লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বন্দে ভারত তৈরির জন্য ঋণ দিন! PNB থেকে চাওয়া হল ৫০০ কোটি

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতে বন্দে ভারত ট্রেনের সম্প্রসারণ আরো একধাপ এগিয়ে গেল। Kinet Rail Solutions, যা ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে পরিচালিত একটি সংস্থা। এবার তারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (PNB) কাছ থেকে 500 কোটি টাকার ঋণের আবেদন জানিয়েছে। কিন্তু কেন? আসলে এই ঋণের মূল উদ্দেশ্য হল নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন নির্মাণের জন্য মূলধন সংগ্রহ করা। 


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

বেশ কিছু সূত্র বলছে, Kinet Rail Solutions সংস্থাটির মালিকানা তিনটি যৌথ প্রতিষ্ঠানের হাতে রয়েছে। প্রথমত Rail Vikas Nigam Ltd (RVNL) এর 25% শেয়ার দখল করে রেখেছে, দ্বিতীয়ত Metrowagonmash (রাশিয়া) 70% শেয়ার দখল করে রেখেছে এবং Locomotive Electronic Systems এর প্রায় 5% শেয়ার দখল করে রেখেছে।

READ MORE:  RBI: HDFC সহ দুই ব্যাঙ্কের উপর নেমে এল RBI-র শাস্তির খাঁড়া | Reserve Bank Of India Fined HDFC And Punjab And Sindh Bank

নতুন কারখানায় 2026 থেকে ট্রেন উৎপাদন শুরু

রেলের সূত্র মারফত জানা গিয়েছে, 2026 সাল থেকে মহারাষ্ট্রের লাতুরে Kinet Rail Solutions-এর নতুন কারখানায় ট্রেন তৈরির কাজ শুরু হচ্ছে। যদিও 2023 সালে সংস্থাটি ইতিমধ্যেই 120টি বন্দে ভারত ট্রেন নির্মাণের জন্য চুক্তি সেরেছিল। এবার সেই প্রকল্পের কাজে হাত লাগাতে এই ঋণের প্রয়োজন।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কেন PNB-এর কাছ থেকে ঋণ নিচ্ছে?

Kinet Rail Solutions ইতিমধ্যেই 2025 সালের শুরুতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আলোচনা সেরেছে। মূলত প্রকল্পের প্রাথমিক ধাপের জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এবার সেই ঋণ সেতু আর্থিক সহায়তা হিসেবেই গ্রহণ করা হবে বলে জানা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভারতীয় রেল বা RVNL থেকে চূড়ান্ত অর্থ অনুমোদন পাওয়া যাচ্ছে।

READ MORE:  বিরাট বেতন বৃদ্ধি, রাজ্যের চিকিৎসকদের জন্য বড় ঘোষণা মমতার

200টি নতুন বন্দে ভারত, 100টি অমৃত ভারত

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় বাজেট 2025-26 কে অসাধারণ বলেই আখ্যা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে, আগামী দুই থেকে তিন বছরে ভারতীয় রেলে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। জানা যাচ্ছে, নতুন 200টি বন্দে ভারত ট্রেন, 100টি অমৃত ভারত ট্রেন, 500টি নামো ভারত র‍্যাপিড রেল এবং 17,500 টি নতুন নন-এসি সাধারণ কোচ তৈরি করা হবে। ভারতীয় রেল পরিকাঠামোকে উন্নত করতে ইতিমধ্যেই 2 লক্ষ 52 হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় অনেকটাই বেশি। 

READ MORE:  নতুন তালিকা প্রকাশ হল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায়, মহিলারা পাবেন বিনামূল্যে গ্যাস সিলিন্ডার

ভবিষ্যৎ সম্ভাবনা

এখন যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ঋণ অনুমোদন করে তাহলে ভারতে বন্দে ভারত ট্রেনের উৎপাদন দ্রুত গতিতে বাড়বে। পাশাপাশি নতুন ট্রেনগুলি আরো আরামদায়ক এবং প্রযুক্তিগতভাবে উন্নত পরিষেবা দেবে। এছাড়া ভারতীয় রেল দ্রুত সম্প্রসারিত হবে এবং যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাও আরও উন্নত হবে। তাই ঋণ প্রক্রিয়া সফল হলে 2026 সাল থেকেই ভারতীয় রেল এক নতুন যুগে প্রবেশ করবে, যেখানে আধুনিক ট্রেন পরিষেবা সাধারণ মানুষের জন্য আরো সহজলভ্য হবে।

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.