপ করুন।
তিনটি বিকল্প দেখতে পাবেন: নতুন কল লিঙ্ক, একটি নম্বরে কল করুন, নতুন যোগাযোগ
এখানে ‘একটি নম্বরে কল করুন’ এ ট্যাপ করুন।
একটি ডায়ালার প্যাড চলে আসবে, যেখানে আপনি যে নম্বরে কল করতে চান সেটি লিখতে পারবেন।
ভয়েস কল শুরু করতে নম্বরটি ডায়াল করুন এবং কল বাটন টিপুন।
ব্যবসায়িক অনুসন্ধান, যেখানে কেবল একবারই কল করতে হয়। অথবা অস্থায়ী পরিচিতির নম্বর সেভ না করেই ডেলিভারি বা পরিষেবা-সম্পর্কিত কল। আপনার পরিচিতি তালিকা বড় না করে অজানা নম্বরে কল করার সুবিধা।
সৌভিক মুখার্জী, কলকাতাঃ আজ ১৮ই মার্চ, মঙ্গলবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আজ আপনার দিন…
আগামী সেপ্টেম্বরে লঞ্চ হতে পারে iPhone 17 Air। তার আগে বিভিন্ন রিপোর্ট থেকে ডিভাইসটি সম্পর্কে…
ভারতের টেলিকম বাজারে আসতে চলেছে আবার নতুন বিপ্লব। রিলায়েন্স জিও এবং এয়ারটেল এবার হাত মিলিয়েছে…
ভাল ক্যামেরা-সহ একটি ফ্ল্যাগশিপ অর্থাৎ এমন একটি স্মার্টফোনের সন্ধানে রয়েছেন, যেখানে ঠাসা থাকবে ফিচার, তাহলে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় রেলে যাতায়াত করেন, কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, মহিলা যাত্রীদের…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ শেয়ারবাজারে (Stock Market Tips) এখন বিনিয়োগের প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। কিন্তু…
This website uses cookies.