বাচ্চাদের রেশন কার্ড নিয়ে কেন্দ্রের প্রস্তাবে নারাজ রাজ্য

শ্বেতা মিত্র, কলকাতা: আমাদের দেশের একটি উল্লেখযোগ্য শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। সরকার তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। দরিদ্র ও অভাবী মানুষ তাদের দৈনন্দিন খাবারের জন্য গণবন্টন প্রকল্পের উপর ব্যাপকভাবে নির্ভর করে। সরকার প্রতি মাসে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে তাদের বিনামূল্যে চাল, গম, ভর্তুকিযুক্ত চিনি, কেরোসিন, ডাল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং অন্যান্য জিনিসপত্র সরবরাহ করছে। অর্থাৎ দেওয়া হয় রেশন। তবে এবার রেশন ব্যবস্থা নিয়ে কার্যত ফের দ্বন্দে জড়াল পশ্চিমবঙ্গ ও কেন্দ্রীয় সরকার। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।


গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন

Join Now

রেশন নিয়ে ফের কেন্দ্র-পশ্চিমবঙ্গ সরকারের সংঘাত

আসলে কেন্দ্রের বক্তব্য, একজন শিশুর বয়স ৬ বছর হলে তবেই তাকে রেশন কার্ড দেওয়া উচিৎ। এক্ষেত্রে ‘টিপিডিএস কন্ট্রোল অর্ডার ২০১৫’ সংশোধন করে এমনই প্রস্তাব দিতে চায় কেন্দ্র। অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার বলছে অন্য কথা। মমতা বন্দোপাধ্যায়ের সরকারের দাবি, বাচ্চার এক বছর বয়স হলেই তার নামে রেশন কার্ড ইস্যু করা হোক।

READ MORE:  হুড়োহুড়ি করে ট্রেন ধরার দিন শেষ, বাংলার গুরুত্বপূর্ণ ৪০টি স্টেশনে বিশেষ জিনিস বসাচ্ছে পূর্ব রেল

‘টিপিডিএস কন্ট্রোল অর্ডার ২০১৫’ সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজ্যের কাছে মতামত জানতে চেয়েছিল কেন্দ্রীয় সরকার। এই তালিকায় রয়েছে বাংলাও। এই বিষয়ে গত ১০ মার্চ পশ্চিমবঙ্গের খাদ্যদপ্তরের বিশেষ সচিব খাদ্যমন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে চিঠি দিয়ে মতামত দিয়েছেন। আর এই মতামতই যেন নতুন করে বিতর্কের সৃষ্টি করেছে।


বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে

Join Now

কী বলেছে রাজ্য?

চিঠিতে বলা হয়েছে, ছ’ বছর নয়। বাচ্চার এক বছর বয়স হলেই তার নামে রেশন কার্ড ইস্যু করা হোক। এর পাশাপাশি নতুন রেশন কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্তিকরণের প্রসঙ্গেও রাজ্য তার মতামত জানিয়েছে। নতুন যেসব রেশন কার্ড হবে, তার সঙ্গে ব্যাঙ্ক আকাউন্ট যুক্ত করার প্রস্তাব দিয়েছে খাদ্যমন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, তারা কিছু করবে না। কেন্দ্র চাইলে ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া’র থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করে নিক। রাজ্য কিছু করতে পারবে না।

READ MORE:  আড়াই বছরে এই প্রথম! সুপ্রিম কোর্টে চলা DA মামলা নিয়ে কর্মীদের জন্য কিছুটা স্বস্তির খবর

বিস্ফোরক খাদ্যমন্ত্রী

চিঠি প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘কেন্দ্র ‘টিপিডিএস কন্ট্রোল অর্ডার ২০১৫’ সংশোধনের ব্যাপারে যে মতামত চেয়েছিল, সেটি পাঠানো হয়েছে। আমরা ডিবিটির বিপক্ষে। তাই বলা হয়েছে, আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ করব না। কেন্দ্র নিজের মতো বুঝে নিক। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান, সকলের জন্য খাদ্য। তাই শিশু জন্মাবার পরই বার্থ সার্টিফিকেটের ভিত্তিতে রেশন কার্ড হয়। কিন্তু কেন্দ্র এখন সেটি ছ’বছর করতে চাইছে। আমাদের প্রস্তাব, এক বছর। কোনওভাবেই বাংলার মানুষকে রেশনের খাদ্যশস্য থেকে বঞ্চিত করা যাবে না।’ স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের এহেন জবাবে তাজ্জব সকলে। এখন কেন্দ্র কী পদক্ষেপ নেই সেটাই দেখার।

READ MORE:  Tomorrow’s Weather: সরস্বতী পুজোর আগেই শীত ‘ভ্যানিশ’! চালাতে হবে ফ্যান? আগামীকালের আবহাওয়া | South Bengal Weather Winter Update
Scroll to Top