ফ্রি সিনেমা টিকিট থেকে ইনসুরেন্স! বন্ধন ব্যাঙ্ক চালু করলো এলিট প্লাস স্কিম
ব্যাংকিং পরিষেবা মানে শুধুমাত্র টাকা জমা দেওয়া বা তোলা নয়। বরং, ব্যাংকিং মানে হওয়া উচিত লাইফস্টাইল। আর এই ভাবনাকেই বাস্তবে রূপ দিচ্ছে বন্ধন ব্যাংক (Bandhan Bank)। এবার তারা নতুন প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্ট এলিট প্লাস স্কিম চালু করছে।
একজন সাধারণ গ্রাহক থেকে শুরু করে যারা একটু বাড়তি পরিষেবা আশা করেন, তাদের জন্য বন্ধন ব্যাংক এবার দারুণ সুযোগ নিয়ে আসলো। আর তা হল এলিট প্লাস সেভিংস অ্যাকাউন্ট।
আসলে এই নতুন স্কিমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে একটি বিশেষ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের এমডি এবং সিইও পার্থ প্রতিম সেনগুপ্ত, ইডি ও সিবিও রাজিন্দর কুমার বাব্বর এবং রতন কুমার কেশ। সব থেকে অবাক করার বিষয় হল, প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় হয়েছেন এই অ্যাকাউন্টের প্রথম গ্রাহকদের মধ্যে একজন।
এলিট প্লাস শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্ট নয়। বরং, একগুচ্ছে লাইফস্টাইল বেনিফিটস এবং ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য একটি প্যাকেজ। প্রথমত, এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি প্রতিমাসে যত খুশি টাকা জমা করতে পারবেন। কোন অতিরিক্ত চার্জ কাটবে না। দ্বিতীয়ত, RTGS, NEFT, IMPS সবধরনের ডিজিটাল টাকা পাঠানো যাবে একদম ফ্রিতে, যে সুবিধাগুলি আজকের দিনে অত্যন্ত জরুরী।
এছাড়া আকর্ষণীয় রিওয়ার্ড পয়েন্ট পাবেন প্রতিটি লেনদেনে এবং প্রতি ত্রৈমাসিকে দুইবার কমপ্লিমেন্টারি লাউঞ্জ অ্যাক্সেস পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রতি মাসে ৭৫০ টাকা মূল্যের ফ্রি সিনেমার টিকিট পাওয়া যাবে। এছাড়া বাছাই করা অভিজাত গলফ ক্লাবে ম্যাচ দেখার সুযোগ দেওয়া হবে।
জানলে অবাক হবেন, এই স্কিমে এক্সক্লুসিভ মাইলস্টোন রিওয়ার্ড এবং স্পেশাল ভাউচার মিলবে। এছাড়া ১৫ লক্ষ টাকা পর্যন্ত পারসোনাল অ্যাক্সিডেন্ট ইনসুরেন্স দেওয়া হবে। সাথে ৩ লক্ষ টাকা পর্যন্ত পারচেস প্রোটেকশন দেওয়া হবে।
যারা ব্যাংকিং সুবিধার পাশাপাশি একটু সম্মান এবং আরাম চান, তাদের জন্য এই অ্যাকাউন্ট সেরা বিকল্প। বিশেষ করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান, চাকরিজীবী। এছাড়া কেউ যদি প্রিমিয়াম ব্যাংকিং পরিষেবা করতে চান, তাহলে তারা চোখ বন্ধ করে এই স্কিমটিকে বেছে নিতে পারেন।
বর্তমানে ব্যাংকিং দুনিয়ার প্রতিযোগিতা তুঙ্গে। আর তখনি গ্রাহকদের আলাদা কিছু দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেছে বন্ধন ব্যাংক। তাই তাদের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয়। এলিট প্লাস অ্যাকাউন্ট শুধুমাত্র একটি সেভিংস অ্যাকাউন্ট নয়, বরং এটি এক্সক্লুসিভ ব্যাংকিং এর ইতিবাচক পদক্ষেপ।
রিয়েলমি আগামী ২৩ এপ্রিল চীনে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme GT 7 লঞ্চ করতে চলেছে।…
Vodafone Idea (Vi) আজ তাদের গ্রাহকদের জন্য নতুন একটি প্রিপেড প্ল্যান লঞ্চ করল। ৩৪০ টাকার…
বাজারে শক্তিশালী এবং টেকসই অ্যান্ড্রয়েড ট্যাবলেটের চাহিদা বেড়েছে। আর তাই Samsung আজ লঞ্চ করেছে Galaxy…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৬ই এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী দিনটি কেমন যাবে?…
সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান ব্যস্ত জীবনে অটোমেটিক গাড়ির (Automatic Car) চাহিদা একেবারে আকাশছোঁয়া। ক্লাচের ঝামেলা…
সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং হিসেবে বুর্জ খলিফাকে (Burj Khalifa) আমরা সবাই চিনি।…
This website uses cookies.