বাইকের চালান কেটেছিল পুলিশ, পাল্টা থানার বিদ্যুৎই কেটে দিলেন ইলেকট্রিক কর্মী
সৌভিক মুখার্জী, কলকাতা: পুলিশ জরিমানা করায় ক্ষুব্ধ হয়ে এক নাগরিক থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন। হ্যাঁ একদম ঠিকই শুনেছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে হারদোই জেলার সাওয়াইজপুরে। আর পুরো ঘটনাটির ভিডিও ভাইরাল হতেই ব্যাপক চাঞ্চল্য চড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। প্রশাসনের শীর্ষ কর্তারা বিষয়টি জানার পর বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করেছেন। চলুন জেনে নেওয়া যাক, আসল ঘটনাটি কী ঘটেছিল।
আসলে হারদোই জেলার সাওয়াইজপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে কর্মরত লাইনম্যান উপেন্দ্র এবং তার এক সহকর্মী একসঙ্গে বাইকে যাচ্ছিল। পথে হঠাৎ পুলিশ তাদের থামিয়ে দেয়। কিন্তু কেন? আসলে তারা হেলমেট ছাড়াই বাইক চালাচ্ছিল। এরপর পুলিশ তাদেরকে জরিমানা করে। আর এতেই উপেন্দ্র এবং পুলিশ কর্মকর্তাদের মধ্যে তর্কাতর্কি বেড়ে যায়।
এরপর ক্ষুব্ধ হয়ে লাইনম্যান তার ঊর্ধ্বতন কর্মকর্তা জুনিয়র ইঞ্জিনিয়ারকে সমস্ত বিষয়টি জানান। এরপর সেই জুনিয়ার ইঞ্জিনিয়ার নিজে থানায় ঢুকে পুরো থানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন।
এই বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ঘটনাটি মোবাইলে রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দেওয়া হয়, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। আর এর ফলাফল কী হয়? পুলিশের কার্যক্রম একধাক্কায় অচল হয়ে পড়ে। থানায় থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সংরক্ষণের কাজ বলুন বা কম্পিউটার অপারেশন, এমনকি সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়ে যায়। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে থানা জেনারেটর চালু করতে বাধ্য হয়।
এই ঘটনাটি জানার পরই বিদ্যুৎ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার নিজে ঘটনাস্থলে যান। এরপর দ্রুত থানার বিদ্যুৎ সংযোগ চালু করে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সুপার জানিয়েছেন, “হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা হবে। এটা তো স্বাভাবিক বিষয়। পুলিশ নিজেও এই নিয়ম মেনে চলছে। তাহলে লাইন ম্যানকে জরিমানা করায় এতে প্রতিশোধের কি রয়েছে?” তিনি এখানেই থেমে থাকেননি। আরও জানান যে, “এই ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং তদন্ত করে দোষীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এই ঘটনার পর জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং লাইনম্যানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে স্থানীয় প্রশাসন। পুলিশের কাজ ব্যাহত করায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং মামলা করা হতে পারে বলেই সূত্র দাবি করছে।
প্রীতি পোদ্দার, কলকাতা: গত শুক্রবার মায়ানমারে যে ভয়ংকর ভূমিকম্প (Earthquake) হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্ট নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে দড়ি টানাটানির ঘটনা আজও ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে…
প্রীতি পোদ্দার, কলকাতা: মাঝ চৈত্রেই গরমের চোখরাঙানি যেন কালঘাম ছোটাচ্ছে রাজ্যবাসীর। ইতিমধ্যেই ছাতা ছাড়া রাস্তায়…
Redmi A5 বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় লঞ্চের পর, এবার গ্লোবাল মার্কেটে প্রবেশ করল। নতুন এই লো…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলপথে হাইড্রোজেন ট্রেনের ট্রায়ালে (Hydrogen Train Trial) বাধা। সূত্রের খবর, পরিকাঠামোগত…
Vivo X200 Ultra অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলে আত্মপ্রকাশ করতে চলেছে। এই দুর্ধর্ষ ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে ঘিরে…
This website uses cookies.