লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফ্রন্ট ক্যামেরা ছাড়াই অভিনব ফোন আনছে Samsung, তাহলে সেলফি উঠবে কীভাবে?

Updated on:

বর্তমানে ZTE ছাড়া, অন্য কোনও স্মার্টফোন ব্র্যান্ড তাদের হ্যান্ডসেটে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা দেয় না। তবে, আগামী বছর অন্যান্য কোম্পানির ফোনেও এই বৈশিষ্ট্য যুক্ত হতে দেখা যেতে পারে। কারণ শোনা যাচ্ছে Samsung Galaxy S26 Ultra আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে বাজারে আসতে পারে। এই খবর সত্যি হলে শাওমি, ভিভোর মতো সংস্থা তাদের “আল্ট্রা”-ব্র্যান্ডেড স্মার্টফোনে ফিচারটি যোগ করতে পারে।

READ MORE:  Samsung Galaxy A36 A56 Launch Date: লঞ্চের আগেই দাম ফাঁস, Samsung Galaxy A56 ও Galaxy A36 কিনতে কত খরচ হবে | Samsung Galaxy A36 A56 Price in India

Galaxy S26 Ultra প্রোটোটাইপে আন্ডার ডিসপ্লে ক্যামেরা

২০২১ সালে লঞ্চ হওয়া গ্যালাক্সি জেড ফোল্ড ৩ ছিল স্যামসাংয়ের প্রথম ফোল্ডেবল ফোন যার অভ্যন্তরীণ ডিসপ্লের নিচে একটি আন্ডার-ডিসপ্লে ক্যামেরা ছিল। তারপর থেকে, গ্যালাক্সি জেড ফোল্ড ৪ , ফোল্ড ৫ এবং ফোল্ড ৬ মডেলেও ওই ফিচারটি থেকেছে। যেহেতু কোম্পানি এই প্রযুক্তির ব্যবহারে দক্ষ হয়ে উঠেছে, তাই আগামী বছর বাজারে আসতে চলা গ্যালাক্সি এস২৬ আল্ট্রা আন্ডার-ডিসপ্লে ক্যামেরা-সহ তাদের প্রথম রেগুলার ফ্ল্যাগশিপ ফোন হতে পারে।

READ MORE:  Nothing Phone 2a Discount: ডুয়েল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ ইউনিক ডিজাইন, এই 5G ফোন এখন অনেক সস্তায় | Nothing Phone 2a Price

একজন টিপস্টারের দাবি, Galaxy S26 Ultra-র ডিসপ্লের প্রোটোটাইপে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা রয়েছে। স্ক্রিনে সেলফি ক্যামেরার জন্য পাঞ্চ-হোল না থাকার কারণে ফুল-স্ক্রিন অভিজ্ঞতা মিলবে। Galaxy Ultra সিরিজ ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হওয়ার ফলে সেলফি ক্যামেরা দুর্ধর্ষ ছবি তুলতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

তবে মনে রাখবেন, Samsung Galaxy S26 Ultra বর্তমানে আর্লি প্রোটোটাইপ স্টেজে রয়েছে। ফলে চূড়ান্ত সংস্করণে আন্ডার-ডিসপ্লে ক্যামেরা নাও দেখা যেতে পারে। ফোনটির অন্যান্য সম্ভাব্য ফিচার্সের মধ্যে ৬৫ ওয়াট ফাস্ট চার্জ সাপোর্ট, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, এবং স্ন্যাপড্রাগন বা এক্সিনস প্রসেসর অপশন থাকতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  বাজার কাঁপাতে 200 মেগাপিক্সেল ক্যামেরার আল্ট্রা-স্লিম স্মার্টফোন আনছে Samsung

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.