বাজার কাঁপাতে 200 মেগাপিক্সেল ক্যামেরার আল্ট্রা-স্লিম স্মার্টফোন আনছে Samsung
কয়েকদিন আগেই, Samsung চলতি বছরের প্রথম গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে ফ্ল্যাগশিপ Galaxy S24 সিরিজ লঞ্চ করেছে। ওই ইভেন্টে S25 Edge নামে আরও একটি মডেলের ঝলক দেখিয়েছে তারা। তবে এই ডিভাইসটির স্পেসিফিকেশন অফিশিয়ালি প্রকাশ হয়নি। এটি দক্ষিণ কোরিয়ান সংস্থাটির অন্যতম স্লিম হতে চলেছে। এখন একটি সূত্র থেকে Samsung Galaxy S25 Edge-এর ক্যামেরা ডিটেলস ও স্ক্রিন প্রোটেকশন সম্পর্কিত তথ্য ফাঁস হয়েছে।
পান্ডাফ্ল্যাশের এক্স (সাবেক টুইটার) পোস্ট থেকে জানা গিয়েছে যে, Galaxy S25 Edge মডেলে একটি ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকতে পারে। উল্লেখ্য, S25 Ultra-তেও ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা বর্তমান, যা মাল্টি-ডিরেকশনাল পিডিএএফ এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অফার করে। স্ট্যান্ডার্ড S25 ফোনে অবশ্য ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা রয়েছে।
Galaxy S25 Edge-এর সামনে Gorilla Glass Victus 2 প্রোটেকশন থাকতে পারে। বেস S25 ফোনেও এই স্ক্রিন সুরক্ষা রয়েছে, তবে আল্ট্রাতে আরও শক্তিশালী Gorilla Armor 2 শিল্ড দেওয়া হয়েছে। আপকামিং এজ মডেলটি ৬.৭ ইঞ্চি ফ্ল্যাট ডিসপ্লে থাকবে ও গ্যালাক্সি এক্সক্সুসিভ Snandrgon 8 Elite চিপসেট দ্বারা পরিচালিত হবে বলে জল্পনা শোনা যাচ্ছে।
Samsung Galaxy S25 Edge এপ্রিল মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে বলে দাবি করা হয়েছে। কিন্তু কোম্পানি এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি। অন্যদিকে, Apple এই বছর একটি স্লিম ফোন লঞ্চ করতে পারে যার নাম iPhone 17 Air। এটি মাত্র ৫.৫ মিলিমিটার পাতলা হতে পারে। এতে ৩,০০০-৪,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা দেখা যেতে পারে।
Xiaomi হ্যারি পটার প্রেমীদের জন্য একটি বিশেষ স্মার্টফোন এনেছে। এই ফোনের নাম Redmi Turbo 4…
নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে OnePlus 13R নিতে পারেন। আসন্ন অ্যামাজন গ্রেট সামার সেলে…
OnePlus Pad 2 ট্যাবলেট ব্যবহারকারীদের জন্য সুখবর। চলে এল নতুন সফটওয়্যার আপডেট। OxygenOS 15.0.0.801 ভার্সনের…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৩০ এপ্রিল, বুধবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী আপনার দিনটি কেমন…
Ulefone আগামী ১২ মে, ২০২৫ তারিখে তাদের নতুন মডেল Ulefone Armor 28 Pro গ্লোবাল মার্কেটে…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক করার কথা আগেই জানানো হয়েছিল। যা নিয়ে তর্ক…
This website uses cookies.