বালুরঘাটের পর এবার জগদ্দল! গোপনে মহিলার ছবি তুলে ধরা পড়ল ব্যক্তি, ভাইরাল ভিডিও
প্রীতি পোদ্দার, কলকাতা: গত ৫ মার্চ বালুরঘাট এক্সপ্রেসে এক মহিলার হেনস্থার খবর উঠে এসেছিল খবরের শিরোনামে। যা নিয়ে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য রাজনীতি। জানা গিয়েছিল, নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসে এক প্রৌঢ় আধ ঘন্টা ধরে ট্রেনের ভিতর এক মহিলা যাত্রীর গোপনে ভিডিও করছিল। এবং জানাজানি হতেই ওই মহিলা প্রৌঢ়কে চড় মারে। যা নিয়ে গোটা ঘটনায় শোরগোল পড়ে যায়। ব্যাপক ভাইরাল হয় সেই ঘটনা। আর এই আবহে ফের সোশ্যাল মিডিয়ায় যাত্রী হেনস্থার (Jagaddal) আরও এক ভিডিও ভাইরাল হল।
ভাইরাল ভিডিও সূত্রের খবর, সম্প্রতি জগদ্দলে ফের দেখা গেল যাত্রী হেনস্থার খবর। সেখানে এক মহিলাকে বলতে শোনা গিয়েছে সেরুল হক নামে এক ব্যক্তি ওই মহিলার কিছু আপত্তিকর ছবি তুলেছেন। তাও আবার ছবিগুলো জুম করে তোলা। যা কয়েকজন যাত্রী দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে মারধর শুরু করে যাত্রীরা। কয়েকজন মহিলাও তাঁকে চড়, থাপ্পর মারে। ওই মহিলাটি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির ভোটার কার্ড, আধার কার্ড এবং যোগাযোগ নম্বর নিয়ে একটি ভিডিও করে। যাত্রীদের হুমকির চাপে পড়ে শেষে সেই ব্যক্তি হাতজোড় করে নিজের ভুল স্বীকার করেন। এরপর ওই ব্যক্তির বাড়ির ফোন নম্বরে যোগাযোগ করলে তাঁর ছেলে ফোন ধরে। এবং তাঁকে জগদ্দল স্টেশনে আসার জন্য বাধ্য করে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কমেন্ট বক্সে জনতার ক্ষোভ উগরে পড়ে।
এর আগে বালুরঘাট এক্সপ্রেসে মহিলা যাত্রীকে হেনস্থা করার ঘটনাকে তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে পাল্লা দিয়ে ওই অভিযুক্ত প্রৌঢ় এর পাশে দাঁড়িয়েছিল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি জানিয়েছিলেন প্রশাসনকে না জানিয়ে ওই মহিলার উচিত হয়নি আইন নিজের হাতে তুলে নেওয়ার। যার নিরিখে সৃষ্টি হয় চরম বিতর্ক।
এর আগে এই ধরনের একাধিক ঘটনার খবর উঠে এসেছিল খবরের শিরোনামে। এমনকি চলন্ত ট্রেনে যৌন হেনস্থারও অভিযোগ উঠেছিল। যদিও এসব ক্ষেত্রে জাতীয় মহিলা কমিশনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তবে এই ধরনের একাধিক ঘটনা বারংবার ঘটতে থাকায় এটাই ক্রমে স্পষ্ট হয়ে উঠছে যে যতই দেশ দিনের পর দিন উন্নতির শিখরে উঠছে, মেয়েদের নিরাপত্তার মান নিম্ন থেকে নিম্নতর হয়ে উঠেছে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
শ্বেতা মিত্র, কলকাতা: ভারতীয় রেলে গোটা দেশের লাইফলাইন। প্রতি দিন কোটি কোটি মানুষ বিভিন্ন কাজ…
OnePlus 13T ফোনে ১.৫কে রেজোলিউশনের ৬.৩১ ইঞ্চির LTPO OLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লে ১২০…
সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের কোটি কোটি গ্রাহকদের চিন্তা বাড়লো। ভারতীয় রিজার্ভ ব্যাংক এবার ATM লেনদেন…
শ্বেতা মিত্র, কলকাতা: টানা বৃষ্টির জেরে বাংলার পারদ বেশ খানিকটা কমেছে। একদম যেন ৯০ ডিগ্রি…
শুভ্রোদীপ চক্রবর্তী, কলকাতা: ভারতে উপলব্ধ স্কুটারগুলির মধ্যে বিক্রির নিরিখে ফেব্রুয়ারিতেও শীর্ষস্থান ধরে রাখল বিপুল জনপ্রিয়…
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৪শে মার্চ, সোমবার। আজ কেমন থাকবে আপনার ভাগ্য? তা জানতে অবশ্যই…
This website uses cookies.