বিনামূল্যে IPL দেখার দিন শেষ! ম্যাচ দেখতে গেলেই পকেট থেকে খোয়াতে হবে টাকা
ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য এবার বড় ধাক্কা। এবার থেকে আইপিএল আর দেখা যাবে না বিনামূল্যে (Free IPL)। অর্থাৎ, বিনামূল্যে JioHotstar ব্যবহার করতে পারবেন না। প্রতিটি দর্শককে ২৯৯ টাকা দিয়ে সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে।
এই সিদ্ধান্তের ফলে যারা এতদিন বিনামূল্যে আইপিএল উপভোগ করছিলেন তাদের এবার পকেটের উপর বাড়তি চাপ পড়বে। কিন্তু কেন হঠাৎ এরকম পরিবর্তন? এর পিছনে আসল কারণ কী? চলুন জেনে নেওয়া যাক।
সম্প্রতি ভারতের অন্যতম বৃহৎ ব্যবসায়ী মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও প্রায় ৭০ হাজার কোটি টাকা খরচ করে ডিজনের হাত থেকে হটস্টারকে কিনে নিয়েছে। একসময় স্টার ইন্ডিয়া পরিচালিত এই প্লাটফর্ম পরে ডিজনির আওতায় আসে। তবে ডিজনির ব্যবসায়িক কৌশল সফল না হওয়ায় অবশেষে হটস্টারের মালিকানা চলে এসেছে রিলায়েন্স জিওর হাতে।
এই অধিগ্রহণের পর থেকে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে মুকেশ আম্বানি। আর তার প্রথম ধাক্কায় এসেছে ক্রিকেটপ্রেমীদের উপরে।
যারা হটস্টারের মাধ্যমে আইপিএল উপভোগ করতেন তাদের জন্য এবার বড় দুঃসংবাদ। এবার থেকে আইপিএল দেখার জন্য বাধ্যতামূলকভাবে প্ল্যান কিনতেই হবে। স্টার ইন্ডিয়া যখন হটস্টার চালাতো তখন তারা দর্শকদের ফ্রিতে আইপিএল দেখার সুবিধা করে দিত। ডিজনি অধিগ্রহণের পরেও জনপ্রিয়তা ধরে রাখার জন্য বিনামূল্য ম্যাচ দেখানো হত।
কিন্তু ২০২৩ সালের ডিজনি হটস্টার আইপিএল এর জন্য সাবস্ক্রাইবশান প্ল্যান চালু করেছিল। তবে তাতে কোনরকম ফল হয়নি। জিও তখন কৌশল করে জিও সিনেমাতে বিনামূল্যে আইপিএল দেখানো শুরু করে। তখন হটস্টারের ভিউয়ারসিপ অনেকটাই কমে যায়। এবার সেই JioHotstar-কে কিনে নিয়ে ব্যবসার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে আম্বানি।
JioHotstar-এর নতুন নিয়ম অনুযায়ী আইপিএল দেখতে হলে প্রতিটি দর্শককে ২৯৯ টাকার একটা সাবস্ক্রিপশন প্ল্যান কিনতে হবে। এতে গ্রাহকদের খরচ বাড়লেও JioHotstar-এর লাভ হবে অনেকটাই বেশি হবে।
জিওর এই সিদ্ধান্তকে অনেকেই ব্যবসায়িক চাল বলে ধারণা করছে। আগে ফ্রিতে দেখিয়ে দর্শকদের অভ্যস্ত করানো, তারপর সাবস্ক্রিপশন প্ল্যান কেনা, এটা বহু কোম্পানির ব্যবহৃত কৌশল। জিও সিনেমা যখন ফ্রিতে আইপিএল দেখায়, তখন হটস্টার ক্ষতিগ্রস্ত হয়।
এখন JioHotstar সেই ক্ষতিপূরণ করতে সাবস্ক্রিপশন চালু করেছে। এখন দেখার বিষয়, এই নতুন নিয়মে দর্শকদের প্রতিক্রিয়া কেমন হয় এবং JioHotstar ভবিষ্যতে আর কী কী পরিকল্পনা করে।
ভারতে কুইক কমার্সের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি বিভিন্ন আইটেম বাড়িতে…
ভারত সরকার দেশের দরিদ্র ও অভাবী মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা…
প্রীতি পোদ্দার, কোচবিহার: কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এক বিজেপি কর্মীকে যৌণ নিগ্রহের অভিযোগ…
বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো সঙ্গীর হাতেই বধ হবে RCB? বিষয়টা খানকিটা তেমনই। এক সময়ে রয়েল…
শ্বেতা মিত্র, কলকাতা: পেনশন নিয়ে জরুরি খবর। মূলত এবার মহিলাদের জন্য পারিবারিক পেনশন (Family Pension)…
আপনি যদি কম দামে নতুন LED TV কেনার কথা ভেবে থাকেন, তাহলে এই প্রতিবেদন থেকে…
This website uses cookies.