লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাইক-প্রেমীদের জন্য সুখবর! বিপুল জনপ্রিয় Yamaha XSR 155 এ বছরেই ভারতে আসছে

Published on:

দেশের বাজারে এক দুর্দান্ত আইকনিক বাইক লঞ্চ করতে চলেছে ইয়ামাহা। শোনা যাচ্ছে, এ বছরই লঞ্চ হবে সেই মডেল। বাইকটি হল গ্লোবাল মার্কেটে বিপুল জনপ্রিয় Yamaha XSR 155। মোটরসাইকেটি নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। এক সূত্রের দাবি, ২০২৫ সালের শেষের দিকে এ দেশে লঞ্চ হতে পারে। চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় গ্রাহকদের পছন্দ অনুযায়ী বাইকটির ভোল পাল্টাতে চলেছে ইয়ামাহা।

Yamaha XSR 155 এই বছর ভারতে লঞ্চ হবে

এই ধরনের বাইকের উচ্চ চাহিদা দেখে ২০২১ সালে Yamaha FZ X লঞ্চ হয় বাজারে। কিন্তু সেটি বিক্রিতে তেমন প্রভাব ফেলতে পারিনি। মূলত বাইকটি FZ-S এর উপর ভিত্তি করে বানানো হয়েছিল। যেখানে XSR 155 বাইকটি R15 এর উপর ভিত্তি করে বানানো, এটি আরও পারফরম্যান্স-ফ্রেন্ডলি মোটরসাইকেল। তবে এবার সেই সুযোগ হাতছাড়া হবে না। কারণ দেশে বাইকের পোর্টফোলিও সম্প্রসারণ করার কথা ভাবছে কোম্পানি।

READ MORE:  স্কুটারের পর বাইকের জগতেও ইলেকট্রিক বিপ্লব আনতে চলেছে Ola

এর মধ্যে রয়েছে YZF-R7 এবং MT-09 এর মতো বাইকও। এগুলিও লঞ্চ হতে পারে খুব শীঘ্রই। আপাতত জানা গিয়েছে, XSR 155 মডেলে নিও-রেট্রো ডিজাইন থাকবে। ডেল্টাবক্স ফ্রেমের ধাঁচে তৈরি হবে বাইকের কাঠামো। এতে পাওয়া যাবে ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা সর্বাধিক ১৮.১ হর্সপাওয়ার এবং ১৪.২ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে মিলবে ছয় স্পিড গিয়ারবক্স।

READ MORE:  2025 Yamaha R3 Launched: মধ্যবিত্তের স্বপ্নপূরণ করতে Yamaha আনল দুই নতুন স্পোর্টস বাইক | 2025 Yamaha R25 Launched

এছাড়াও, ১৭ ইঞ্চি চাকা, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, চাকার দু’প্রান্তে ডিস্ক ব্রেক, USD ফর্ক এবং মনোশক সাসপেনশনের মতো বৈশিষ্ট্য থাকবে, যা লং রাইডের জন্য ভারসাম্য এবং উন্নত ব্রেকিং অভিজ্ঞতা প্রদান করবে। দামের ক্ষেত্রে এটির MT15 এর থেকে একটু বেশি মূল্যে লঞ্চ হতে পারে। MT15 মডেলের দাম ১.৬৯ লাখ টাকা, এক্স-শোরুম। জানা গিয়েছে, R15V4 এবং MT15 V2 এর মতো XSR 155 মোটরসাইকেলও ভারতে উৎপাদন করবে ইয়ামাহা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  2025 Honda Activa Launch: স্মার্ট ফিচার্সের সঙ্গে বাজার কাঁপাতে হাজির নতুন Honda Activa, পাবেন ডিজিটাল স্ক্রিন, ব্লুটুথ | 2025 Honda Activa Launched
About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.