বিরিয়ানি অর্ডার করলেই বিনামূল্যে ফ্লাইটের টিকিট! বিরাট অফার Swiggy, IndiGo-র
বিক্রম ব্যানার্জী, কলকাতা: রান্না করার সময় নেই! খাবার অর্ডার করে খান নিশ্চয়ই? সেক্ষেত্রে Swiggy-ই হয়তো প্রথম পছন্দ। তবে আপনার জন্য রয়েছে সুখবর। হ্যাঁ, এবার থেকে পছন্দের খাবার অর্ডার করলেই ফ্লাইট বুকিংয়ে বিরাট ছাড় দিচ্ছে ভারতের এই ফুড জায়েন্ট। জানা গিয়েছে, অর্ডারের পরিমাণ যত বেশি হবে বিমানের টিকিটে ছাড়ও তত বেশি পাবেন গ্রাহকরা।
বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতের অন্যতম বড় বিমান সংস্থা ইন্ডিগো এয়ারলাইন্সের সাথে গাঁটছড়া বেঁধেছে ভারতের অন্যতম বৃহৎ ফুড ডেলিভারি সংস্থা Swiggy। আর সেই সূত্র ধরেই, Swiggy-তে পছন্দের খাবার অর্ডার করে IndiGo এয়ারলাইন্সের ফ্লাইট গুলিতে ভ্রমণ করতে পারবেন গ্রাহকরা। কীভাবে? জানব।
প্রথমেই জানিয়ে রাখি, ভারতের অন্যতম বড় ফুড ডেলিভারি পার্টনার Swiggy, ইন্ডিয়ান এয়ারলাইন্স IndiGo-র সাথে যে অংশীদারিত্ব গড়েছে তাতে মূলত লাভবান হবেন IndiGo-র ব্লু চিপস সদস্যরা। হ্যাঁ, IndiGo-র ব্লু চিপ মেম্বাররা যেকোনও সময়ে Swiggy থেকে খাবার অর্ডার করে ফ্লাইট বুকিংয়ে বড় ছাড় পেতে পারেন।
সেক্ষেত্রে বলে রাখি, পছন্দের খাবার ছাড়াও গ্রসারি অর্থাৎ মুদি বাজার করে Swiggy-র তরফে IndiGo-র ফ্লাইট বুকিংয়ে বড়সড় ছাড় পেতে পারেন ব্লু চিপ মেম্বাররা। এক কথায় বলতে গেলে, খাবার অর্ডারের পর অ্যাকাউন্টে জমা হবে ব্লু চিপস। আর তা দিয়েই পরবর্তীতে যেকোনও বিমানের টিকিট বুক করতে পারবেন ব্যবহারকারীরা।
ভারতের দুই বৃহৎ সংস্থার আকর্ষণীয় অফার অ্যাভিল করতে হলে, প্রথমেই নিজের স্মার্টফোনে Swiggy অ্যাপটি ইনস্টল করে নিন। এরপর নিজের Indigo Bluechip অ্যাকাউন্টের সাথে Swiggy অ্যাকাউন্টটি লিঙ্ক করলেই কাজ শেষ। তবে হ্যাঁ, এই সুবিধা পেতে হলে আপনাকে অবশ্যই Indigo Bluechip সদস্য হতে হবে।
অবশ্যই পড়ুন: IPL-র জাত শত্রু! এই ব্যক্তির থেকে ক্রিকেটারদের দূরে থাকার পরামর্শ BCCI-র
বলা বাহুল্য, Indigo Bluechip অ্যাকাউন্ট Swiggy অ্যাকাউন্টটির সাথে লিঙ্ক হয়ে গেলেই পরবর্তী সময়ে খাবার অর্ডার করার সাথে সাথেই ব্লু চিপ জমতে থাকবে অ্যাকাউন্টে। খোলসা করে বলতে গেলে, প্রতি 100 টাকার অর্ডারে 1টি করে ব্লু চিপ পাবেন গ্রাহকরা। এরপর যত অর্ডার করবেন, ব্লু চিপের সংখ্যাও বাড়তে থাকবে তরতরিয়ে। পরবর্তীতে ওই ব্লু চিপ দিয়েই যেকোনও Indigo ফ্লাইট বুক করতে পারবেন ব্যবহারকারীরা। উল্লেখ্য, এই ব্লু চিপের নির্দিষ্ট কোনও মেয়াদ নেই। কাজেই এটি যেকোনও সময়ে, যেকোনও বছরে ব্যবহার করা যেতে পারে।
সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২০ই এপ্রিল, রবিবার। আজকের রাশিফল (Ajker Rashifal) অনুযায়ী কেমন যেতে চলেছে…
সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Industries) আগামী ২৫শে…
নুবিয়া সম্প্রতি নিশ্চিত করেছে যে তারা আগামী ২৮ এপ্রিল চীনে Nubia Z70S Ultra Photographer Edition…
গোটা দেশে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে 5G নেটওয়ার্ক। প্রথমে Reliance Jio এবং Airtel তাদের গ্রাহকদের…
সৌভিক মুখার্জী, কলকাতা: এমন একটা সময় ছিল, যখন দিল্লি থেকে মুম্বাই বা গুরগাঁও থেকে বড়োদরার…
প্রীতি পোদ্দার, কলকাতা: গত সপ্তাহ থেকেই সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে বাংলা জুড়ে হিংসার আগুন জ্বলে…
This website uses cookies.