লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

ফ্রি সিনেমা টিকিট থেকে ইনসুরেন্স! বন্ধন ব্যাঙ্ক চালু করলো এলিট প্লাস স্কিম

Published on:

ব্যাংকিং পরিষেবা মানে শুধুমাত্র টাকা জমা দেওয়া বা তোলা নয়। বরং, ব্যাংকিং মানে হওয়া উচিত লাইফস্টাইল। আর এই ভাবনাকেই বাস্তবে রূপ দিচ্ছে বন্ধন ব্যাংক (Bandhan Bank)। এবার তারা নতুন প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট এলিট প্লাস স্কিম চালু করছে।

একজন সাধারণ গ্রাহক থেকে শুরু করে যারা একটু বাড়তি পরিষেবা আশা করেন, তাদের জন্য বন্ধন ব্যাংক এবার দারুণ সুযোগ নিয়ে আসলো। আর তা হল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট।

এই স্কিমের সূচনা কোথা থাকে?

আসলে এই নতুন স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি এবং সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত, ইডি ও সিবিও রাজিন্দর কুমার বাব্বর এবং রতন কুমার কেশ। সব থেকে অবাক করার বিষয় হল, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হয়েছেন এই অ্যাকাউন্টের প্রথম গ্রাহকদের মধ্যে একজন।

READ MORE:  7th Pay Commission: আগামী সপ্তাহেই DA বৃদ্ধির ঘোষণা করতে পারে সরকার, মার্চে এতটা বাড়বে বেতন | Dearness Allowance Hike

কী কী থাকছে এলিট প্লাসে?

এলিট প্লাস শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্ট নয়। বরং, একগুচ্ছে লাইফস্টাইল বেনিফিটস এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য একটি প্যাকেজ। প্রথমত, এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রতিমাসে যত খুশি টাকা জমা করতে পারবেন। কোন অতিরিক্ত চার্জ কাটবে না। দ্বিতীয়ত, RTGS, NEFT, IMPS সবধরনের ডিজিটাল টাকা পাঠানো যাবে একদম ফ্রিতে, যে সুবিধাগুলি আজকের দিনে অত্যন্ত জরুরী। 

READ MORE:  Gold Price: হু হু করে কমছে দাম, মধ্যবিত্তের মুখে হাসি ফুটিয়ে ফের পড়ল সোনার দর, রইল আজকের রেট | Today's Gold And Silver Price

এছাড়া আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট পাবেন প্রতিটি লেনদেনে এবং প্রতি ত্রৈমাসিকে দুইবার কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রতি মাসে ৭৫০ টাকা মূল্যের ফ্রি সিনেমার টিকিট পাওয়া যাবে। এছাড়া বাছাই করা অভিজাত গলফ ক্লাবে ম্যাচ দেখার সুযোগ দেওয়া হবে। 

জানলে অবাক হবেন, এই স্কিমে এক্সক্লুসিভ মাইলস্টোন রিওয়ার্ড এবং স্পেশাল ভাউচার মিলবে। এছাড়া ১৫ লক্ষ টাকা পর্যন্ত পারসোনাল অ্যাক্সিডেন্ট ইনসুরেন্স দেওয়া হবে। সাথে ৩ লক্ষ টাকা পর্যন্ত পারচেস প্রোটেকশন দেওয়া হবে।

READ MORE:  Provident Fund: ইন্টারনেটের দরকার নেই, এক মিসড কলেই জানুন PF-র ব্যালেন্স! সেভ করে রাখুন নম্বর | Know EPFO Balance Over Missed Call

কাদের জন্য এই অ্যাকাউন্ট?

যারা ব্যাংকিং সুবিধার পাশাপাশি একটু সম্মান এবং আরাম চান, তাদের জন্য এই অ্যাকাউন্ট সেরা বিকল্প। বিশেষ করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান, চাকরিজীবী। এছাড়া কেউ যদি প্রিমিয়াম ব্যাংকিং পরিষেবা করতে চান, তাহলে তারা চোখ বন্ধ করে এই স্কিমটিকে বেছে নিতে পারেন। 

বর্তমানে ব্যাংকিং দুনিয়ার প্রতিযোগিতা তুঙ্গে। আর তখনি গ্রাহকদের আলাদা কিছু দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে বন্ধন ব্যাংক। তাই তাদের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এলিট প্লাস অ্যাকাউন্ট শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্ট নয়, বরং এটি এক্সক্লুসিভ ব্যাংকিং এর ইতিবাচক পদক্ষেপ। 

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.