বাড়ছে সরকারি কর্মীদের অবসরের বয়সসীমা? জানিয়ে দিল কেন্দ্র
শ্বেতা মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বিশেষ করে আপনিও যদি অবসরগ্রহণ করবেন বলে ভেবে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল শুধুমাত্র আপনার জন্য। আসলে দীর্ঘদিন ধরে একটা প্রশ্ন বারবার সামনে উঠে আসছিল যে সরকারি কর্মীদের অবসর নেওয়ার বয়সসীমা বৃদ্ধি (Retirement Age) করা হবে কিনা। এবার এই বিষয়ে সরকার নিজেদের অবস্থান স্পষ্ট করল। জানিয়ে দেওয়া হল এই বিষয়ে সরকার কোনোরকম ভাবনাচিন্তা করছে কিনা।
কেন্দ্রীয় সরকার লোকসভায় এই বিষয়ে স্পষ্ট উত্তর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। এক প্রশ্নের লিখিত উত্তরে, কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং কেন্দ্রীয় কর্মচারীদের অবসরের বয়স সম্পর্কে সরকারের অবস্থান সকলের সামনে তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে, কেন্দ্রীয় কর্মী প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং বুধবার বলেছেন যে সরকার তার কর্মীদের অবসরের বয়স পরিবর্তনের কোনও প্রস্তাব বিবেচনা করছে না। জিতেন্দ্র সিং বলেন, কর্মচারীদের অবসর গ্রহণের ফলে সৃষ্ট শূন্যপদ দূর করার জন্য সরকারের কোনও নীতি নেই।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন যে, সরকারি কর্মচারীদের অবসরের বয়স পরিবর্তনের জন্য সরকারের কাছে কোনও প্রস্তাব বিচারাধীন নেই। এই সময় জিজ্ঞাসা করা হয়েছিল যে কোনও সরকারি কর্মচারী ইউনিয়ন বা সংগঠন অবসরের বয়স পরিবর্তনের দাবি করেছে কিনা। মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন যে, জাতীয় পরিষদে কর্মচারীদের কাছ থেকে কোনও আনুষ্ঠানিক প্রস্তাব এখনও পাওয়া যায়নি।
কেন্দ্র এবং বিভিন্ন রাজ্য সরকারের কর্মচারীদের অবসরের বয়সের বিষদ বিবরণ এবং তাদের অবসরের বয়সের বৈষম্যের কারণ সম্পর্কে প্রশ্নে, জিতেন্দ্র সিং বলেন যে বিষয়টি রাজ্য তালিকায় পড়ে বলে সরকারে কেন্দ্রীয়ভাবে এই জাতীয় কোনও তথ্য সংরক্ষণ করা হয় না।
আপনাদের জানিয়ে রাখি যে গত নভেম্বরে একটি পোস্ট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছিল। দাবি করা হয়েছিল যে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরের বয়স বর্তমান ৬০ বছর থেকে দুই বছর বাড়িয়ে ৬২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে, যা ১ এপ্রিল, ২০২৫ থেকে কার্যকর হবে। তবে, সেই সময়ও পিআইবি এই দাবিটিকে ভুয়া বলে অভিহিত করেছিল।
এপ্রিলে লঞ্চ হবে Samsung Galaxy S25 Edge, Motorola Edge 60 Fusion এর মতো একাধিক প্রিমিয়াম…
কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) পরিশোধের দাবি ক্রমশ জোরাল…
প্রীতি পোদ্দার, কলকাতা: দৈনন্দিন জীবনে কাজের চাপে মানুষের মন মেজাজ এতটাই বিগড়ে গিয়েছে যে কোনো…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: একশো দিনের কাজের টাকা পান ভারতীয় পেসার মহম্মদ শামির (Mohammed Shami) বোন…
১ এপ্রিল, ২০২৫ তারিখে নতুন আর্থিক বছর শুরু। আর্থিক জগতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন (Major…
১৫ হাজার টাকার কমে ভারতে সবথেকে দ্রুত গতিতে চার্জ হয় এমন ৫ ফোনের সন্ধান রইল।…
This website uses cookies.