লেটেস্ট খবর অটোকার আবহাওয়া খাওয়া -দাওয়া খেলা গ্যাজেট চাকরি জীবনযাপন জ্যোতিষ টেলিকম নিউজ প্রযুক্তি বিনোদন মোবাইল রাশিফল সৌন্দর্য স্কিমস স্বাস্থ্য ও ফিটনেস

বাজিমাত BSNL এর, ফ্রিতে মোবাইলে দেখুন ৪৫০ টিভি চ্যানেল

Updated on:

টেলিকম সেক্টরের অন্যতম শীর্ষস্থানীয় কোম্পানিগুলির একটি ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। সম্প্রতি সংস্থাটি BiTV নামক নতুন পরিষেবা চালু করেছে। এটি একটি ডাইরেক্ট-টু-মোবাইল টিভি পরিষেবা, যার অধীনে ৪৫০টির বেশি লাইভ টিভি চ্যানেল মোবাইলে দেখা যাবে। বেসরকারি কোম্পানি OTT Play-এর সাথে অংশীদারিত্বে, দেশজুড়ে মোবাইল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে এই সুবিধাটি চালু করেছে বিএসএনএল।

এদিন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোম্পানি জানিয়েছে, মাত্র ৯৯ টাকার সস্তা ভয়েস-ওনলি প্ল্যানের ব্যবহারকারীরাও বিনামূল্যে বিআইটিভি উপভোগ করতে পারবেন। গ্রাহকদের তাদের স্মার্টফোনে লাইভ টিভি চ্যানেল দেখার জন্য কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না। উল্লেখ্য, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই, টেলিকম কোম্পানিগুলিকে কম দামে ভয়েস-অনলি প্ল্যান চালু করার নির্দেশ দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

READ MORE:  Recharge Plan: রোজ আনলিমিটেড নেট চাই! Jio, Airtel নাকি Vi এর রিচার্জ সস্তা

BiTV পরিষেবা কী?

BiTV হল BSNL-এর একটি ডাইরেক্ট-টু-মোবাইল পরিষেবা। যার মাধ্যমে গ্রাহকরা ৪৫০টির বেশি লাইভ টিভি চ্যানেল, ওয়েব সিরিজ এবং সিনেমা দেখার সুযোগ পাবেন। এই পরিষেবার পরীক্ষামূলক পর্যায়ে, কোম্পানিটি ৩০০টির বেশি বিনামূল্যে টিভি চ্যানেল অফার করেছে। এখন এই পরিষেবাটি সমস্ত BSNL সিম কার্ডের সাথে সম্পূর্ণরূপে সংহত করা হয়েছে বলে জানা গিয়েছে।

READ MORE:  অবশেষে 5G আনছে Vodafone Idea, শুরুর দিকে এই শহরগুলিতে মিলবে পরিষেবা

আরও পড়ুনঃ মহাকুম্ভ মেলার শরণার্থীদের বিনামূল্যে সিম দিচ্ছে BSNL, লক্ষ্য নিরবিচ্ছিন্ন পরিষেবা

গ্রাহকরা BSNL এর যেকোনও রিচার্জ প্ল্যানের মাধ্যমে এই সুবিধাটি পাবেন। আলাদা করে কোনো টাকা দিতে হবে। প্রসঙ্গত, সম্প্রতি BSNL কয়েকটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যানও নিয়ে এসেছে। যেগুলি হল – ৯৯ টাকা (১৭ দিন মেয়াদ) এবং ৪৩৯ টাকা (৯০ দিন মেয়াদ)। এই প্ল্যানে কলিংয়ের সুবিধা থাকলেও ডেটা পাওয়া যাবে না।

গুরুত্বপূর্ণ খবর পড়তে গ্রুপে যুক্ত হোন

READ MORE:  BSNL OTT: শুধু সস্তা রিচার্জই নয়, ফ্রিতে ৩০০ চ্যানেল ও OTT দিচ্ছে BSNL, কীভাবে দেখবেন? | BSNL's BiTV service now available nationwide with OTT and 300 Channels

About Author
Oindrila Sen

Oidrila Graduated in Masscom from Delhi Univercity, and Works as Content Curator at Kolkata Trend. Curate Content in various category like Bengali News, Entertainment, Tech Update, Lifestyle Update, Celebrity Gossip, Crypto Currency, Job Update and Many More.