বিনামূল্যেই মিলবে এই ৪ পরিষেবা, উদ্যোগ রেলের
প্রীতি পোদ্দার, কলকাতা: স্বল্প দূরত্ব হোক কিংবা দীর্ঘ দূরত্ব, কম সময়ে সহজে যাতায়াত করার অন্যতম পরিবহন মাধ্যম হল ট্রেন। আর যাত্রীদের কথা মাথায় রেখে তাঁদের সুবিধার্থে ভারতীয় রেল (Indian Railways) একের পর এক উদ্যোগ নিয়েই চলেছে। যার ফলে যাত্রীরা সকলেই চোখ বন্ধ করে বিশ্বাস করে ভারতীয় রেলকে। তাই ভারতীয় রেলকে দেশের লাইফলাইন বলা যে যথোপযুক্ত, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু ট্রেনে দীর্ঘদিন যাত্রা করলেও ট্রেন সম্পর্কে এমন অনেক জিনিস রয়েছে যা অনেকেরই অজানা।
ভারতীয় রেলের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক রয়েছে আমাদের এই ভারতেই। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে রেল পরিষেবা মেলে না। কাশ্মীর থেকে কন্যাকমারী পর্যন্ত জালের মত ছড়িয়ে রয়েছে ভারতীয় রেলপথ। সবমিলিয়ে দেশ জুড়ে প্রতিদিন প্রায় ৪ কোটি মানুষ যাতায়াত করে থাকেন এই রেল পরিষেবার মাধ্যমে। আর এই যাত্রাকালে ভারতীয় রেল যাত্রীদের বেশ কিছু সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এই সেই সকল সুবিধাগুলি থাকে সম্পূর্ণ বিনামূল্যে। বাড়তি কোনও টাকা এজন্য যাত্রীকে খরচ করতে হয় না। চলুন একনজরে দেখে নেওয়া যাক সেই সকল সুবিধাগুলো সম্পর্কে।
ভারতীয় রেলওয়ে সমস্ত AC1, AC2, AC3 কোচে যাত্রীদের একটি কম্বল, একটি বালিশ, দুটি বিছানার চাদর এবং একটি হাত মোচড় তোয়ালে বিনামূল্যে প্রদান করে থাকে। এছাড়াও, কিছু ট্রেনে, যাত্রীরা স্লিপার ক্লাসে বেডরোলও পেতে পারেন। সেক্ষেত্রে যদি কোনো যাত্রী ট্রেন যাত্রার সময় বেডরোল না পান তখন এর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করতে পারেন এবং অর্থ ফেরত দাবি করতে পারেন।
যেকোন স্টেশনে নামার পর পরের ট্রেন ধরার জন্য যদি স্টেশনে অপেক্ষা করতে হয় বা অন্য কোনও কাজে স্টেশনে থাকতে হয়, তাহলে আপনি এখানে নির্মিত এসি বা নন-এসি ওয়েটিং হলে অপেক্ষা করতে পারবেন। তার জন্য কোনো টাকা নেবে না ভারতীয় রেল। তবে এর জন্য আপনাকে ট্রেনের টিকিট দেখাতে হবে। তাহলেই বিনামূল্যে ওয়েটিং হলে থাকতে পারবেন।
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে কোনো কারণে যদি শতাব্দী, রাজধানী বা দুরন্তের মতো বিশেষ ট্রেনে ভ্রমণ করার জন্য টিকিট থাকলেও স্টেশনে ট্রেন ঢুকতে ২ ঘন্টার বেশি দেরি হয় তাহলে রেল বিনামূল্যে খাবারের ব্যবস্থা করবে যাত্রীদের জন্য। এমনকি আইআরসিটিসির ই-ক্যাটারিং পরিষেবা থেকেও যাত্রীরা পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।
ট্রেনে ভ্রমণের সময় যদি কোনো যাত্রী অসুস্থ বোধ করেন তাহলে, রেলওয়ে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা প্রদান করবে। সেক্ষেত্রে যদি কারোর গুরুতর অবস্থা হয় তাহলে পরবর্তী চিকিৎসার ব্যবস্থাও করা হবে। এর জন্য ফ্রন্ট লাইন কর্মচারী, টিকিট কালেক্টর, ট্রেন সুপারিনটেনডেন্ট ইত্যাদির সঙ্গে যোগাযোগ করতে পারেন।
দেশের প্রত্যেকটি বড় রেলস্টেশনে যাত্রীদের জন্য লকার রুম এর ব্যবস্থা করা থাকে। সেক্ষেত্রে যাত্রীরা তাঁদের জিনিসপত্র এই লকার রুম এবং ক্লোকরুমে সর্বাধিক ১ মাসের জন্য রাখতে পারেন। তবে এর জন্য আপনাকে কিছু টাকা চার্জ দিতে হবে।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
ব্যাঙ্ক ডিপোজিট স্কিম নিয়ে আলোচনা হলে বেশিরভাগ মানুষই প্রথমে ফিক্সড ডিপোজিটের (FD) কথা ভাবেন। এটি…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের প্রধান তিন টেলিকম সংস্থা Reliance Jio, Airtel ও Vodafone Idea (Vi)…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত বারের ডিভেন্ডিং চ্যাম্পিয়নদের অবস্থা এ মরসুমে একেবারে শোচনীয়! লিগের উদ্বোধনী ম্যাচে…
২০২৪ সালের জুন মাসের পর এবার ২০২৫ সালের এপ্রিল, এক বছরের মধ্যে জাতীয় সড়কে এই…
প্রীতি পোদ্দার, কলকাতা: দিনে দুপুরে কলকাতা সহ একাধিক জেলায় নানা ধরনের হিংসাত্মক ঘটনা ঘটেই চলেছে।…
শ্বেতা মিত্র, কলকাতাঃ রামনবমীর আগেই লটারি লাগল রাজ্য সরকারি কর্মীদের। এবার সকলে সপ্তম বেতন পে…
This website uses cookies.