বদলে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ১৬ এর প্রথম বিটা ভার্সন লঞ্চ হচ্ছে এই মাসেই
আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Android 16। রিপোর্ট অনুযায়ী, গুগল শীঘ্রই এর বিটা সংস্করণ রোল আউট করতে পারে। অনুমান করা হচ্ছে অ্যান্ড্রয়েড ১৬ এর প্রথম বিটা সংস্করণ এই মাসে বাজারে আসতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, গুগল ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৬ ওএসের দ্বিতীয় বিটা সংস্করণ এবং মার্চ মাসে তৃতীয় বিটা সংস্করণ লঞ্চ করতে পারে। তবে এর স্টেবল ভার্সন কবে আসবে তা এখনও জানা যায়নি।
অ্যান্ড্রয়েড অথরিটি তাদের রিপোর্টে বলেছে, গুগল স্টেবল ভার্সন আনার আগে অ্যান্ড্রয়েড ১৬ এর বিটা সংস্করণ রোল আউট করবে। এই তথ্য গুগলের একজন কর্মীর থেকে পাওয়া গেছে। জানা গেছে, গুগল অ্যান্ড্রয়েড ১৬ বিটা ৩ ভার্সন আগামী ১২ মার্চ রোল আউট করতে পারে। এর আগে কোম্পানি ২২ জানুয়ারি অ্যান্ড্রয়েড ১৬-এর প্রথম বিটা ভার্সন বাজারে আনবে। আবার বিটা ২ লঞ্চ হবে ১৯ ফেব্রুয়ারি।
বিটা ১, ২ এবং ৩ এর পর গুগল এপ্রিল বা মে মাসে অ্যান্ড্রয়েড ১৫ এর বিটা সংস্করণ ৪ রোল আউট করতে পারে। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই এর স্টেবল আপডেট আসতে পারে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এসেছিল অ্যান্ড্রয়েড ১৫।
রিপোর্ট অনুযায়ী, নতুন ভলিউম কন্ট্রোল, শার্পার ইউআই সহ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে আরও ভালো অ্যাকসেসিবিলিটি পাওয়া যাবে। এছাড়া নতুন ওএস হেলথ রেকর্ড, আরও উন্নত সিকিউরিটি এবং প্রাইভেসি সুবিধা দেবে। আবার অ্যান্ড্রয়েড ১৬ আরও ভাল ব্যাটারি পারফরম্যান্স দেবে।
প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এইমুহুর্তে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী নিয়ে গোটা বিশ্ব জুড়ে বেশ হইচই পড়ে…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ এবার পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি পশ্চিমবঙ্গের খ্যাতনামা কলেজ আইআইটি খড়গপুর…
বর্তমান সময়ে চাকরির বাজার ক্রমশই প্রতিযোগিতামূলক হয়ে উঠছে। আর এই কারণেই অনেকেই নিরাপদ এবং লাভজনক…
ফ্লিপকার্টে চলছে বিগ সেভিং ডেজ সেল। এই সেলে বাম্পার ডিসকাউন্টে একাধিক স্মার্টফোন কেনা যাচ্ছে। আমরা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: গতকাল ছিল বসন্ত উৎসব। আকাশে বাতাসে মিশেছিল খুশির রং। গোটা এলাকা যখন…
শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি পুরুলিয়া (Purulia) ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? বিশেষ করে পলাশ ফুল…
This website uses cookies.