লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বদলে যাচ্ছে নিউটাউন! তৈরি হচ্ছে আরও ৬টি আন্ডারপাস, কোথায় কোথায়?

Published on:

সহেলি মিত্র, কলকাতা: আপনিও কি রোজ নিউটাউনের ওপর দিয়ে যাতায়াত করেন? রোজকার ট্র্যাফিক জ্যাম নিয়ে বিরক্ত? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার রোজকার যাতায়াতকারীদের সুযোগ সুবিধার কথা মাথায় রেখে নিউটাউনের মতো জায়গায় বড় কাজ হতে চলেছে। বাসিন্দা এবং নিত্যযাত্রীরা প্রায়শই অভিযোগ করছিলেন যে ব্যস্ত সময়ে নিউ টাউনে ট্র্যাফিক একটি দুঃস্বপ্ন। নোয়াপাড়া মোড় থেকে ইকো পার্কে যেতে কখনও কখনও আধ ঘণ্টারও বেশি সময় লেগে যায়। তবে আর চিন্তা নেই, কারণ এবার নিউটাউনে এক নয় দুই নয়, এক ধাক্কায় ৬টি আন্ডারপাস তৈরি হতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

নিউটাউনে তৈরি হতে চলেছে একগুচ্ছ আন্ডারপাস

এমনিতে নিউটাউনকে কলকাতার স্মার্টসিটি বলা হয়। প্রতিদিন এই জায়গার ওপর দিয়ে বহু মানুষ যাতায়াত করছেন। সে স্থানীয় বাসিন্দা হোক কিংবা অফিস যাত্রী। কিন্তু একটা জিনিস সকলের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে, আর তা হল রোজকার জ্যাম। সকলের মুখে একটাই কথা, এই সমস্যা কবে মিটবে? উত্তর হল খুব শীঘ্রই। কারণ নিউটাউনে তৈরি হতে চলেছে একগুচ্ছ আন্ডারপাস। যার ফলে সকলের রোজকার যাত্রাপথ আরও সুগম হবে।

READ MORE:  Weather Update: ৫০ কিমি বেগে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি! খেল দেখাবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গের কোথায় কোথায় দুর্যোগ? | Depression In Bay Of Bengal Effects All Bengal

যানবাহন থেকে শুরু করে সাধারণ মানুষের হাঁটাচলার জন্য আলাদা আলাদা আন্ডারপাস তৈরি করা হবে। সূত্রের খবর, যানবাহন চলাচলের জন্য ‘ভেহিকুলার আন্ডারপাস’, তেমনই পথচারীদের যাতায়াতের জন্য তৈরি হবে ‘পেডেস্ট্রিয়ান সাবওয়ে’। জানা গিয়েছে, ট্রাফিকের হালচাল খতিয়ে দেখা, প্রকল্পের নকশা, নিকাশির ব্যবস্থা, মাটি পরীক্ষা ইত্যাদি কাজ শুরু হয়ে গিয়েছে। দু’মাসের মধ্যে রিপোর্ট জমা পড়বে হিডকোর কাছে। সিলমোহর পড়লেই শুরু হবে কাজ। হ্যাঁ সম্পূর্ণ কাজটি করবে হিডকো।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

উন্নত হবে ট্র্যাফিক ব্যবস্থা

ক্রমবর্ধমান ট্র্যাফিকের পরিমাণ, অফিস স্পেস বৃদ্ধি এবং সাম্প্রতিক দুর্ঘটনার মোকাবিলায় বিধাননগর সিটি পুলিশ নিউ টাউনে বিশ্ব বাংলা সরণিতে ট্র্যাফিকের নিয়মে একটি বড় রদবদল আনতে চলেছে। জানা গিয়েছে, নিউ টাউন ট্র্যাফিক গার্ডকে দুটি নতুন ইউনিটে বিভক্ত করা হচ্ছে – টেকনো সিটি এবং ইকো পার্ক ব্যবস্থাপনাকে সুবিন্যস্ত করতে এবং সড়ক নিরাপত্তা উন্নত করতে।

READ MORE:  কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা, বন্ধ থাকবে স্কুল?

এই প্রসঙ্গে বুধবার ইকো পার্কের সাব ট্র্যাফিক গার্ডের উদ্বোধনে বিধাননগর সিটি পুলিশ কমিশনার মুকেশ কুমার বলেন, “নিউ টাউন ট্র্যাফিক গার্ড একটি বিশাল এলাকা জুড়ে ছিল এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা একটি সমস্যা হয়ে উঠছিল। পুনর্গঠনের প্রয়োজন।” আগামী কয়েক সপ্তাহের মধ্যে টেকনো সিটি সাব ট্র্যাফিক গার্ডেরও উদ্বোধন করা হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.