লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজার কাঁপাতে 200 মেগাপিক্সেল ক্যামেরার আল্ট্রা-স্লিম স্মার্টফোন আনছে Samsung

Published on:

কয়েকদিন আগেই, Samsung চলতি বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজ লঞ্চ করেছে। ওই ইভেন্টে S25 Edge নামে আরও একটি মডেলের ঝলক দেখিয়েছে তারা। তবে এই ডিভাইসটির স্পেসিফিকেশন অফিশিয়ালি প্রকাশ হয়নি। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির অন্যতম স্লিম হতে চলেছে। এখন একটি সূত্র থেকে Samsung Galaxy S25 Edge-এর ক্যামেরা ডিটেলস ও স্ক্রিন প্রোটেকশন সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে।

READ MORE:  Google Pixel 9a Price: লঞ্চের একদিন আগেই দাম ফাঁস Google Pixel 9a ফোনের, ক্যামেরায় টেক্কা দেবে সবাইকে | Google Pixel 9a Specifications

পান্ডাফ্ল্যাশের এক্স (সাবেক টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে যে, Galaxy S25 Edge মডেলে একটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। উল্লেখ্য, S25 Ultra-তেও ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা বর্তমান, যা মাল্টি-ডিরেকশনাল পিডিএএফ এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অফার করে। স্ট্যান্ডার্ড S25 ফোনে অবশ্য ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে।

READ MORE:  Samsung Galaxy F06 5G Launched: রেডমি-রিয়েলমিদের খেলা শেষ, 10 হাজারের মধ্যে অনবদ্য 5G ফোন লঞ্চ করল Samsung | Samsung Galaxy F06 5G Price

Galaxy S25 Edge-এর সামনে Gorilla Glass Victus 2 প্রোটেকশন থাকতে পারে। বেস S25 ফোনেও এই স্ক্রিন সুরক্ষা রয়েছে, তবে আল্ট্রাতে আরও শক্তিশালী Gorilla Armor 2 শিল্ড দেওয়া হয়েছে। আপকামিং এজ মডেলটি ৬.৭ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে ও গ্যালাক্সি এক্সক্সুসিভ Snandrgon 8 Elite চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।

Samsung Galaxy S25 Edge এপ্রিল মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। কিন্তু কোম্পানি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। অন্যদিকে, Apple এই বছর একটি স্লিম ফোন লঞ্চ করতে পারে যার নাম iPhone 17 Air। এটি মাত্র ৫.৫ মিলিমিটার পাতলা হতে পারে। এতে ৩,০০০-৪,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেখা যেতে পারে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  ভ্যালেন্টাইনস ডে এর আগে সস্তা হল Flip Phone, এই তিন মডেলে সবচেয়ে বেশি ডিসকাউন্ট

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.