বাজেটের থেকে অতিরিক্ত ২১ হাজার টাকা খরচ রাজ্যের, কোন খাতে এই বিপুল অর্থ ব্যয়?

রাজ্যের অর্থনীতিতে এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে একটা চাঞ্চল্যকর তথ্য। চলতি অর্থবর্ষে রাজ্য সরকার প্রায় ২১ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করেছে। বিধানসভায় এই অতিরিক্ত খরচের হিসাব পেশ করতেই শুরু হয়েছে নানারকম বিতর্ক। 

বিরোধী পক্ষ একের পর এক প্রশ্ন তুলছে। আর রাজ্য সরকার দিয়ে যাচ্ছে একের পর এক পাল্টা ব্যাখ্যা। কিন্তু এই বিপুল পরিমাণে অর্থ কোন কোন খাতে খরচ করা হলো? চলুন বিস্তারিত জেনে নিই আজকের প্রতিবেদনে।

কীভাবে বাড়লো রাজ্যের খরচ?

নিয়ম অনুযায়ী কোনো অর্থবর্ষে বাজেট বরাদ্দের চেয়ে বেশি খরচ করা হলে সরকারকে সেই অতিরিক্ত খরচের অনুমোদন দিতে হয় বিধানসভার তরফ থেকে। সেই কারণেই বিধানসভায় রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ২০২৪-২৫ অর্থবর্ষের ২০,৯৩৩ কোটি টাকা খরচের একটি হিসাব পেশ করেছেন।

গত বছরের তুলনায় এই খরচ ৪২০০ কোটি টাকা বেশি হয়েছে বলে সূত্রের খবর, যা বিরোধীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 

READ MORE:  এবার মহিলাদের নিরাপত্তা নিশ্চিত, হাইকোর্টের নির্দেশে রাজ্যের বড় পদক্ষেপ

কোন কোন খাতে খরচ হল এই অতিরিক্ত অর্থ?

সূত্রের খবর অনুযায়ী, অতিরিক্ত ব্যয়ের বড় অংশ ব্যয় হয়েছে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে। এছাড়া স্বাস্থ্য, শিল্প ও পরিকাঠামো খাতেও প্রচুর খরচ করা হয়েছে।

  • সামাজিক প্রকল্পে খরচ হয়েছে ৮৫৯৩ কোটি টাকা।
  • লক্ষীর ভান্ডার প্রকল্পে খরচ হয়েছে ৬৮৮৯ কোটি টাকা। 
  • স্বাস্থ্য খাতে খরচ হয়েছে ২০০০ কোটি টাকা। 
  • শিক্ষা খাতে খরচ হয়েছে ৩৬০০ কোটি টাকা। 
  • জনস্বার্থে বিনিয়োগ করা হয়েছে ২৩০০ কোটি টাকা। 
  • পুলিশ এবং নিরাপত্তা খাতে খরচ হয়েছে ৫০০ কোটি টাকা। 
  • সড়ক এবং জল সংযোগ প্রকল্পে খরচ হয়েছে ১৪০০ কোটি টাকা। 

এই খরচের পাশাপাশি ঋণ পরিশোধের জন্যও অতিরিক্ত অর্থ খরচ বহন করতে হচ্ছে রাজ্য সরকারকে। 

গত কয়েক বছরের তুলনায় অতিরিক্ত খরচ

এটা প্রথমবার নয়। বিগত কয়েক বছর ধরে রাজ্য বাজেটের তুলনায় অতিরিক্ত পরিমাণে অর্থ খরচ করছে। 

  • ২০২০-২১ অর্থবর্ষে মোট ৩৩ হাজার ৩৭ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছিল। 
  • ২০২১-২২ অর্থবর্ষে মোট ২৫ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছিল।
  • ২০২২-২৩ অর্থবর্ষে মোট ২১ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছিল। 
  • ২০২৩-২৪ অর্থবছরে মোট ১৫ হাজার ২৬২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছিল। 
  • ২০২৪-২৫ অর্থবছরে বর্তমানে ২০ হাজার ৯৩৩ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হচ্ছে।
READ MORE:  ১৫ ফেব্রুয়ারির ডেডলাইন! এই কাজ না করলে PF-এর টাকা আর তুলতে পারবেন না

ফলে রাজ্যের বাজেট ঘাটতি ক্রমশ বেড়ে চলেছে, যা অর্থনীতিবিদদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে এখন।

বিরোধীদের অভিযোগ

রাজ্য সরকারের এই অতিরিক্ত খরচের খবর প্রকাশ্যে আসার পরে বিধানসভায় শুরু হয় আলোচনা। বিজেপি বিধায়ক এবং অর্থনীতিবিদ অশোক লাহিরি বলেছেন, “এত বেশি খরচ শুধুমাত্র জরুরি প্রয়োজনেই করা হয়। কিন্তু রাজ্য সরকারকে ঠিক কী কারণে এই খরচ করছে?” 

READ MORE:  Gold And Silver Price Today: ১ লক্ষ ছাড়াবে দাম, আজকেই সোনা রুপোর দর দিয়ে দিল বড় আভাস | Todays Gold And Silver Price

তিনি আরো জানিয়েছেন যে, রাজ্য সরকার বাজেটের তুলনায় ৬.২% অতিরিক্ত অর্থ খরচ করছে। কিন্তু কোথায়, কেন খরচ করা হয়েছে তার কোনরকম তথ্য দেওয়া হয়নি। 

অর্থ প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

এই বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেছেন যে, এই খরচের পেছনে কেন্দ্র সরকারের দায়ী রয়েছে। কেন্দ্র সরকার জাতীয় স্বাস্থ্য মিশন, জল জীবন মিশনের মত প্রকল্পে পর্যাপ্ত পরিমাণে অর্থ দিচ্ছিল না। তাই রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকেই এই সমস্ত প্রকল্পের অর্থ খরচ করেছে। 

তিনি আরো বলেছেন, রাজ্যে ৯৪টি সরকারি প্রকল্প চলছে। যার মধ্যে বেশিরভাগই সামাজিক সুরক্ষামূলক জনকল্যাণমূলক প্রকল্প। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নতুন উপভোক্তা সংখ্যা বাড়ার ফলে এই খাতে আরো বেশি পরিমাণে ব্যয় হবে। 

Scroll to Top