বাংলাদেশকে ঝটকা! BIMSTEC সম্মেলনে সাক্ষাৎ করবেন না মোদী? আরজি জানিয়েছিল ঢাকা
বিক্রম ব্যানার্জী, কলকাতা: এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া BIMSTEC শীর্ষ সম্মেলনের মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের (Modi-Yunus Meeting) আবেদন জানিয়ে দিল্লির সাথে যোগাযোগ করেছে ঢাকা। সূত্র বলছে, ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দেওয়ার জন্য 2 এপ্রিল থেকে 4 এপ্রিল ব্যাংকক সফর করার কথা রয়েছে প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের।
তবে এরই মধ্যে শোনা যাচ্ছে নতুন খবর, সূত্র বলছে, বাংলাদেশের দাবি মেনে এই সময়ের মধ্যে কোনও রকম বৈঠক করবে না দিল্লি। মূলত দুই দেশের মধ্যে সম্পর্কের দীর্ঘ ফাটল ও রাজনৈতিক অস্থিরতার কারণে এখনই প্রধানমন্ত্রীর সাথে ইউনূসের বৈঠকের সম্ভাবনা নেই বললেই চলে।
বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রে খবর, 28 মার্চ চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার কথা রয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসের। এরপরই 2-4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক সম্মেলনে অংশগ্রহণ করবেন বাংলাদেশের এই প্রধান। একই সম্মেলনে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। হিসেব বলছে, থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনেই প্রথমবারের জন্য মহম্মদ ইউনূস ও প্রধানমন্ত্রী মোদি একসঙ্গে উপস্থিত থাকবেন।
2-4 এপ্রিল থাইল্যান্ড সফর করবেন ভারত ও বাংলাদেশের প্রধান। আর এই সফরের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাথে মুখোমুখি বৈঠকে বসতে চেয়ে দিল্লিকে একটি নয়া প্রস্তাব দিয়েছে ঢাকা। যে খবর গতকালই নিশ্চিত করেছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। এছাড়াও, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বৃহস্পতিবার বলেন, বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।
4 এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হতে চলেছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা বিমসটেক। ভারতের পাশাপাশি এই বৈঠকে অংশ নেবে বাংলাদেশ, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। আর এই শীর্ষ সম্মেলনের মাঝেই সময় বের করে ওপার বাংলার প্রধান উপদেষ্টা ইউনূসের সাথে প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনের যে আবেদন ঢাকার তরফে জানানো হয়েছে তা নাকি এই মুহূর্তে একেবারেই সম্ভব নয়।
অবশ্যই পড়ুন: RCB-র ম্যাচের আগেই বড় আপডেট! KKR-এ খেলা ১১ কোটির প্লেয়ার যোগ দিচ্ছেন LSG-তে?
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, বর্তমানে দুই দেশের পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে থাইল্যান্ড সফরের মাঝে প্রধানমন্ত্রীর সাথে ইউনূসের বৈঠক অসম্ভব বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। একই সাথে অনেকেই বলছেন, প্রতিদিন ঢাকার প্রধান উপদেষ্টার দপ্তরের তরফে ভারতকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তাতে ইউনূসের সাথে মোদির বৈঠক একেবারেই মানানসই নয়। যদিও এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের তরফে কিছুই জানানো হয়নি।
প্রীতি পোদ্দার, কলকাতা: বসন্ত শেষ হওয়ার আগেই এবার দরজায় টোকা দিচ্ছে গ্রীষ্ম। তাইতো চৈত্রের মাঝামাঝিতেই…
চলতি মাসে লঞ্চ হয়েছে Google Pixel 9a। তবে কিছু সমস্যার কারণে ডিভাইসটির বিক্রি এতদিন শুরু…
পকেটের উপর বেশি চাপ না দিয়েও কিনে ফেলতে পারেন ফিচারে ঠাসা আকর্ষণীয় ডিজাইনের স্মার্টওয়াচ। একাধিক…
২০২৪ সালের মাঝামাঝি সময়ে Reliance Jio, Airtel এবং Vodafone-Idea (VI)-র রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর ফলে…
প্রীতি পোদ্দার, করাচি: বহু সমাজমাধ্যম ব্যবহারকারীদের ফিডে এক বা একাধিক রসালো অথবা হাস্যকর পোস্ট আসে,…
রাজ্যের কৃষকদের জন্য দারুণ সংবাদ। সম্প্রতি বাংলা শস্য বীমা প্রকল্পের (Bengal Crop Insurance) আওতায় ফসলের…
This website uses cookies.