ফ্রুটি পাওয়ার পরই বৃন্দাবনের বানরের থেকে ফেরত পাওয়া গেল দামি স্মার্টফোন, দেখুন ভাইরাল ভিডিয়ো

রাধা-কৃষ্ণের শহর বৃন্দাবনে সম্প্রতি এক অদ্ভুত কান্ড নজর কেড়েছে সকলের। সোশ্যাল মিডিয়া হু হু করে ছড়িয়ে পড়েছে সেই ভিডিয়ো। ভেসে আসছে নানা রকম মন্তব্য। ভিডিয়োতে দেখা গিয়েছে, এক হনুমান কোনও এক পর্যটক বা বাসিন্দার (জানা যায়নি) দামি Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন ছিনিয়ে নেন। তারপর বাড়ির এক উপরের অংশে উঠে যায়। দামি স্মার্টফোন হাত চলে যাওয়ায় হতাশ সেই ব্যক্তিও হাল ছাড়েননি। হনুমান বাবাজিকে বাগে আনার অভিনব ফন্দিও বের করেন তিনি।

READ MORE:  গরমে দেবে ঠান্ডার অনুভূতি, জনপ্রিয় বাইকের সঙ্গে 5 হাজার টাকার কুল জ্যাকেট সম্পূর্ণ ফ্রি

ভিডিয়োতে দেখা যায়, তিনি একটি ফ্রুটির পাউচ ছুঁড়ে দেন ওই হনুমানের কাছে। ফ্রুটির প্যাকেট আসতেই দ্রুত লুপে নেয় সে। মিষ্টি সফ্ট ড্রিংকের প্যাকেট পেতেই দামি স্মার্টফোনটি নীচে ফেলে দেয় সেই হনুমান, যা পেয়ে অবশেষে শান্তি পান সেই ব্যক্তি। বলা বাহুল্য, হনুমানের এই কয়েক সেকেন্ডের কীর্তি বেশ নজর কেড়েছে নেটিজেনদের। ভিডিয়োর কমেন্ট সেকশনে ভরে গিয়েছে নানা মন্তব্য। কেউ কেউ সেই হনুমানকে উদ্দেশ্য করে লিখেছেন, বৃন্দাবনের গ্যাংস্টার।

Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনের দাম কত?

ভারতে এই স্মার্টফোন জানুয়ারিতে লঞ্চ হয়েছে। এই ফোনে তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে। দাম যথাক্রমে – ১,২৯,৯৯৯ টাকা (২৫৬ জিবি), ১,৪২,৯৯৯ টাকা (৫১২ জিবি) এবং ১,৬৫,৯৯৯ টাকা (১ টিবি)। দেশে স্যামসাংয়ের এটি সবথেকে দামি স্মার্টফোন। এই ডিভাইসে রয়েছে একাধিক উন্নত এআই ফিচার, ২০০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫,০০০mAh ব্যাটারি। ৩ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৮ এলিট কাস্টমাইজ প্রসেসর এই ফোনের অন্যতম আকর্ষণ।

READ MORE:  দুনিয়ার বৃহত্তম AI পরিকাঠামো তৈরি করছে Jio, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে বড় ঘোষণা মুকেশ আম্বানির

প্রসঙ্গত, স্যামসাং গ্যালাক্সি এস২৫ সিরিজে মূলত তিনটি স্মার্টফোন রয়েছে, যার মধ্যে এস২৫ আলট্রা হল সবথেকে দামি এবং প্রিমিয়াম ডিভাইস। অন্য দুটি ফোন হল – গ্যালাক্সি এস২৫ এবং গ্যালাক্সি এস২৫ প্লাস।

Scroll to Top