বদলে যাচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড ১৬ এর প্রথম বিটা ভার্সন লঞ্চ হচ্ছে এই মাসেই
আসছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন ভার্সন Android 16। রিপোর্ট অনুযায়ী, গুগল শীঘ্রই এর বিটা সংস্করণ রোল আউট করতে পারে। অনুমান করা হচ্ছে অ্যান্ড্রয়েড ১৬ এর প্রথম বিটা সংস্করণ এই মাসে বাজারে আসতে পারে। রিপোর্টে আরও বলা হয়েছে, গুগল ফেব্রুয়ারিতে অ্যান্ড্রয়েড ১৬ ওএসের দ্বিতীয় বিটা সংস্করণ এবং মার্চ মাসে তৃতীয় বিটা সংস্করণ লঞ্চ করতে পারে। তবে এর স্টেবল ভার্সন কবে আসবে তা এখনও জানা যায়নি।
অ্যান্ড্রয়েড অথরিটি তাদের রিপোর্টে বলেছে, গুগল স্টেবল ভার্সন আনার আগে অ্যান্ড্রয়েড ১৬ এর বিটা সংস্করণ রোল আউট করবে। এই তথ্য গুগলের একজন কর্মীর থেকে পাওয়া গেছে। জানা গেছে, গুগল অ্যান্ড্রয়েড ১৬ বিটা ৩ ভার্সন আগামী ১২ মার্চ রোল আউট করতে পারে। এর আগে কোম্পানি ২২ জানুয়ারি অ্যান্ড্রয়েড ১৬-এর প্রথম বিটা ভার্সন বাজারে আনবে। আবার বিটা ২ লঞ্চ হবে ১৯ ফেব্রুয়ারি।
বিটা ১, ২ এবং ৩ এর পর গুগল এপ্রিল বা মে মাসে অ্যান্ড্রয়েড ১৫ এর বিটা সংস্করণ ৪ রোল আউট করতে পারে। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই এর স্টেবল আপডেট আসতে পারে। উল্লেখ্য, গত বছরের অক্টোবরে এসেছিল অ্যান্ড্রয়েড ১৫।
রিপোর্ট অনুযায়ী, নতুন ভলিউম কন্ট্রোল, শার্পার ইউআই সহ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে আরও ভালো অ্যাকসেসিবিলিটি পাওয়া যাবে। এছাড়া নতুন ওএস হেলথ রেকর্ড, আরও উন্নত সিকিউরিটি এবং প্রাইভেসি সুবিধা দেবে। আবার অ্যান্ড্রয়েড ১৬ আরও ভাল ব্যাটারি পারফরম্যান্স দেবে।
Honor 400 সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই লাইনআপে একাধিক ফোন…
Lenovo Idea Tab Pro জানুয়ারি মাসে কনজিউমার ইলেকট্রনিক্স শো-তে গ্লোবাল মার্কেটের জন্য লঞ্চ হয়েছিল। এবার…
এই মুহূর্তে যদি আপনি প্রতি মাসে অর্থ উপার্জনের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে…
প্রীতি পোদ্দার, ইসলামাবাদ: এবার বিমান থেকে স্রেফ চুরি গেল চাকা! অবাক কাণ্ডে শোরগোল পড়ে গেল…
সৌভিক মুখার্জী, কলকাতাঃ ভারতীয় প্রতিরক্ষা খাতের একটি গুরুত্বপূর্ণ নাম হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (Hindustan Aeronautics Limited)।…
ভারতের সফট ড্রিংস বাজারের প্রতিযোগিতা এখন তুঙ্গে। কোকাকোলা এবং রিলায়েন্সের ক্যাম্পা যখন বাজার কাপাচ্ছে, ঠিক…
This website uses cookies.